somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সনেট কবি
সনেট কবি রচিত সনেট সংখ্যা এখন ১০০৪ (৫ জানুয়ারী ’১৯ পর্যন্ত) যা সনেটের নতুন বিশ্ব রেকর্ড, পূর্ব রেকোর্ড ছিল ইটালিয়ান কবি জিয়েকমো দ্যা ল্যান্টিনির, তাঁর সনেট সংখ্যা ছিল ২৫০।

ব্যক্তি সনেট (TSN-20)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(এক)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

মুক্তিযোদ্ধা জনগন মুক্তিযুদ্ধ করে
যাঁর ডাকে সাড়া দিয়ে সর্বস্ব বিলিয়ে,
তিনি শেখ মুজিবুর রহমান নামে
জাতির জনক হয়ে অক্ষয় আছেন।
মুসলিম জাতি নয়, এ জাতি দেশীয়
জাতির জনক কর্মে পরিচয় হলো
সারা বিশ্বে এজাতির, দেশ পতাকার;
মূর্খরা এক্ষেত্রে করে অযথা বিতর্ক।

বঙ্গবন্ধু খেতাবেতে বন্ধু হয়ে তিনি
স্বজাতির জন্য করে এ জীবনপন
এনেছেন স্বধীণতা অনন্য গৌরব।
মুক্তিযোদ্ধা জনতার ত্যাগ স্মরণীয়
তাদের ত্যাগের মন্ত্রে যুদ্ধে জড়ানোর
কান্ডারি ছিলেন জানি জাতির জনক।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(দুই)

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্বজনে হারিয়ে যিনি দেশের মায়ায়
দেশকে আপন জেনে নিজ শোক বেঁধে
নিজের সাধ্যের সব অকুন্ঠ বিলিয়ে
করেন দেশের চিন্তা তিনি দেশরত্ন।
শেখ হাসিনা এ নাম লেখা উন্নয়নে
ছিট মহল সমস্যা সমাধানে, তাঁর
শান্তিপূর্ণ শান্তিচুক্তি সমূদ্র বিজয়
সাফল্যের কীর্তিগাঁথা অবিস্মরনীয়।

রাষ্ট্রনেতা হতে হয় সমৃদ্ধ গুণেতে
এক্ষেত্রে প্রধানমন্ত্রী যোগ্যতায় ঋদ্ধ
তাঁর থেকে হলো কত প্রত্যাশা পূরণ।
কে পারে কি পারে সেতো দেখেছি অনেক
বুলিনয় বাস্তবের কার্য সম্পাদনে
এমান্য প্রধানমন্ত্রী সমগ্রে সুযোগ্য।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(তিন)

মাননীয় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

আমির হোসেন আমু শিল্পমন্ত্রী হয়ে
শিল্পক্ষেত্রে রেখেছেন দীপ্ত অবদান
করে অবধান এর, আরো উন্নয়নে
করে সবে আপনার দীর্ঘায়ু কামনা।
আমি যেথা বসে লিখি এস্থান আপনি
প্রতিষ্ঠিত করেছেন প্রচেষ্টায় জানি
আরো কত কাজ আছে ছড়ানো ছিঁটানো
আপনার কীর্তিদেখে নয়ন জুড়ায়।

ওহেগুণী মহোদয় দেশের নক্ষত্র
হিসেবে উদয় হয়ে দেশের আকাশে
কতকাল ছড়ালেন আলোক বর্তিকা।
আপনি থাকায় হেথা অন্তর শীতল
জনতার আছে আজ হে অবিভাবক,
আপনার সাথে চাই দেশের মঙ্গল।


#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

(চার)

মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (১)

দেশ জাতি জনতার রাস্তা সেতু আর
স্বাধীণতা স্বপক্ষের দল সেনাপতি
মাননীয় মন্ত্রী নেতা দায়িত্বে অপার
ওবায়দুল কাদের অনন্য গুণেতে।
রাস্তা-সেতু ভাল হলে উন্নয়ন ঘোড়া
ছুটে চলে অবিরাম বাধাহীন ভাবে,
সরকারি দল ভাল হলে ভাল হয়
সর্বক্ষেত্রে জনতার স্বপ্ন পূরণেতে।

হে মান্য আপনি করে অবিরাম কাজ
মনে হয় ঠিক ঠাক দায়িত্ব পালনে
ভুলকে পিছনে ফেলে ছুটছেন দ্রুত।
পিছনে পড়া জাতির অগ্রে তুলে আনা
এযে বড় যোগ্যতার দৃষ্টান্ত জগতে
সে ক্ষেত্রে আপনাদের সাফল্য অনেক।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

(পাঁচ)

মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের (২)

রাস্তা ও সেতু মন্ত্রীর নিজ তদারকি
পরিদৃষ্ট রাস্তা-সেতু নির্মাণ বেলায়
যেন কারো কোন কাজে ভুলের মাসুল
জাতি গুণে ক্ষতিগ্রস্থ না হয় কখনো।
আর দলে তার স্থান তিনি মধ্যমনি,
সাধারণ সম্পাদক আওয়ামী লীগ
দল গোঁছানোর গুরু দায়িত্বের ভার
তাঁর উপর বিরাজে কাঠিন্যে সর্বদা।

হে মান্য ওবায়দুল কাদের সর্ব
সাফল্যের সেনাপতি আপনার কার্য
দক্ষতায় হতেপারে সবার উন্নতি।
মাননীয়, আপনার দায়িত্বে আপনি
সর্বদা সজাগ থেকে চলছেন বলে
এখনো ভুলের পথে হাঁটেনি এ জাতি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

(ছয়)

মাননীয় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

সেতু ও সড়কে পণ্য পরিবহনের
সুবিধা থাকলে এতে ব্যবসায়ী ভোক্তা
উৎপাদক ও শিল্প উপকৃত হয়ে
সামগ্রীক অর্থনীতি অগ্রসর হয়।
সে ক্ষেত্রে ওবায়দুল কাদের দায়িত্বে
সেতু-সড়কের ক্ষেত্রে দৃঢ় উন্নয়নে
ক্রমাগত দেশ-জাতি জীবন যাত্রায়
পাচ্ছে অপার সুখ ও বিস্তৃত সমৃদ্ধি।

প্রাণবন্ত থেকে নিজ কাজের নেশায়
সাধারণ সম্পাদক আওয়ামী লীগে,
আপনি অনন্য এক দলের কান্ডারী।
প্রধানমন্ত্রীর হৃদে আস্তাভাজনের
সনদ লাভেতে ধন্য অনবদ্য নেতা
এখন করেন শুধু জাতির মঙ্গল।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ

(সাত)

মাননীয় জেলা প্রশাসক, ম. হামিদুল হক

ম.হামিদুল হক হে জেলা প্রশাসক
জনশান্তি সুনিশ্চিত করণে আপনি
সরকারি দায়িত্বের গুরুভার বয়ে
যাপন করেন এক অমূল্য জীবন।
আপনার কর্মগুন শুনেছি অনেক
পরিপাটি কাজকর্মে আপনি নিখুঁত
মিষ্টিভাসি সদালাপি সহযোগী মনে
আপনি করেন সব কর্ম সম্পাদন।

জনসেবা প্রতিষ্ঠানে থাকা চাই কোন
জনতার সুবান্ধব মানব দরদী
জনতায় যাতে পায় শান্তি অবিরত।
তেমন গুনের গুণী হয়ে মহোদয়
করে যান নিজ কাজ দায়িত্বের সাথে
আপনার কর্মকথা লোক মুখে শুনি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

-জেলা প্রশাসক, ঝালকাঠি

(আট)

মাননীয় মহাপরিচালক, আনোয়ারুল করিম

আনোয়ারুল করিম মহোদয় গুণী
যুবদের উন্নয়নে সঁপে কায়মন
কতস্বপ্ন দেখে এর বাস্তবায়নেতে
নিযুক্ত আছেন নিত্য মানব কল্যাণে।
স্থিতিশীল এ দপ্তর আপনার কালে
কত শান্তিময় দেখি মুগ্ধ এ নয়নে
সেই সাথে যুবদের চলে উন্নয়ন
এ ধারা নিয়ত হয় আরো বেগবান।

জাতির অগ্রযাত্রায় যুবরা সকল
রাখে বেশী অবদান কর্মের মাধ্যমে
তাদের চালক রূপে আপনি ভাস্বর।
আপনার গুণালোকে আলোকিত হয়ে
দেশের যুবরা পাবে আলোর ভূবন,
হে মহাপরিচালক প্রত্যাশা এ মনে।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

-মহাপরিচালক, যুবউন্নয়ন অধিদপ্তর

(নয়)

মাননীয় উপপরিচালক, মিজানুর রহমান

মিজানুর রহমান কার্যক্রমে দক্ষ
দায়িত্ব পালনে তাঁর সকল বিষয়ে
দপ্তর পরিচালনা, অধিনস্তদের
দিয়ে কার্য সম্পাদন, সুচারু সকল।
অনুষ্ঠান আয়োজনে মুগ্ধতা অনেক
দেখেছি প্রত্যেক ক্ষেত্রে ত্রুটিমুক্ত তিনি,
প্রধানমন্ত্রী এলেও আশাকরি তাতে
তাঁকেও সন্তুষ্ট করে পাবেন সম্মান।

অধিনস্ত হয়ে তাঁর নিকটস্ত থেকে
দেখেছি কাজেতে তাঁর নেই কোন ফাঁকি
দায়িত্বের ষোলোয়ানা পালনে উদ্দমী।
যুবদের উন্নয়নে অবদান তাঁর
ঈর্ষনীয় রূপে আছে অন্যদের চেয়ে
হে উপপরিচালক প্রদীপ্ত আপনি।

#ছন্দঃ অমিত্রাক্ষর
#মাত্রাঃ৮+৬
#কবিতা প্রকৃতিঃ সনেট

-উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি।

(দশ)

ঝালকাঠি ও ম.হামিদুল হক

পেয়ারা শীতল পাটি ব্রান্ডেড প্রণ্যের
পরিচয়ে ঝালকাঠি গণ্য করনের
ব্যবস্থায় মাননীয় জেলা প্রশাসক
করেছেন মহোত্তম মনমুগ্ধ কাজ।
ম. হামিদুল হক জেলা প্রশাসক
ঝালকাঠি মহোদয়, চন্দ্রিমা সুন্দর
মনভাবে ক্লান্তিহীন দায়িত্ব পালনে
এ জেলা সকল ক্ষেত্রে বাসযোগ্য আছে।

মাননীয় আন্তরিক কর্ম গুণেনিজ
নিরত থাকেন নিত্য জেলা উন্নয়নে
শৃঙ্খলা কিছুতে যেন বিনষ্ট না হয়।
জনসেবী প্রশাসন, নদীর প্রবাহ
সবুজের সমারোহ বৃক্ষের ছায়ায়
এখানে মানুষ আছে শান্তির নিবাসে।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(এগার)

আলহাজ্জ আব্দুল হান্নান বাবু ও তাঁর কন্যা ইরিন

ইরিন বাবার কোলে উত্তম ঠিকানা
দেখেই ভীষণ ভাল লেগেছে এ চিত্র
তার ফুফু দেখে দৃষ্টি অপলক রেখে
দু’জনকে দেখে তার আকুল অন্তরে।
হে জনাব আলহাজ্জ আব্দুল হান্নান
এ দৃশ্য কতটা মন ছুঁয়েছে আমার
ভাষায় তা’ চিত্রায়নে অপারগ হয়ে
সামান্য মনের ভাব করেছি প্রকাশ।

মনে থেকে করি দোয়া ইরিন জন্যেতে
হোক সে অনেক বড় আল্লাহর দান,
রহমত করুনায় নক্ষত্রের মতো।
ফাহিমার প্রিয় বোন প্রাণের অধীক
হয় যেন সেরকম উন্নত হৃদয়
আল্লাহর দরবারে এ কামনা করি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-আলহাজ্জ এম এ হান্নান - ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা নেভিগেশন কোঃ লিঃ

(বার)

ফহিমা জেরিন জেবা

হৃদয় স্পন্দন হয়ে মাতা ও পিতার
বিরাজ মামার গৃহে তাদের মায়ার
বাঁধনে আটকা পড়ে স্নেহের পুতুলি
মামাও মামির প্রাণ ইরিনের সাথে।
বহু দূর স্থানে আছ উচ্চ শিক্ষার
শর্ত পূরণ করে যোগ্যতা বাড়াতে
ফাহিমা জেরিন জেবা কলজে টুকরা
দোয়া করি বড় হও পরিপূর্ণ গুণে।

তোমার দূরেতে থাকা কষ্টের ব্যাপর
হলেও কি করা যাবে, মানতেই হবে
এ কষ্টের এ যন্ত্রণা আত্ম প্রতিষ্ঠায়।
মা মনি আমার বড় কন্যার আসনে
তোমাকে জ্ঞানে ও মানে বড়ত্বে দেখার
প্রত্যাশা আমার মনে বিরাজে সর্বদা।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(তের)

শান্তির মডেল শেখ হাসিনা

রোহিঙ্গা নিলে বাঙ্গালী কেন নিবেন না?
মুসলীম নিলে হিন্দু নিবেন না কেন?
ভারত যদি বাঙ্গালী পিটিয়ে তাড়ায়
আপনি নিবেন নাকি?সে স্থান কোথায়?
সেজন্য শেখ হাসিনা বিচক্ষণ হয়ে
বিশ্বমত চেয়েছেন। এখন বিশ্বের
দায়ে তারা আছে হেথা হাসিনা দায়িত্বে
কাজেই হাসিনা স্পষ্ট শান্তির মডেল।

জন বিতাড়ন এক দারুণ ফর্মুলা
চীন ভারতের খুশি স্বাভাবিক এতে
ভবিষ্যতে কে কা’দের তাড়ায় কে জানে?
আপনি দরজা খুলে অপেক্ষা করুন
হতভাগাদের জন্য, কখন কে আসে
হাসিনা কতটা ঠিক ভাবুন এবার!

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(চৌদ্দ)

এ কে এম সালেহ উদ্দিন

শিক্ষকতার মহান পেশায় নিযুক্ত
থেকে মানুষ গড়ার কারিগর রূপে
বিদ্যমান থেকেছেন সুদীর্ঘ সময়;
অবশেষে হয়েছেন শিক্ষা কর্মকর্তা।
হে এ কে এম সালেহ উদ্দিন আপনি
আদর্শ শিক্ষক হয়ে সখের আদর্শে
গড়েছেন ছাদকৃষি ফলের বাগান
যাতে আছে প্রকৃতির শোভাময় রূপ।

মহোদয় সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে
অনুরূপ প্রচেষ্টায় সুজাতি গঠনে
আপনি করেন নিত্য মানব মঙ্গল।
ভোলাদ্বীপ জন্মস্থানে আতিথ্যে উদার
মাটির সন্তান হয়ে আপনি তেমন
সহায়ক মনভাবে অনবদ্য গতি।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

-জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), ঝালকাঠি।

সনেটটি তাঁর সামনে বসে তাৎক্ষনিক ভাবে নিম্নরূপ লেখা হয়েছিল-

(পনের)

হে এ কে এম সালেহ উদ্দিন শিক্ষার
নিমিত্তে নিযুক্ত থেকে মানব সেবার
গুরুভার বয়ে চলে আপনি করেন
সভ্যতার উন্নয়ন জগতের মাঝে।
ফল বাগানের সখে থাকেন সর্বদা
বৃক্ষতরু পরিচর্যা কাজের ভূবনে
যাতে আসে অক্সিজেন জীবন উৎস
স্বাস্থ্যগত দিক থেকে ফলেরা উত্তম।

মহোদয় সখগুণে অনুকরনীয়
আপনার মাঝে আছে অনেক আদর্শ
যার থেকে মানুষের রয়েছে মঙ্গল।
ভোলার সন্তান হয়ে উদার প্রকৃতি
আপনি ধারণ করে মনের ভিতর
প্রকৃতির মতদেখি ভাবে অনবদ্য।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

(ষোল)

আবুল কালাম আজাদ

আচরণে ভদ্র তিনি কাজে একনিষ্ঠ
বদলী কারণে এসে যোগদান হেথা
নামে আবুল কালাম আজাদ বিনয়ী
আচারেতে নেই কোন ছোট বড় ভেদ।
সখেতে উদ্ভিদ প্রেমী ফলজ গাছের
ছায়া বিস্তারেতে রেখে অবদান বেশ
নিজেরে রাখেন ব্যস্ত অনেক সময়
প্রকৃতির প্রতি মন নির্মল সুন্দর।

নদীদেশ বরিশালে নদীর মতন
অনবদ্য গতি তাঁর জীবন সাগরে
ডাটা এন্ট্রি পদে করে দায়িত্ব পালন।
সহকর্মী বৃন্দ সাথে ব্যবহারে ভাল
মনে হয় সকলেই তারে ভাল বাসে
সকলের সাথে তাঁর মিষ্ট মনভাব।

# ছন্দঃ অমিত্রাক্ষর
# মাত্রাঃ ৮+৬
# কবিতা প্রকৃতিঃ সনেট

- ডাটা এন্ট্রি অপারেটর, যুব উন্নয়ন অধিদপ্তর, ঝালকাঠি।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪
৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবির গল্প, গল্পের ছবি

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ রাত ৩:১৫



সজিনা বিক্রি করছে ছোট্ট বিক্রেতা। এতো ছোট বিক্রেতা ও আমাদের ক্যামেরা দেখে যখন আশেপাশের মানুষ জমা হয়েছিল তখন বাচ্চাটি খুবই লজ্জায় পড়ে যায়। পরে আমরা তাকে আর বিরক্ত না করে... ...বাকিটুকু পড়ুন

আইডেন্টিটি ক্রাইসিসে লীগ আইডেন্টিটি ক্রাইসিসে জামাত

লিখেছেন আরেফিন৩৩৬, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৪৬


বাংলাদেশে রাজনৈতিক ছদ্মবেশের প্রথম কারিগর জামাত-শিবির। নিরাপত্তার অজুহাতে উনারা এটি করে থাকেন। আইনী কোন বাঁধা নেই এতে,তবে নৈতিক ব্যাপারটা তো অবশ্যই থাকে, রাজনৈতিক সংহিতার কারণেই এটি বেশি হয়ে থাকে। বাংলাদেশে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালির আরব হওয়ার প্রাণান্ত চেষ্টা!

লিখেছেন কাল্পনিক সত্ত্বা, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:১০



কিছুদিন আগে এক হুজুরকে বলতে শুনলাম ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে নাকি তারা আমূল বদলে ফেলবেন। প্রধানমন্ত্রী হতে হলে সূরা ফাতেহার তরজমা করতে জানতে হবে,থানার ওসি হতে হলে জানতে হবে... ...বাকিটুকু পড়ুন

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

লিখেছেন নতুন নকিব, ২৬ শে এপ্রিল, ২০২৪ সকাল ১১:৪৩

সেকালের পাঠকপ্রিয় রম্য গল্প "অদ্ভূত চা খোর" প্রসঙ্গে

চা বাগানের ছবি কৃতজ্ঞতা: http://www.peakpx.com এর প্রতি।

আমাদের সময় একাডেমিক পড়াশোনার একটা আলাদা বৈশিষ্ট্য ছিল। চয়নিকা বইয়ের গল্পগুলো বেশ আনন্দদায়ক ছিল। যেমন, চাষীর... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাসের কি প্রমাণ আছে?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩১



এক অবিশ্বাসী বলল, বিশ্বাসের প্রমাণ নাই, বিজ্ঞানের প্রমাণ আছে।কিন্তু অবিশ্বাসের প্রমাণ আছে কি? যদি অবিশ্বাসের প্রমাণ না থাকে তাহলে বিজ্ঞানের প্রমাণ থেকে অবিশ্বাসীর লাভ কি? এক স্যার... ...বাকিটুকু পড়ুন

×