somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহ ব্লগার সনেট (চৌদ্দ সনেট পর্ব-১) রিপোষ্ট (TSN-20)

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

কবি রাবেয়া রাহীম

কবিতার মতো তার সু’নাম সুন্দর
নেশাময় কবিতায় সুখের আফিম
অনুপম সেই ছন্দে রাবেয়া রাহীম
প্রাণবন্ত সব দিক নিরন্ত সে ছবি।
আনন্দের স্নিগ্ধ মন সুরম্য অন্তর
চিরতার রাখ তার হে মহা মহীম,
প্রতিভায় সিক্ত যারে করেছ অসীম;
প্রবলের স্নেহ ধন্য, স্বাগত হে কবি।

আমাদের এ আলয়ে ছড়িয়ে আলোক
ছন্দময়ে গড় এক কাব্যের নিলয়,
কামিনীর নবরূপে আবার আসোক
নীতিকথা নিত্য দিন সত্যের নির্ণয়।
আপনার কাছে এই প্রনতি জানাই
নবরূপ কবিতায় যেন হে তা’পাই।

# ছন্দ: অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

ব্লগার বিলুনি মাহাত্মে

বিলুনি নামের মর্ম যদিও অজানা
অনেক মন্তব্য পেয়ে বুঝিছি অনেক
সজ্জন সুহৃদ জন, শুভেচ্ছা শতেক
সে তাঁকে নাদেয়া যেন সৌজন্য খেলাপ।
বিলিয়ে দিলাম তবে মনের নাজানা
ফুলের সাজানো ডালি সানন্দে বারেক,
আনন্দ উচ্ছাস ভরা অন্তরে প্রত্যেক,
সে গুনী গুনের তরে, নহে এ প্রলাপ।

অজান্তে এখন আমি নিজেরে হারাই
কখন কোথায় যেন কেজানে সেকথা?
কখনো কেমন যেন নিজেরে নাপাই
এটাকি শুধুই এক অনর্থ অযথা?
নাবুঝে থাকেন যদি করব কিআর
বিলুনি কামনা করে মঙ্গল সবার।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

ব্লগার চাঁদ গাজীর মন্তব্যে মন্তব্য-

দীপ্ত চাঁদ, চাঁদ গাজী মন্তব্য বেলায়,
ব্লগে তার জ্ঞানফুল, শেফালী বকুল।
সেই জ্ঞান নদী বহে ভাসিয়ে দু’কূল
শিল্পায়িত ভাষা তার, অশান্ত অন্তর।
আমি পাই ঝলমলে আলোর ভেলায়
সামু ব্লগে জ্ঞান রাশি, সাগর অকুল।
যেথা পাই চাঁদ গাজী, মন্তব্যে অতুল
ধোয়া তার মন্দ নয়, স্বীকৃতি সুন্দর।

দু’জনার মত দুই অমিল সেখানে
তথাপিও মিল এই ভাষায় সমতা,
কেন কিযে কিজানি কি, জানিনা কেজানে?
একজাতি বলে তাই হয়তো মমতা!
এবারতো ভাবি বসে আমরা কিচাই?
অমতের মতভুলে মিলব সবাই।

# ছন্দ: অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

ভাবনায় ব্লগার নতুন

সামুর ব্লগেতে এসে দেখেছি নতুন
নতুন নামের এক ব্লগার ভাসায়
জ্ঞানের সাগরে নাও স্বদেশী ভাষায়
দেখেছি বিস্তৃত তার জ্ঞানের প্রান্তর।
প্রবাসে থেকেই তিনি করেন যতন
স্বদেশী মানুষ জনে ব্লগের নেশায়
ভুলিয়ে মনের ব্যাথা, সুন্দর লেখায়
সকলে আপন তাঁর কিস্নিগ্ধ অন্তর।

এমন মানুষ পাওয়া সৌভাগ্য অনেক
সকলে সাক্ষাত দেয় হোক সে অখ্যাত
জ্ঞানের সেতারে তার সময়ে প্রত্যেক
সুরের ঝঙ্কার তোলে প্রশান্তি যে কত!
নতুনে নতুন তাই করছি এ দাবী
আসুন একত্রে গড়ি নতুন পৃথিবী।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

কবি বিদ্রোহী ভৃগুর কবিতায় মন্তব্য-

হে কবি বিদ্রোহী ভৃগু দ্রোহের অনলে
পুড়িয়ে করুন ছাঁই সকল অন্যায়
কবিতা খঞ্জরে করে পশুত্বে বিদায়
সকলে জানিয়ে দিন সঠিক কি কাজ।
নিজের দোষের কথা মানুষ জানলে
ছাড়বে বিপথ নিজ বিবেক ঘেন্নায়
ফিরবে সুপথে সবে আলোর বন্যায়
আনন্দে গড়বে শেষে শান্তির সমাজ।
আপনি সকলে জানি আপন ভাবেন
বুঝিকি কবির মনে কিআছে সবি তা’
সুচিন্তে অনেক পূণ্য, আপনি পাবেন
তাইতো সবার জন্য লিখেন কবিতা।
এপড়ে মোহীত সব পাঠক অন্তর
আমিও দেখেছি সেই শোভীত সুন্দর।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

জল কাব্যে কবি ভ্রমরের ডানা -

ভ্রমরের ডানা জানি ছোঁয় পুষ্প দল
দলে দলে ফুটে তারা নিশি ভেজা প্রাতে
অতঃপর ঝরে, পড়ে মালিনীর হাতে
মালা হয়ে ভাবে ফুল, প্রেমীদের কথা।
ভ্রমরের ডানা নামে কবি ছোঁয় জল
জল কাব্য রচে কত প্রাত দিবা রাতে
সাগরের ঢেউ কত দোলে আঁখি পাতে
স্মৃতিময় হয়ে থাকে তারা সব তথা।
জল কল কোলাহল কল কল করে
নদী বলে সব জল সাগরেরে দেব।
মালি বলে ঝরে ফুল ঝরে ফুল ঝরে
সব ফুল নিয়ে আমি মালা গেঁথে নেব।
ভ্রমরের ডানা দোলে দু’রকম বায়
ফুল দল জল কল ভুলে মন তায়।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সাত)

অনুপ্রেরণায় কবি অরুনি মায়া অনু

অরুণের প্রখরতা রোদেলা দুপুর
অনুজীব বিনাশের অনন্য সময়,
হে অরুনি মায়া অনু এমন তো হয়
আপনার কবিতায়, আপদ নির্মূল।
জ্ঞান প্রভা বিকিরণে পঙ্কিল পুকুর
পাপজল শূণ্য করে কাব্যিক ছোঁয়ায়,
অবিবেকে ঢেকে রাখা আচ্ছন্ন ধোঁয়ায়
মানুষেরা পাড়ি দেয় সাগর অকুল।
হে অরুনি লিখে যান সুমনে এমন
অপরাধ মুক্ত হোক মানব সভ্যতা
অসতের বিতাড়নে সময় এখন
অপরাধ সাথে বাদ সমস্ত সখ্যতা।
মায়াময়ী মহীয়সী কাব্যের ও দন্ডে
লন্ডভন্ড করে দিন কূ-লোক ও ভন্ডে।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙচচ
# মাত্রা বর্ণঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

কবি শায়মা

শায়মাতে সারি সারি ‘ছড়া’ ছড়াছড়ি
নারী নিয়ে কত কথা কত কথকতা,
ভাবনায় নেই তার নেই অলসতা
অপসরা তাকে ভেবে খায় গড়াগড়ি।
দু’জনার মিলতাল কি যে জড়াজড়ি
পলাশের লেখনিতে ঝরে আকুলতা,
যেন তিনি মুক্তা ঝরা রত্ন অবারিতা
কথা তার ঝরা ফুল, ঝরে কুড়ি কুড়ি।
শায়মাপি শায়মাপি আহা কি যে তার
জনে জনে জানা জানি, জানি মনে মনে।
লিটনের ছড়াকাব্য পেয়ে উপহার
কি মনে যে ভাবে তিনি ভাবি আনমনে।
তারে নিয়ে লিখতেই কথা ভুরি ভুরি
ঘিরে ধরে আমারে যে আহা মরি মরি!

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

(নয়)

কবি খায়রুল আহসান

খায়রুল আহসান ওপার চিন্তন
অব্যাহত রেখে তাঁর মনের সাদায়
আল্লাহর ইবাদত করেন আদায়
ভাবনার তীর তাঁর সুতীক্ষ্ণ চিক্কন।
কেটে গেছে কত কাল সফল জীবন
না আটকে পদদ্বয় অসুখী কাদায়
পরপার চিন্তা তাঁর মনটা কাঁদায়
এভাবেই ঘটে তাঁর আত্মার জীয়ন।
সুভদ্রের কথাকলি রত্নের ভান্ডার
মহোদয় এভাবেই সময় কাটুক,
জ্ঞানাঘাতে মরে যাক কূচিন্তা গন্ডার
আপনার প্রেরণায় এমনি ঘটুক।
তাঁর কথা যেন কোন মায়ের আাঁচল
মনবলে তিনিই যে বান্ধব আসল।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

ব্লগার ডঃ এম এ আলী

ডঃ এম এ আলী এক মহান ব্লগার
জটিলতা বিশ্লেষণে সুদক্ষ অনেক
নাহি ছেড়ে গবেষণা ফলেতে অর্ধেক
বিষয়ের পুরোটই করেন দখল।
ব্লগ রাজ্যে মহারাজ সুপ্রিয় সবার
সকলের সাথে থেকে সময়ে প্রত্যেক
ক্ষান্ত নাহি দিয়ে কাজে মূহুর্ত কয়েক
নিরিবিলি করে যান মানব মঙ্গল।
মুক্তমনা মহা আলী পরান জুড়াতে
পোষ্ট দানে সর্বদাই বৈচিত্র আনেন
কোথায় কি প্রয়োজন আলোক ছড়াতে
সেসকল ক্ষেত্রমত তিনি তা’ জানেন।
জ্ঞানময় চিত্রে মন মোহতে জড়ায়
বিজ্ঞতার রনজয়ে নিশান উড়ায়।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

ব্লগার সাদা মনের মানুষ

সাদা মনের মানুষ মনের সাদায়
ছবি ব্লগের সুদৃশ্য স্বযত্নে আঁকেন
তিনি এসবে এখন সর্বদা আছেন
তাঁকে থামাতে পারেনা কোন কি বাধায়।
বনে বাদাড়ে পহাড়ে ভ্রমণ যাত্রায়
তিনি যখন তখন যেথায় থাকেন
পোষ্টে সেসব প্রকাশ করতে থাকেন
তাঁর সুকর্ম সকলে কত কি জানায়।
দেখে সে রূপ এ মন আনন্দে আকুল
কত অতুল্য ছবির সুরত্ন দূর্লভ
চিন্তা চেতনা মানস আহা কি ব্যাকুল
দেখে যে যার মতন সময়ে সুলভ।
সাদা মনের মানুষ মানসে যে স্তর
সেথা বিরাজে কত কি রতন বিস্তর।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

ব্লগার জানা (সামু ব্লগ মাতা)

জানার উপায় জানা, জানায় জানাতে
কানায় কানায় পূর্ণ ব্লগের প্রান্তর
এ কাজে নিবেদি মন নিবেদি অন্তর
এখন জানা’র দৃষ্টি সকল দীগন্তে।
সৃষ্টির এমন রূপ সুন্দর্য আনাতে
জানা’পি চাঁদের মতো আলোক অপার
তাড়াতে নিপূণ হাতে অজ্ঞতা আঁধার
তিনিতো পূর্ণিমা চাঁদ ধরায় দিনান্তে।

জোছনা করুক ওরে সর্বত্র বিরাজ
এ সামু সুন্দর থাক আপির ছোঁয়ায়
দূরেতে বিদায় হোক অকাজ কূকাজ
সে সব হারিয়ে যাক জ্ঞানের ধোঁয়ায়।
আপু’নি রতন মনি জানাই সালাম
সৌভাগ্যে আমরা জানা আপিকে পেলাম।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

ব্লগার বিলিয়ার রহমান

বিলিয়ার রহমান বিলায় দেদার
সাহিত্যের রত্নরাজি লেখনি ছোঁয়ায়,
আহা সেকি মুগ্ধময় আকর ধোঁয়ায়
মন রাজ্য জুড়ে যেন চাঁদের জোছনা।
বারে বারে পাঠ করে সুপদ্য সম্ভার
সে সকল এ আমায় আবেশে জড়ায়
অমৃতের আলোরশ্মি নিমিশে ছড়ায়
স্বরতন্ত্রে ছুটে চলে সুরের মূর্ছনা।

লোভে পড়ে আসে চোর শিক্ষিত আপদ
চুরিকরে লেখা মালা কেমন বজ্জাত!
তারপর ধরাপড়ে দেখে কি বিপদ
মান কুল সব যায় খোয়ায় ইজ্জত।
বিলিয়ার কিলিয়ার গোয়েন্দা বিশাল
চোর ধরা পুলিশের আলোর মশাল।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# মাত্রা সংখ্যাঃ চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

কবি নাঈম জাহাঙ্গীর নয়ন

অনবদ্য কাব্য গাঁথা দেখেছি যে এক
ছুটে চলে অবিরত না হয়ে মন্থর
ছুঁয়ে যায় সে কবিতা পাঠক অন্তর
যে কাব্যিক মুগ্ধতায় হৃদয় আপ্লুত।
হে নাঈম জাহাঙ্গীর নয়ন কি এক
মোহজালে বেঁধেছেন পাঠকে বিস্তর
অবরুদ্ধ যারা সব না পেয়ে নিস্তার
আপনার বশচ্ছায়ে হয়েছে আবৃত।

কেন জানি কবি পানে আকুল এমন
জনে জনে জনগনে নিরন্ত আত্মায়,
হয়তবা তাই হয় আমার এ মন
কবি ভক্ত অফুরান অন্তর যা চায়।
কেটেকুটে অকাব্যের কন্টক জঙ্গল
নয়নেরা হোক তবে সাহিত্য সম্বল।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

[কবিতাগুলোর রচনা কাল অক্টোবর’১৬ - মার্চ’১৭]

সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৩১
৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×