Limerick khub chotto 5 line er chora...jekhane 1,2,5 number line er chondogoto mil thakbe....abar 3,4 number line e chondogoto mil thakbe....
৪। ছেড়ে দে মা, কেঁদে বাঁচি
ধর্ম-জিরাফ দুয়েতে’ই আছি
হিং টিং ছট
লাইফ খটমট
চলো পাল্টাই, যাই রাঁচি ।।
৫। মহুয়া গন্ধে স্বপ্ন আসে,
অবসরের অবকাশে।
আজও আমি খুঁজে ফিরি,
কোথায় সেই সোনার তরী,
ছেলেবেলা যেথায় ভাষে।।
৬। রংচঙ্গে নয়, গ্রাম্য সাজে,
পাহাড়ীয়া সুর যাচ্ছে বেজে।
সন্ধে নামার এমন ক্ষনে,
ছুঁয়ে দিলে তুমি মনকে, মনে
দূর গাঁয়ে আজো মাদল বাজে।।
.....................
সেই মাদলের মধুর সুর,
হারিয়ে গেছে বহুদুর।
আর দেখিনা বাউল কবি,
হারালো কি আজ সবই,
মাতাল করা সেইসব সুর।
Previous part one
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




