আরো বড় হয়ে.....
.
আবার সেই ছোটবেলার অভ্যাসটা ধরলাম, বার্মিজ বোমা।
এবার তবে ভাল উদ্দেশ্যে খারাপ কাজ.। এক প্যাকেট বেনসন সিগারেট কিনে তার তিনটাতে বার্মিজ বোমা ঢুকিয়ে দেওয়া হল, বুদ্ধিটা যদিও এই আজাইরা পোলাটারই ছিল, যার লেখা আপনি পড়ছেন।
কৌশলে এক সিগারেট খায় এমন মানুষের হাতে তুলে দেওয়া হল প্যাকেটটা।
ফলাফল?
পরেরদিন প্রচুর উচ্ছাস, কারন মানুষটার বাসা ছিল আমাদেরই এক কুজারার বাসার পাশে, সেই দিল খবরটা, রাতে সিগারেট খেতে গিয়ে বোমার ধাক্কায় তার ঠোট গেছে ফেটে।
.
কৌশল পরিবর্তন করা হল, ঠিক করলাম পাড়ার সব বাসার দরজায় টোকা দিয়ে পালিয়ে যাওয়া হবে, কিন্তু বিধিবাম, টোকার বদলে তা পরিনত হল ডাকাতের ন্যায় ধাক্কায়....
ফলাফল?
পুরো পাড়ায় হইচই...
.
আবার চেঞ্জ, পাড়ায় যত রিকশার গ্যারেজ আছে সবটাতে ঢুকে সব রিকশার চাকার পাম্প ছেড়ে দিলাম, সাথে বেল এর উপরের অংশটা স্ক্রু খুলে নিয়ে আসা হল...
.
আবার বাসায় বাসায় ঢিল মারা। প্রচুর গালাগালি...
.
হায়রে ছেলেবেলা,
কেনই করলি আমায় অবহেলা?
জানিস? আমি কতবড় চেলা?
.
.
.
আরো পড়ুন:
পর্ব-১ - Click This Link
পর্ব-২ - Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জুন, ২০১৬ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



