somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

সহ ব্লগার সনেট (চৌদ্দ সনেট পর্ব-২) রিপোষ্ট (TSN-16)

০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

কবি ‘কি করি আজ ভেবে না পাই’

ছড়ায় ছড়ায় ছড়া করে জড়াজড়ি
সে এক অনন্য ছন্দ দেয় উপহার!
এমন কবিকে বলে জাত ছড়াকার
তা’বলি,‘কি করি আজ ভেবে না পাই’কে।
ছড়ায় ছড়ায় যেন রত্ন ছড়াছড়ি
এ ছড়া এ যেন কোন অন্য উচ্চতার
পাঠেতে মিলবে ছবি পাঠ মুগ্ধতার
এ যেন প্রমাণ করে ছন্দ শুদ্ধতাকে।

ছড়ার মালঞ্চে ফুল দেখি নিরিবিলি
সে ছড়া ঝরছে যেন কত ফুলরাজি
কথায় কথায় ছড়া নেই কারসাজি
এ যেন পাঠক দলে করে পুস্প বিলি।
মন্তব্যে উত্তর আসে ছড়া কবিতায়
বিস্ময়ে অবাক হই কি যে বলি তায়!

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

কবি শহিদুল ইসলাম প্রামানিক

এ কালের ছড়া কাব্যে আছে কত নাম
বিষয়ের গভীরতা কোথাও কি পাই?
পাঠকের মন জয়ে যেমন যা চাই
এসবের মূল্য কোন নেই কারো কাছে।
অথচ যা ঝরায় যে নিন্দুকের ঘাম
তিনি শুধু এক জন যার তুল্য নাই,
শহিদুল ইসলাম প্রামণিক ভাই
ছড়া ছন্দে সবকিছু আপনার আছে।

প্রামানিকে কি মানিক ছড়া ছন্দ তান
ঝরঝরে ঝরে যেন বসন্তের ফুল
ঢেউ যেন সুর লয়ে করে কোন গান
কিশোরীর কানে যেন দোলে কোন দুল।
হুলস্থুল কান্ড যেন তরু লতা ছায়
প্রামানিক ছড়া ছন্দ মৃদু মন্দ বায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

কবি গিয়াস উদ্দিন লিটন

স্নিগ্ধ পূর্ণিমা বিধৌত জোছনা প্রভায়
শুভ্র চন্দ্রিমা ছড়ানো সাহিত্য গঠন,
মুগ্ধ লেখায় গিয়াস উদ্দিন লিটন
শান্তি জড়ানো কি যেন পরতে পরতে।
চন্দ্র রূপালী ধারার সাহিত্য সভায়
মুক্ত আবহ মায়ার লিখন ধরন,
জ্যোতি যেথায় বিমূর্ত, সর্বত্র ধারন
করে করের নৈপূণ্যে প্রশান্তি জগতে।

বিদ্যা দ্যুতির চমকে নিমিষে আটক
জ্ঞান সন্ধানী মানুষ আকুল গম্ভীর
বিদ্যা মেলায় মহীত আগ্রহী পাঠক
প্রাপ্তি লেখক পুস্তকে সমূদ্র গভীর।
জ্ঞান রত্নের প্রত্যাশী পাঠক সকল
পাঠে গিয়াস সমগ্র কৃতার্থ সফল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

ব্লগার গেম চেঞ্জার

কেমন কি করে চলে কি গেম চেঞ্জার?
ব্লগ দেখি শতরূপা কি গুন অনন্য
গদ্য পদ্যে কি বৈচিত্র নৈপূণ্যে প্রাধান্য
কীর্তি তার দেখে দেখে জুড়ায় দু’চোখ!
গেমু কথা কলি ফুলে বিলুপ্ত ডেঞ্জার
দলে বলে তার ব্লগে সকলে সেজন্য
মন্তব্যের ঝরাফুলে প্রকাশে সৌজন্য
রত্নখচা পোষ্টে তার প্রাপ্তির কি সুখ!

কতকথা কতরূপে গেমু যে সাজায়
জ্ঞান গুন বিনোদনে শোভায় উজ্জ্বল
সে শোভায় মনে যেন সেতার বাজায়
তথাপিও গেমু যেন চঞ্চল উচ্ছল।
ভাগ্যগুনে সামু ব্লগে গেমুকে পেলাম
প্রতিভার দিনমনি গেমুকে সালাম।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

কবি কাজী ফাতেমা ছবি

যা খুশি তা’নিয়ে যদি কাব্য লেখা যায়
সকল বিষয় তবে ধন্য কভু হবে
এ কাজী ফাতেমা ছবি বেছে নেয় সবে
একান্ত আপন করে নিজ পদ্য পাতে।
কেমন কোমল স্পর্স মৃদু মন্দ বায়
কবিতা আকুল করে মনে গেঁথে রবে
এমন কবির জন্ম কম হয় ভবে
আমরা পেয়েছি বলে ধন্য সব তাতে।

কবিতা আকুল করা যাতে আছে প্রাণ
হে কবি হে ছবি কবি কত বলি আর
বিলায় কবিতা যেন ছন্দে মায়া ঘ্রাণ
পাঠক মোহীত হয়ে পড়ে বার বার।
এ কবি ও কাব্যে রাখি যোগ্য স্থান নেই
খুঁজেই হয়েছি ক্লান্ত বলি সার এই।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই দুই দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

সত্যের ছায়া ও ডাহুক ছানা

ডাহুক থাকুক বেঁচে স্নেহের ছায়ায়
নিস্তব্ধ রাতের বেলা কিমধু সে ডাক
কামনা বিলুপ্তি থেকে বিমুক্ত তা’থাক
মানুষ, মানুষ হোক বিবেক-চিন্তায়।
সত্যের ছায়ার পোষ্টে ডাহুক ছানায়
দেখেছি কোমল দেহে বাঁচার নির্বাক
আকুতি ঝরছে যেন, চাই সে তা’পাক
লেখক সেকথা তার লেখায় জানায়।

হে মান্য সত্যের ছায়া সত্যের প্রকাশে
আপনি অটল থেকে বিবেকে নির্ভার
এমন লিখেই যান চেতনা বিকাশে
আপনি হবেন তবে আপন সবার।
ডাহুক ডাকুক তার মধুর স্বরেতে
প্রকৃতি সুন্দর থাক পরতে পরতে।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সাত)

কবি নীলপরির কবিতায় মন্তব্য

স্বপ্নসেতু কেন এতো ক্ষণস্থায়ী হয়?
এ প্রশ্নের উত্তরটা জানা নেই পরি
গবেষণা করি কত তব প্রশ্ন স্মরি
কত মনে আছে কত স্বপ্নভাঙ্গা ভয়।
সে সকল বাধা সব কেউ করে জয়
সাফল্যের হাসি হাসে সৌভাগ্যকে বরি
সেই দলে নীলপরি অগ্রেগণ্য করি
কামনার সেই সুখ মনে যেন সয়!

কার সাথে কোথা যেন হয়ে ছিল দেখা
প্রদীপের মত কেঁপে বৃষ্টি ভেজা রাতে
অভিব্যক্তি প্রকাশিতে কত কি যে লেখা
ছন্দে ছন্দে অভিভূত হয়েছি যে তাতে।
পাঠে পাঠে মুগ্ধ হয়ে কবি খুঁজে পাই
স্বপ্নসেতু স্থায়ী হোক এমনটা চাই।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

কবি ধ্রুবক আলোর পদ্যে-

কবি ধ্রুবক আলোর পদ্যে সূর্যদয়
দেখি একান্তে বুলিয়ে দৃষ্টি নিরিবিলি।
সেথা মুক্তির স্নিগ্ধতা করে ঝিলিমিলি
ঢেউ তরঙ্গে উচ্ছল চলে সোৎসাহে।
কবি কাব্যের দ্যুতির এযে সুসময়
হেতা আলোক বর্তিকা আনে সবেমিলি
প্রতি বক্তব্যে, এছন্দে বলে, কর বিলি
মন হেথায় আনন্দে, সদা অবগাহে।

মুগ্ধ মানুষ খুশীতে দেখে অপলক
কবি কাব্যের বাঁধন, দৃঢ় কর্মপ্রীতি
এযে অনিন্দ এ কোন পূর্ণ চন্দ্রালোক
চির অটুট থাক এ স্নিগ্ধ সু-সম্প্রীতি।
কবি ধ্রুবক আলোয়, চাই সে অম্লান
পদ্ম কোমল ছন্দের দ্যুতি অফুরান।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট

(নয়)

ব্লগার চাঁদগাজী

নীলাকাশে চাঁদ হাসে সকলের সাথে
সেরকম চাঁদগাজী সামুব্লগে থাকে
দু’চাঁদের মিলদেখি জীবনের বাঁকে
সারাবিশ্ব ভাবনায় অনুপম তিনি।
চাঁদগাজী কথামালা নিত্যদিন গাঁথে
সেসকল হৃদয়েতে খোঁচামারে যাকে
তার রাগ যেন ঢিল মৌমাছির চাকে
কোন ক্ষেত্রে গাজী কথা অমলিন চিনি।

ভাল-মন্দে দুনিয়াটা জানি থাকে ভরা
ইতি মনে মেনে নিলে তাতে লাভ হয়
নেতি মনে কোন ক্ষেত্রে খেতে হয় ধরা
বুদ্ধিমত্তা কোন ক্ষেত্রে আনে বড় জয়।
চাঁদগাজী ওহে চাঁদ জোছনার রাশি
সুকথন সুরে চাই বাজাবেন বাঁশি।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

কবি শাহরিয়ার কবীর

শাহরিয়ার কবীর, ধূসর স্মৃতির
অনুভূতির কবিতা স্নায়ুতে ছড়িয়ে
অন্তারালের প্রতিভা মায়ায় জড়িয়েে
ইন্দ্রজালিক সৃষ্টির পিছনে ছুটেন।
মহাকালের মোহনা কবিতা প্রীতির
নিরবতার ধ্যানস্ত আকুতি ভরিয়ে
কাব্যান্তরের জঞ্জাল জঙ্গল সরিয়ে
সুহাস্য কবি সকল মুগ্ধতা লুটেন।

প্রফুল্লতায় আপ্লুত জনতা বিরল
ছন্ধবদ্ধতা আয়েশে থাকেন নির্বাক
আহা কি স্নিগ্ধ মায়ার কবিতা নির্মল
অকল্পনীয় সুখেতে সবাই অবাক।
মনুষ্য বটে আপনি হে কবি প্রশান্ত
চলুক তবে কাব্যের এ যাত্রা নিরন্ত।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ পাঁচ তিন তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

নাগরিক কবি সমাচার

কবি একটি মৌলিক অটোগ্রাফ তবে,
এটা শুধুই বিনম্র নাগরিক কবি।
তাঁর বাঁচার সাহস আঁধারের ছবি
যাতে মৃত্যুরা হারায় বেঁচেথাকা বাঁচে।
কবি, কুশল জিজ্ঞাসা প্রতারণা হবে?
কেন এমন ভাবনা? ষড়যন্ত্র সবি?
চাঁদ জোছনা আলোক নীলাকাশ রবি
কাটে হতাশা নিয়ত, আনন্দেরা নাচে।

বহে বিরহ ধারায় মিলনের স্রোত
পড়ে উপেক্ষা আক্ষেপ অবিরাম চাপা
ক্রোধ জাগায় জাগ্রত বিবেকের ব্রত
ক্লান্ত নয়নে বিজয় বারতার ছাপা-
নাহ নিষিদ্ধ অক্ষরে দস্তখত নয়
কবি, হবেই বিপ্লবে তারণ্যের জয়।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

কবি নতুন নকিব

মনের আকুতি দীপ্ত সত্যের প্রকাশ
খাটেন সে লক্ষ্যে কবি নতুন নকিব
সে বুঝে সত্যকে যার উত্তম নসিব
অভাগা তলিযে যায় মিথ্যার সাগরে।
কবির সম্মুখে নীল সাধনা আকাশ
সেথায় আছেন কবি সতেজ সজিব
যেন কি নবাব কোন রহিলা নজিব
তলাতে দিবেনা সত্যে আঁধারে বেগরে।

মিথ্যাকে পুতায় পিষে পাটায় বাটেন
করুণা ভিক্ষায় মিথ্যা মস্তক নোয়ায়
সত্যের জন্যেতে কবি এমন খাটেন
পৃখিবী ভরিয়ে দেন সত্যের শোভায়।
দেখনা মানুষ চেয়ে আলোর মশাল
নতুন নকিব পিছে জনতা বিশাল।

রহিলা নজিবঃ ভারতের রহিল খন্ডের নবাব, পানি পথের তৃতীয় যুদ্ধের অন্যতম বীর সেনাপতি।

# ছন্দঃ অক্ষরবৃত্ত
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ পুঁথি সনেট

(তের)

কবি বিজন রয়

জনেতে বিজন রয়, বনেতে যে নয়
কাকলী কেমন তুমি? কি চাও হেথায়?
এ কবি এমন নয়। কবির ভাবনা
সুতীব্র গতিতে ছুটে অন্যায় তাড়নে।
কাকলী নারীর প্রেম নিশির শিশির
ঝরেই হারিয়ে যায় মাটির অতলে,
এ কবি বিজন রয়, আসক্ত না এতে,
মানব প্রেমেতে পাবে কবির হৃদয়!

একান্ত চাওকি তাঁকে? কাকলি তা’বলি-
খুঁজবে কল্যাণ কর কাজের নিলয়,
সেথায় আসবে কবি, জুটবে কপালে
তখন সান্যিধ্য সুখ। দেখবে কি আহা!
দোলায় দোলায় দোলে, আনন্দ চন্দ্রিমা!
এভাবে কখনো প্রেম আগায় সম্মুখে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

মডু কাল্পনিক ভালবাসা

কাল্পনিক ভালবাসা কল্পনাতে ধুপ
কাঠি জ্বালে। ধোঁয়া উড়ে,যায় উড়ে ঘ্রাণে
মশকের দল সব, রনে ভঙ্গ দিয়ে
গৃহ ছেড়ে নিরিবিলি, আহা কত সুখ!
মিলাদেতে ব্যবহৃত আকরের বাতি
হিন্দু বাক্যে ধুপ কাঠি, কাজ কিন্তু এক,
গুনগত দিক থেকে; মনে শান্তি আসে।
বাস্তবেতে এ কাঠির মহাগুন আছে ।

কেন বলি ওহে ভদ্র মহাশয় মডু
দেখে যান ব্লগ পাড়া, পতঙ্গের দলে
ভন ভন করে কত ব্লগারের কানে।
বিরক্তিতে নিরিহরা ব্লগ ছেড়ে দ্রুত
চলে যায় অভিমানে, নাহি ফিরে আর।
বলি তাই সুরাহার পদক্ষেপ চাই।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট


সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৭:৩৩
২টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×