ড: ইউনুসের ফাসি চাই! কারন:
১। দেশরত্ম হাসিনার মত গনতন্ত্রের মানস কন্যা, শান্তির দূত থাকতে আপনি কেন নোবেল পুরস্কার পাইলেন?
২।সত্তর ও আশির দশকে বাংলাদেশ পৃথিবীর সামনে পরিচিত হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। এই দশকে পৃথিবীতে বাংলাদেশ পরিচিত হয় আপনার নামে!!হাসিনা, খালেদা থাকতে এত্ত বড় বুকের পাটা আপনার কেমনে হয়?
৩।কার কুমন্ত্রনায় আপনি গ্রামীন ব্যাংক বানাইয়া কোটি কোটি টাকা লাভ করছেন?
৪।লাভ করছেন ভাল কথা যুবরাজ তারেক আর প্রিন্স অব বাংলাদেশ জয়কে আপনি লাভের পার্সেন্টেজ কেন বুঝিয়ে দেন নাই?
৫। প্রিন্স অব বাংলাদেশ বিদেশে থাইকা যে দেশপ্রেম দেখাইছে আর আপনি দেশে থাইকা সব দেশপ্রেম বিদেশে পাচার কেন করছেন?
৬।এদেশের মানুষ গরীব আছিল ভাল আছিল, কে আপনারে তাদের জন্য চিন্তা করতে বলছে?আপনি তো রাজনীতিক না!
৭।কেন বিশ্বের বড় বড় মানুষদের সাথে আপনার এত খাতির?কেন কেন?
সাকিবের ফাসি চাই! কারন:
১।তুমারে ওয়ার্ল্ডের ১ নম্বর অলরাউন্ডার হইতে কে কইছে?
২।তুমারে আবার এত ভাল ক্যাপ্তেনসি করতে কে কইছে?কেন তুমি সাবেক অধিনায়কদের পদচিহ্ন অনুসরণ কর নাই?
৩।তুমার মত প্লেয়ার থাকতে দল হারে কেন? দল হারলে সাবেকরা তুমারে যা ইচ্ছা কইব, সমালচনা, খুচাখুচি কইরা তুমাদের মনবলের ১২টা বাজাবে! কেন তুমি এইগুলা গন্ডারের চামরা লাগাইয়া সহ্য করবা না?
৪।তুমি কেন একলা এদেশ থেকে কাউন্টি খেলবা, আইপিএল খেলবা?
৫। তুমি একটা ৫০ মারলে, ৩টা উইকেট পাইলে সাবেকরা তুমার দলরে বিশ্ব চ্যাম্পিয়ন বানায়! আর হারলে তুমার ১৪গুষ্টি উদ্ধার করে! কখনও বিপদে দলের পাশে দাড়াইব না, ইন্সপায়ার শব্দ তাদের ডিকশনারীতে নাই। এইটা তুমি কেন মানতে পার না?
৬। তুমার দল জিতলে সাবেকরাও ক্রেডিট লয়, আর হারলে সব দোষ তুমার! এইটা কেন তুমি মানতে পার না?
৭।বাংলাদেশের কোন অধিনায়কের ১৪গুষ্টি উদ্ধার হয় নাই। তুমারটাও হবে। এইটা কেন তুমি মানতে পার ন।
৮। সাংবাদিকগো কেন তুমি তুমার ইনকাম থাইকা ট্যাক্স দেওনা?কেন তুমি একলাই বড়লোক হইবা?কেন কেন?
জাফর ইকবালের ফাসি চাই! কারন:
১। আপনারে কে কুবুদ্ধি দিছিল বিলেত থাইকা দেশে আইসা দেশের মাইনসের ব্রেইনওয়াস করার জন্য?
২।কি সব আজগুবি বই লেইখা পিচ্চি পোলাপান গুলারে ইন্সপায়ার করতেছেন বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য! কেন?
৩।মুক্তিযুদ্ধের কথা বইলা কেন এদেশের ঈমানদার মানুষদের রাজাকারের নামক উপাধি দিতেছেন?
৪।এতদিন ওদের বিপক্ষে বললে আপনারে ভারতের দালাল বলত। সেই উপাধি আপনার পছন্দ হয় নাই বইলাই কি আপনি এখন সরকারের বিপক্ষে কথা বলতেছেন?এখন তো আপনারে ২মুখো সাপ কইব। আপনি কি ভুইলা গেছেন এদেশে ভাল কিছু বলা, করা মহাপাপ??
৫।আপনার কাজ হইল পোলাপান পড়ানো। হেইডা বাদ দিয়ে আপনি কেন দেশ, সমাজের কথা ভাবলেন?
৬। দেশের বড় বড় মানুষরে(হাসিনা, খালেদা, এরশাদ, নিজামী, যুবরাজ, প্রিন্স) সবাই ভালবাসে ধর্ম, রাজনীতি, ক্ষমতা কিংবা আর্থিক লাভের কারনে।আপনারে দেশের অগনিত মানুষ ভালবাসে আপনার চিন্তা, চেতনা, মননশীলতার জন্য। কেন আপনি এই লেভেলের ভালবাসা পাইবেন? কেন?কেন?
আশরাফুলের ফাসি চাই:
১।তুমারে কে কইছিল অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার লগে ম্যাচ জিতাইতে?
২।জিতাইছিলা ভাল কথা, এখন কেন পার না? তুমার এমনি এমনি ফাসি হবে...
আসুন আমরা বাঙ্গালী, বাঙ্গালীর রক্ত চুষি। কাউকে বড় কিংবা ভাল হতে দিব না। এ আমাদের দৃর প্রত্যয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




