বিশ্বের সকল নাস্তিক free thinkers রা এক জটিল রোগে আক্রান্ত যাকে বলে islamophobia.আমাদের এ বাংলার নাস্তিক মুক্তমনারা (!?) ও কঠিনভাবে এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে।এ রোগের অপর নাম truthphobia.আমি এ রোগের বৈজ্ঞানিক নাম দিয়েছি kufrun munafiqunsis.ইসলামকে অস্বীকার করে তো তারা কাফির হয়েছে সাথে সাথে এমন কিছু করে বসে যেগুলো তারা বিশ্বাস করে না বললেও হরহামেশা করে যাচ্ছে।সে সকল জিনিস তারা নিজেরা করে অথচ একজন মুসলিম করলে তাদের গা চুলকায়।তার মধ্যে গুরুত্ব পূর্ন কিছু পয়েন্ট নিচে তুলে ধরলাম।
১.তারা বস্তুকে চিরঞ্জীব কেঊ সৃষ্টি করে নি,এ কথা বিশ্বাস করে।প্রকৃতি থেকে সব সৃষ্ট এ কথার প্রতি তারা সাচ্চা ইমান রাখে।তো আমি আল্লাহকে চিরঞ্জীব বিশ্বাস করলে,আর আল্লাহই সব কিছু সৃষ্টি করেছেন এ কথা বিশ্বাস করলে তোমার গা চুলকায় ক্যান
২. তাদের মন মগজ থেকে যা বের হয় তা পশ্চিমা প্রভুদের শেখানো বুলি ছাড়া আর কিছু নয়।তো আরবের মুহাম্মদ (সঃ) এর শেখানো বুলি আমি আওড়াইলে তোমার গা চুলকায় ক্যান?
৩. পশ্চিমাদের থেকে প্রাপ্ত secularism আর democracy গুনগান গাইতে গাইতে তোমরা মুখের ফেনা বের করে ফেল।আমি ইসলামের শাসন ব্যবস্থা আর খিলাফতের কথা বললে তোমার গা চুলকায় ক্যান?
৪. রাশিয়ানদের থেকে ধার করা communism এর বুলি তাদের কাছে অতীব প্রিয়।আমি আরবে আগত ইসলামী অর্থব্যবস্থা যা পুরো মানবজাতির জন্য এসেছে সেটা নিয়ে কথা বললে তোমার গা চুলকায় ক্যান?
৫. গত পরশু ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে গিয়ে দেখলাম মার্ক্সবাদের উপর আলোচনার পোস্টার।আলোচনার একটি অন্যতম বিষয় ছিল “রনকৌশল” ,আমি ইসলামের জিহাদ নিয়ে আলোচনা করলে ,আমি বদর, উহুদ,খন্দক,খাইবার,তাবুক,মুতার যুদ্ধ নিয়ে আলোচনা করলে তোমার গা চুলকায় ক্যান?
আমাকে কেন জংগীর লেবেল,মৌলবাদীর লেবেল দেয়া হবে?
৬. প্রতিবছর মুক্তমনারা ফ্রেব্রুয়ারীতে ডারউইনের জন্ম বলে darwin’s day পালন করে।এ বছর টিভিতে দেখেছিলাম মার্চে কাল মার্ক্সের জন্ম বলে কাল মার্ক্সের জীবনী ও তার অবদান নিয়ে হুলুস্থুল আলোচনা চলছে।তো রবিউল আউয়াল আসলে মহানবী (সঃ) এর জীবনী নিয়ে আলোচনা করলে (মিলাদুন্নবীর কথা বলছি না।এটা বিদআত)তোমার গা চুলকায় ক্যান?
৭. তোমরা মৃত মানুষের জন্য নীরবতা পালন করবে আর আমি দু হাত তুলে দোয়া করলে তোমার গা চুলকায় ক্যান?
৮. বৈশাখ আসলে চারদিকে রংগের ছড়াছড়ি, ঐতিহ্যের নামে মূর্তি বানাও মুখোশ বানিয়ে টাকা নষ্ট কর,দেয়ালে দেয়ালে হুদাই চিকা মার, আমি কুরবানী করে টাকা নষ্ট করলে (তোমাদের ভাষায়) , তোমার গা চুলকায় ক্যান?
৯. ব্রিটিশদের আইন পড়ে তুমি বিচার কর,আমি আরবে আসা সকল মানবজাতির জন্য আল্লাহ প্রেরিত আইনে বিচার করলে তোমার গা চুলকায় ক্যান?
১০. তোমরা পশ্চিমাদের পোশাক অনুকরন কর,আমি আমার নবীর পোশাক অনুকরন করলে তোমার গা চুলকায় ক্যান?
১১. বেকহামকে ভালবেসে তার চুলের স্টাইল নকল কর,মুখের সৌন্দর্যের জন্য জেন্টস উপটান ব্যবহার কর,আমি আমার নবীকে ভালবেসে মুখের সৌন্দর্য দাঁড়ি রাখলে তোমার গা চুলকায় ক্যান?
১২. পশ্চিমাদের থেকে হাওলাত করা অর্ধনগ্ন নারীর ড্রেসকে স্টাইল বানাবা আমাদের নারীরা হিজাব করলে (এটাই মুসলিম নারীদের স্টাইল)তোমার গা চুলকায় ক্যান?
তোমার আসলে চুলকানি অনেক বেড়ে গেছে।এ যে এক কঠিক রোগের আলামত।অতিসত্বর সত্যের মলম লাগাও,মলম লাগাও বিবেক ও যুক্তির।নাহয় কিন্তু পচন ঠেকাতে পারবা না।
Copied from facebook- MuZahid Rasel

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



