
তুমি এলে মনে হয় ফরমালিনের
বিষ নেই বাজারের মাছে আর ফলে
হে উপকারী পতঙ্গ, মানব মঙ্গলে
রাসায়নিক টেষ্টের দারুণ প্রযুক্তি!
খাবারের বিষ নিয়ে আছে বিপদের
ঝক্কি ঝামেলা অনেক,শরীর অচলে
মানুষ যেন পড়েছে ইঁদুরের কলে
উত্তম খাবারে আসে মনের অভক্তি।
জাতীয় পতঙ্গ হোক তোমার খেতাব
হে মাছি মশায় এটা কায়মনে চাই
সহসা স্বীকৃত হোক এমন প্রস্তাব।
যদিও ইয়েতে বসা নাকচিটকাই
তথাপি তোমাকে পেয়ে ফলের উপর
নিমিশে আনন্দে ভরে সবার অন্তর।
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




