মধ্য বৈঠক
তৃতীয় ও চার রাকাত বিশিষ্ট নামায হলে মধ্যম বৈঠকে বসতেন এবং শুধু আত্তাহিয়্যাতু পড়তেন (বুখারী, মেশকাত ৭৫ পৃঃ)
«التحيات لله، والصلوات، والطيبات، السلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله [وحده لا شريك له] وأشهد أن محمدًا عبده ورسوله»،
আত্তাহিইয়্যাতু্……ওয়া রসুলুহু (বুখারী, মুসলিম, মেশকাত ৮৫ পৃঃ)
আত্তাহিয়্যাতু পড়া শুরু থেকে শেষ পর্যন্ত ডান হাত মুষ্ঠি করে শাহাদাৎ আঙ্গুল খাড়া করে রাখতে হয় অথবা বৃদ্ধা আঙ্গুলীর সহিত মধ্যমা আঙ্গুল মিলিয়ে শাহাদাৎ উচু করে নাড়তে হয় (বুখারী ১ম খন্ড ১২১ পৃঃ; মুসলিম ১ম খন্ড ২৪৭ পৃঃ; আবু দাউদ ১৪২ পৃঃ; তিরমিযী ৩৮-৩৯ পৃঃ; নাসাঈ ১৮৭ পৃঃ)
আত্তাহিয়্যাতু পড়ার সময় আঙ্গুল নাড়ানো বা সোজা রাখার আরও দলিল দেখুন (মেশকাত মাওলানা নুর মোহাম্মাদ আযমী ২য় খন্ড হাঃ ৮৪৬, ৮৪৭, ৮৫০, ৮৫১; মেশকাত মাদ্রাসার পাঠ্য ২য় খন্ড হাঃ ৮৪৬, ৮৪৭, ৮৫০, ৮৫১; মুসলিম শরীফ ইঃ ফাঃ ২য় খন্ড হাঃ ১১৮৩, ১১৮৪, ১১৮৫, ১১৮৭; জামে তিরমিযী মাওলানা আব্দুন নূর সালাফী ১ম খন্ড হাঃ ২৮০, ২৮১)
শেষ বৈঠক
রাসুল (সঃ) নামাযের শেষ বৈঠকে ডান পা খাড়া রেখে বাম পা ডান পায়ের নিচে দিয়ে বের করে বাম নিতম্বের উপর বসতেন (বুখারী ১ম খন্ড ১১৪ পৃঃ; মুসলিম ১ম খন্ড ১৭০-১৭৪ পৃঃ; আবু দাউদ ১ম খন্ড ১৩৮ পৃঃ; তিরমিযী ৩৮-৩৯; নাসাঈ ১৭৩ পৃঃ; ইবনু মাযাহ ১৮৭ পৃঃ; তাহক্বীকুল মেশকাত ২৪৮ পৃঃ)
নামাযের শেষ বৈঠকে রাসুল (সঃ) বাম পা ডান পায়ের নলার নিচু দিয়ে বের করে দিতেন এবং পাছার উপর ভর করে বসতেন (আবু দাউদ, মেশকাত ৭৬ পৃঃ)
মহিলারা নামাযে পুরুষদের মত বসতেন (বুখারী ১ম খন্ড ৩৫৫ পৃঃ)
আত্তাহিয়্যাতু শুরু থেকে শেষ পর্যন্ত শাহাদাৎ আঙ্গুল খাড়া করে রাখতে হয় অথবা উচু করে নাড়াতে হয় (বুখারী ১ম খন্ড ১২১ পৃঃ; মুসলিম ১ম খন্ড ২৪৭ পৃঃ; আবু দাউদ ১৪২ পৃঃ; তিরমিযী ৩৮-৩৯ পৃঃ; নাসাঈ ১৮৭ পৃঃ)
আরও দেখুন (মেশকাত মাওলানা নুর মোহাম্মাদ আযমী ২য় খন্ড হাঃ ৮৪৬, ৮৪৭, ৮৫০, ৮৫১; মেশকাত মাদ্রাসার পাঠ্য ২য় খন্ড হাঃ ৮৪৬, ৮৪৭, ৮৫০, ৮৫১; মুসলিম শরীফ ইঃ ফাঃ ২য় খন্ড হাঃ ১১৮৩, ১১৮৪, ১১৮৫, ১১৮৭; জামে তিরমিযী মাওলানা আব্দুন নূর সালাফী ১ম খন্ড হাঃ ২৮০, ২৮১)
«اللهم صلِّ على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد»،
দরুদঃ আল্লাহুম্মা সাল্লি আলা……হামিদুম মাজিদ (বুখারী, মুসলিম, মেশকাত ৮৬ পৃঃ)
«اللهم إني ظلمت نفسي ظلمًا كثيرًا، ولا يغفر الذنوب إلا أنت، فاغفر لي مغفرة من عندك، وارحمني إنك أنت الغفور الرحيم»؛
দোয়া মাসুরাঃ আল্লাহুম্মা ইন্নি জালামতু……গফুরুর রহিম (বুখারী, মুসলিম, মেশকাত ৮৭ পৃঃ)
ভুলের সেজদা
ফরজ ভুল হলে পুনরায় পড়তে হয় । আর ওয়াজিব সুন্নাতে মোয়াক্কাদায় ভুল হলে বসে দুইটি সেজদা দিতে হয় (বুখারী, মুসলিম, মেশকাত ৯২ পৃঃ)
ইমামের ভুল হলে পুরুষ মোক্তাদি সুবাহানাল্লাহ ও মহিলারা বাম হাতের পিঠে তালি দিবে (বুখারী, মুসলিম, মেশকাত ৯১ পৃঃ)
পুরুষ নামাযী সুবহানাল্লাহ ও মহিলা নামাযী হাতের উল্ট পিঠে তালি মেরে লোকমা দেওয়া (বুখারী হাদিস নং ১২০১)
রাসুল (সঃ) নামাযে ভুল সংশোধনের সেজদা দিলে শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু দরুদ ও দোয়া মাছুরা পড়ার পর সালামের পুর্বে নামাযের সেজদার মত দুটি সেজদা দিয়ে ডান ও বামে সালাম ফিরাতেন (বুখারী, মুসলিম, মেশকাত ১৭৭ পৃঃ)
জানাতে পারেন
১৮) নামাযের বৈঠকে আত্তাহিয়্যাতু…… পড়ার শেষে “আশহাদু আল্লা ইলাহা ইল্লাহ” বলার সময় শাহাদৎ আঙ্গুল একটু উঠিয়ে টুপ করে নামানো হয় । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
১৯) শেষ বৈঠকে ডান পা খাড়া করে বাম পায়ের উপর বসা । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন ।
২০) সাহু সেজদায় এক দিকে সালাম দিয়ে সেজদা করা । এর কুরআন ও সহিহ হাদিসের পূর্ণাঙ্গ দলিল লিখিত জানাবেন
নামায পড়ার সহিহ পদ্ধতি নিয়ে আলোচনা (চলবে)
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





