ভারতীয় চ্যানেলগুলো ব্যান করার জন্য আপনাদের ওখানে আন্দোলন হয়েছিল না? সেটার এখন কি অবস্থা ? সরকার কি ভাবনা চিন্তা কিছু করছেন?
আমরা তো বাংলাদেশের চ্যানেল কোলকাতায় বসে কিছু দেখতে পাই না, আমাদের এখানে ওগুলো দেখানোর পারমিশন নেই বোধহয়। একসময় কোলকাতায় বসে বাংলাদেশের অনেক অনুষ্ঠান মানুষ দেখতেন, বুস্টার অ্যান্টেনা লাগিয়ে। এখন আর সে চল নেই।
একটা সাম্য থাকা উচিৎ দু দেশের নীতিতে। দেখানো হলে দু দেশেই দু দেশের চ্যানেল চলুক, না হলে দু দেশেই অন্য দেশের চ্যানেল বন্ধ থাক। তবে আমি ব্যক্তিগতভাবে দু দেশেই দু দেশের চ্যানেল সম্প্রচারের পক্ষে। তবে এখানে বাংলাদেশের চ্যানেল দেখানোর আবেদন নিয়ে কোনও আন্দোলন হয়েছে বলে জানি না।
একই ভাষাভাষী মানুষের দুটো ভূখণ্ড, হাজার বছর ধরে একই সভ্যতা, একই সংস্কৃতি। কিন্তু এখন আমরা কত আলাদা। তাও এখনো যে টানটা বিশেষ করে বয়স্কদের মধ্যে দেখা যায়, সেটা আর কতদিন থাকবে কে জানে। রাজনৈতিক, রাষ্ট্রনৈতিক কারণে তো এক দেশের লোক আর এক দেশের লোককে পর, এমনকী শত্রু বলেও ভাবে আজকাল। বাংলাদেশের মানুষের মধ্যেই এটা বেশি, আর সেটা খুব অন্যায্যও কিছু নয়, কারণ ভারতের দাদাগিরি, সম্প্রসারণবাদী মনোভাব তো অনেক ক্ষেত্রেই স্পষ্ট। আমরা একই ভাষা সংস্কৃতির উরররাধিকারী, তার চেয়েও বড় হয়ে উঠেছে আমরা কাঁটাতারের দু দিকের দুই রাষ্ট্রের নাগরিক - এই পরিচয় টা। আপনারা তাও এ পার বাংলার গান, কবিতা, সাহিত্য - অনেক মনোযোগে পড়েন, আমাদের উদাসীনতা (না ঔদ্ধত্য, মূর্খ ঔদ্ধত্য?) এ ব্যাপারে অনেক বেশি। উদারতা কিন্তু মহৎ গুণ, সেটা বর্জনীয় নয় কোনও অবস্থাতেই। বঙ্কিমচন্দ্র বলেছিলেন না, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




