
পিচ্চি আন্দোলন দেখে বিস্ফারিত চোখ
চেতনার অগ্নিকুন্ড প্রজ্জলিত হোক।
সরকার বুঝে নিক সব নহে শেষ
মাঝে মাঝে হয়ে পড়ে জনতার দেশ।
নিরাপদ সড়কের দাবী যথাযথ
সব কিছু হতে হবে ন্যায় কথামত।
নতুবা জাতির রোষে দগ্ধ হবে সব
সে কথা সবার চাই করা অনুভব।
বাচ্চাদের মৃত্যুদেখে শাসকের হাসি
জাতির গলায় যেন মরনের ফাঁসি।
এখনো সময় আছে বুঝায় উচিত
নতুবা উঠবে কেঁপে ক্ষমতার ভিত।
সরকার মহোদয় জনতার কথা
এবার শুনুন ছেড়ে ভাবনা অযথা।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




