
ঈদ, আনন্দে কাটুক খুশির জোয়ারে,
কুশলে সবার সাথে।নামাজ দোয়ায়,
মানব মঙ্গল থাক হৃদি কামনায়,
সমগ্র জগৎজুড়ে সভ্যতা নির্মাণে।
শিকল পরিয়ে দিয়ে সকল গোঁয়ারে
বিবেকের, মানবের মায়া মমতায়
তাদের জড়াতে হবে; সত্যের ছায়ায়
শীতলতা এনে দিয়ে সকলের প্রাণে।
গোমরা মুখে এদিনে থাকবেনা কেউ
একাকী আলাদা হয়ে। হাসিমাখা মুখ
আজ চাই সকলের, আনন্দের ঢেউ
সর্বত্র ছড়াতে সবে অনাবিল সুখ।
নতুন পোষাকে হোক নতুন শপথ
সবাই চলবে দেখে সত্যের সুপথ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



