somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবিধ সনেট (চৌদ্দ সনেট পর্ব-৬) (TSN-23)

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

কবি জাহিদ অনিকের ‘বিব্রতবোধ’ কবিতায় মন্তব্য

আপনার সাথে হয়ে সহমত কবি
আমরাও হই সদা ভীষণ বিব্রত
আমাদের ব্যর্থতায় আর অনিয়মে
মনটা মুষড়ে পড়ে এমনটা হয়।
এখানে কোথাও নেই আশা ভরসার
বাস্তবতা কোন ভাবে, সকলি অলিক
কল্পনার চালচিত্র বিরাজিত হয়ে
ভেঙ্গে করে খান খান হতাশ জীবন।

সাফল্যের দেখা যদি কখনো না মিলে
চলতেই থাকে শুধু বিরস কাব্যের
অচল ধারা তখন হতাশা আসেই।
অপারগতা নিত্য এসে ভিড় করে
যদি মন আঙ্গিনায় তখন বিব্রত
বোধের দেখা নামিলে উপায় থাকেনা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

কবি রাবেয়া রাহিমের ‘অবাঞ্চিত-বাঞ্চিত’ কবিতার সারমর্ম

অবাঞ্চিতকে বাঞ্চিত ভাবা তা’ এমন
হয় কখনো সখনো যখন রঙ্গের
ভূবনে মন বিচরে মুগদ্ধতায় ভরে
মনের আঙ্গিনা কোন যাদুকরী স্পর্শে।
সাধারণত মানুষ প্রেমের কাঙ্গাল
হয়ে হন্যে হয়ে ঘুরে প্রেমাস্পদে পেয়ে
জীবনের অলিগলি ফুরফুরে মনে
হাতে হাত ধরে চায় কাটাতে সময়।

মানুষের ইচ্ছেগুলো আবেগের বসে
নিয়মের বাঁধকেটে যখন আকাশে
উড়তে থাকে তখন সে বাঁধন হারা।
কি বাঞ্চিত সে খবর সে রাখেনা নিজ
উম্মাদনায় তখন সে কি অবাঞ্চিত
সেটাও ভুলে বিবশ মনের কারণে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

রোহিঙ্গা দায়িত্ব

রোহিঙ্গা নির্যাতনের অপরাধী মগ
আর বাঙ্গালী কাদের দ্বারা নির্যাতীত
হয়েছিল, সে কথাকি ভুলেছি আমরা?
সব জানোয়ার এক, সবাইকে ঘৃণা।
রোহিঙ্গা একা বাঙ্গালী নিবেনা, তাদের
বিশ্বের সবাই নিবে, তাতে বাঙ্গালীর
ভাগে যে ক’জন পড়ে তা’নানিলে পরে
কিছু বলার থাকলে তখন বলবে।

মিয়ানমার জাতির রাখাইন মগ
বিশ্বসেরা অসভ্যের জানোয়ার জাতি
সেটা অকপটে বলি, এ অনস্বীকার্য।
তবে তাদের আঘাতে বিতাড়িতদের
সামলানো আমাদের একার দায়িত্ব
কখনো হতে পারেনা এটাও স্বীকার্য।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

নীল পরির ‘ভাবিনা সেকথা আর’ কবিতায় মন্তব্য-

মনোমিতার সাক্ষাৎ না পেলেও তার
ভালোবাসার দূর্বার টানেতে চৌকাঠ
পেরোনো সাহসিকতা অনন্য প্রেমের,
এমন কম দৃষ্টান্ত পৃথিবীতে আছে।
মনোমিতার মিতাকে ধন্যবাদ দেব
তার অকুন্ঠ প্রেমের নিবেদনে যাতে
অবারিত আছে শুধু ত্যাগের মহিমা,
মনোমিতার স্যেভাগ্য ঈর্ষনীয় বটে।

দেহ দাহ খুমীমনে মেনে নিয়ে চলা
যাপিত জীবনে এক বিরল দৃষ্টান্ত,
একালের মিতা শুধু খাই খাই করে।
এমন মিতার জন্যে জীবন দানেও
অনেকে প্রস্তত থেকে চাইবে মিতায়
আজীবন কাছেপেতে গভীর প্রেমেতে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(পাঁচ)

কবি বিদ্রোহী ভৃগুর‘ ঈদ খুঁজে নাপাই’ কবিতার সারমর্ম

ঘৃণ্য বিলাসী ব্যায়ের প্রতিযোগীতায়
কোরবানীর পশুরা আত্ম বিলিয়েও
লজ্জায় জিভ কামড়ে প্রতিবাদ করে
তাদের এ আত্মদান অহেতুক বলে।
অত্যাচার অবিচার অনাচার আর
প্রান্তিক জন গোষ্ঠির দারে দারে ফেরা
যাদের জন্য সমাজ কিছুই করেনা,
ঈদের আনন্দ এতে ম্রিয়মাণ হয়।

তথাপি ঈদ থাকছে প্রচলিত ধারা
বজায় রাখতে যাতে প্রকৃত ঈদের
আনন্দ খুঁজতে হয় শুধু কল্পনায়।
সার্বজনীন ঈদের অবয়ব থাকে
ঢাকাপড়ে ঝলমলে চাঁদের আড়ালে
যা হতে পারেনা কারো কাম্য কোনকালে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ছয়)

চাঁদগাজীর‘গেরিলা যুদ্ধ সম্পর্কে নতুন জেনারেশনের ধারণা পরিস্কার নয়’ পোষ্টে মন্তব্য-

ওরা হয়ত কিঞ্চিত প্রতিশোধ নিতে
শুরু করেছে সামান্য শক্তির আকারে;
সেই সাথে যুক্ত হলে স্বজাতীয় যোদ্ধা
তাতে হায়নার জন্য সমস্যা বাড়বে।
ওরা বেকাপ পাবেনা এমনটা নয়,
অতঃপর একেকটা জানোয়ার মেরে
ওরা উৎসব করে সময় কাটাবে,
আর ওদের কাজের সঠিকতা আছে।

যে চিত্র তৈরী হয়েছে তাতে করাযায়
যা খুশি তেমন কিছু, মরেও মারার
এ উপলক্ষ্য তৈরীতে রয়েছে কারণ।
মিয়ানমারের ক্ষতি যতই বাড়বে
ততই টনক নড়ে হায়না আসবে
পথে, সে দিনের জন্য এটা দরকার।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(সাত)

চাঁদগাজীর ‘গেরিলা যুদ্ধ সম্পর্কে নতুন জেনারেশনের ধারণা পরিস্কার নয়’ পোষ্টে দ্বিতীয় মন্তব্য-

যে অত্যাচার ওদের সইতে হয়েছে
তাতে মেরেও মারার প্রচেষ্টাই ভাল
তবুও মারার শান্তি মিলবে অনেক
আর মরাতো ওদের নিয়ত নিয়তি।
আন্তর্জাতিক যোদ্ধার আগমন হলে
যদি শুরু হয় সেথা নিত্য আত্মঘাতি
হামলা শত্রু নিধনে, মরতে মরতে
তখন হয়ত শত্রু বুঝবে ঘটনা।

ঐ বর্বরদের আর এমনি ছাড়ার
প্রয়োজন আছে বলে কেউকি তেমন
মনে করে? মারাটাই এখানে বিজয়।
সারাবিশ্বে জিহাদের কামনা যাদের
তারা সেখানে যাবেই, আর এভাবেই
শয়তানে শিক্ষাদিতে হবেই এবার।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(আট)

ডঃ এম এ আলীর ‘মাহে রমজান : রহমত, সংযম , দোয়া কবুল , নাজাত ও আত্মশুদ্ধির মাস -
কামনা করি বিশ্ব মুসলিম উম্মার ঐক্য ও মানবজাতির মঙ্গল ও উন্নতি’ পোষ্টে মন্তব্য

প্রথমে চন্দ্র উদয় পরে ক্বোরআন
হেরা পর্বতের গুহা এরপর আসে
একে একে ইসলামী স্থাপনার সব
বিশ্বজোড়া পরিবেশে মনোরম চিত্র ।
প্রতিটি চিত্রের সাথে প্রাঞ্জল ভাষায়
মনমুগ্ধ আলোচনা গ্রন্থিত সুন্দর;
যা পড়ে হৃদয়ে জাগে অপার আনন্দ,
জ্ঞানের প্রভায় ভরে পুলকিত মন।

সময় যেন কি কাটে পাখিদের মতো
উড়ন্ত ডানায় উড়ে বিশ্বচরাচরে
জ্ঞানের সন্ধান করে মোহাবিষ্ঠ হয়ে।
অতঃপর সে জ্ঞানের ভান্ডারের যত
রত্নরাজি দেখে দেখে যত্নকরে তুলে
নিয়ে আসি যতনেতে আপন ভান্ডারে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(নয়)

চাঁদগাজীর ‘গেরিলা যুদ্ধ সম্পর্কে নতুন জেনারেশনের ধারণা পরিস্কার নয়’ পোষ্টে তৃতীয় মন্তব্য-

রোহিঙ্গা জীবন আর বাঁচেনা যখন
তখন বর্গির রক্ত প্রবাহিত করে
সমাধান খুঁজে পেলে তবু ভাল হয়
দস্যুরাতো আপসেতে করেনা কিছুই।
পাকি আর মগেদের মনে মায়া নেই
নতুবা নিরিহ ধরে করে অত্যাচার
ধরায় এমন হলো বিরল দৃষ্টান্ত
এসব পশুর মুন্ডে গোবর ভরানো।

কাঁটায় তুলতে কাঁটা দরকার হয়
অসভ্যের জন্য চাই তারচেয়ে বড়
অসভ্যের আমদানি বদলে স্বভাব।
কে পারে কি পারে সেটা বলবে সময়
অসহায় ক্ষোভে ফুঁসে অনেক সময়
দেখাগেছে তাড়িয়েছে কঠিন দানব।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(দশ)

সুসাহিত্যিক মোহাম্মদ আব্দুলহাকের ‘জনসংখ্যা বেশি হওয়ার কারণ’ পেষ্টে মন্তব্য-

কম সুবিধায় থাকে অনেক সন্তান
নিয়ে গরীব দম্পতি, অথচ অনেক
সুবিধা ভোগের মাঝে ধনাঢ্য দম্পতি
দু’এক অথবা বিনা সন্তানে থাকেন।
বিষয়টা কৌতুহল উদ্দিপক বটে,
যদিও গরীব জেগে ধনীর মন্ত্রতে
তথাপি না পেয়ে কোন সুখের নাগাল
বিস্ময়ে বিমূঢ হয়ে কাটায় জীবন।

যার যেটা মনে হয় সে করে তেমন
নিজ বিবেচনা মতে, সুখ সেতো তার
গতিপথে চলে শেষে ধরা দেয় কভু।
অনেক জীবন থেকে হতাশার ঘোরে
বেগরে সময় পার করে চলে যায়
অবশেষে একদিন শেষ ঠিকানায়।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

সনেট কবি টুটুলের ‘একগুচ্ছ কবিতা’ পোষ্টে মন্তব্য-

কিছু ভুল থাকলেও সনেট সুন্দর
হয়েছে সার্বিক ভাবে, সম্ভাবনা তাই
বড় এক কবি হয়ে সাহিত্য আকাশে
উদয়ের সময়টা হয়ত নিকটে।
সব গুলো সনেটের পাঠে মনোযোগে
উন্নতি পড়েছে চোখে ঈর্ষনীয় রূপে
এ ক্ষেত্রে পাঠক দৃষ্টি আকর্ষণে চাই
ব্লগে ব্লগে ঘুরাঘুরি মন্তব্য প্রদান।

উন্নতি করায় চাই গুণী সঙ্গলাভ
তার জন্যে গুণীদের কাছে যেতে হবে
স্বীকৃতির জন্য লাগে বহুল প্রচার।
আশাকরি গতিপথ ঠিক করে চলে
ক্রমাগত চলে নিজ লক্ষ্যপানে দৃঢ়
সাফল্যের ঠিকানাটা পাবেন আনন্দে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(বার)

ডাঃ সুরাইয়া বিথির ‘ফেরা’ পোষ্টে মন্তব্য-

এসেছেন তারপর ফিরে গিয়েছেন
আবার মনের টানে এসেছেন ফিরে
স্বাগতম আপনাকে ফেরায় আবার
এ বেলায় যেন আর ফেরার না হন।
এখানে অনেক আছে বহুগুণে গুণী
তাদের সবার সাথে মত বিনিময়ে
সামুতে সময় কাটে ভালোয় ভালোয়
তবে যদি থাকে সাথে নিজ কিছু গুণ।

আপনি রবেন সদা দারুণ খবর
ব্লগারেরা পাবে এক নতুন সদস্য
দেখা যাক আপনার ভাবনা কেমন?
আশাকরি নিয়মিত কিছু লেখা পাব
আপানার চেতনার নির্জাস মিশ্রিত
যার থেকে ছড়াবেন রতনের রাজি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

ঝালকাঠি জেলা

পেয়ারা বাগান আর শীতল পাটির
গৌরবের ঝালকাঠি সুগন্ধার তীরে
অবস্থিত, প্রকৃতির মনমুগ্ধ রূপে
বিলিয়ে দর্শক মনে অপার আনন্দ।
কবি জীবনানন্দের ধানসিঁড়ি নদী
‘আবার আসিব ফিরে’ বলেকবি যেথা
ফিরবেন বলেছেন শঙ্কচিল আর
শালিকের ভেসে হেথা সে নদী প্রবাহে।

কবি কামিনি রায়ের জন্ম ভিটা ধন্য
গামছা শিল্পে সুখ্যাত ঝালকাঠি জেলা
প্রকৃতির অপরূপ রূপে মনোহরী।
বিষখালী গাবখান সুগন্ধা বাসন্ডা
ধানসিঁড়ি পঞ্চনদ পলি দিয়ে গড়া
এ জেলায় বসবাসে পরিবেশ ভাল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

ছায়া

বাবা-মা দু’জনে আজ নেই আর
আমার নিকটে থেকে সাহস যোগাতে
জীবনের সুকঠিন পথের যাত্রায়
বুকের ভিতর যেন খালি খালি লাগে।
তাঁরাতো গেছেন চলে নিজ ঠিকানায়
আমারে একলা ছেড়ে জনারণ্যে হেথা
আমার খাবার যারা কেড়ে নিয়ে যায়
আমিতো তাদের সাথে ভাল আছি বেশ।

এখানে কতক কাঁদে হাসছে কতক
বিপদ আপদ হেথা অহরহ ঘটে
বাবা-মা’র মতো কেউ দেয়নাতো ছায়া।
অবশ্য এখন আমি বাবার স্থানেতে
সন্তানের ভবিষ্যৎ চিন্তায় কাতর
চাই তারা থাকে যেন সুখে ও শান্তিতে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃষ্টির জন্য নামাজ পড়তে চায়।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩৮



ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী গত বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বৃষ্টি নামানোর জন্য ইসতিসকার নামাজ পড়বে তার অনুমতি নিতে গিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটির অনুমতি দেয়নি, যার জন্য তারা সোশ্যাল... ...বাকিটুকু পড়ুন

=তুমি সুলতান সুলেমান-আমি হুররাম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ৮:৩৬



©কাজী ফাতেমা ছবি

মন প্রাসাদের রাজা তুমি, রাণী তোমার আমি
সোনার প্রাসাদ নাই বা গড়লে, প্রেমের প্রাসাদ দামী।

হও সুলেমান তুমি আমার , হুররাম আমি হবো
মন হেরেমে সংগোপনে, তুমি আমি রবো।

ছোট্ট প্রাসাদ দেবে... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৪ রাত ১১:০২



ইউটিউব হুজুর বললেন, মৃত্যুর আগে ইবলিশ ঈমান নিয়ে টানাটানি করে। তখন নাকি নিজ যোগ্যতায় ঈমান রক্ষা করতে হয়। আল্লাহ নাকি তখন মুমিনের সহায়তায় এগিয়ে আসেন না। তাই শুনে... ...বাকিটুকু পড়ুন

মহিলা আম্পায়ার, কিছু খেলোয়ারদের নারী বিদ্বেষী মনোভাব লুকানো যায় নি

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:০৯



গত বৃহস্পতিবার ২৫ এপ্রিল প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। অভিযোগ উঠেছে, লিগে দুইয়ে থাকা মোহামেডান ও পাঁচে থাকা প্রাইমের মধ্যকার ম্যাচে নারী আম্পায়ার... ...বাকিটুকু পড়ুন

জানা আপুর আপডেট

লিখেছেন আরাফআহনাফ, ২৯ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৫৭

জানা আপুর কোন আপডেট পাচ্ছি না অনেকদিন!
কেমন আছেন তিনি - জানলে কেউ কী জানবেন -প্লিজ?
প্রিয় আপুর জন্য অজস্র শুভ কামনা।



বি:দ্র:
নেটে খুঁজে পেলাম এই লিন্ক টা - সবার প্রোফাইল... ...বাকিটুকু পড়ুন

×