১। শুধুই কেন মন ভেসে যায় ওই আকাশে
শুধুই কেন স্বপ্ন দেখি অস্তলাজে..
নির্বাসনেও তোকেই খুঁজি
আমার আকাশ..সে তুই বুঝি!!
আজকে তোর সঙ্গে আড়ি..কয়েক ফোঁটা অবকাশে...
২। মনের মানুষ চইলে গেলে, রাতের ঘুম একলা জাগে
আগুন ছাড়া বিড়ি যেমন, চিবায় খাতি তিতা লাগে
তুই পিরীতি কাঁঠাল আঠা
হুল ফোটানো শিয়াল কাঁটা
ভনভনিয়ে বুকের মাঝে, হৃদয় চুষে গেলি ভেগে !
৩। কালি মেখে চটপট, টাকে মাখে চুন
টিকি থেকে টুপটাপ,ঝরছে উকুন
কুটকুটে টাকজুড়ে
কূটপোকা নড়েচড়ে
আততায়ী করে চলে, ‘অ্যাবস্ট্রাক্ট’ খুন !!
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





