আসেন ভাই আসেন পুলিশ পিটাই । ইট দিয়ে ছেচে দেই ওদের মাথা, খুচিয়ে খুচিয়ে হত্যা করি একেকটা পুলিশ নামের প্রাণীকে। ইচ্ছা করলে বোমা দিয়ে মেরে ফেলি কিংবা হাত-পা উড়িয়ে দেই ! আর এগুলোতেও একঘেয়েমি লাগলে আসেন থানায়, ফাড়ি তে আগুন দিয়ে পোড়াই ওদের - পুলিশ পুড়িয়ে কাবাব বানাই ! কি মজা !
ভয় পাবেন না , ভয় পাবার কোনও কারণই নাই । আমাদের সাথে ম্যাডাম আছে না ! পুলিশ খুন করা আমাদের 'গণতান্ত্রীক অধিকার' । এই দেশের গনতন্ত্র রক্ষার জন্য অবশ্যই আমদের পুলিশ মারতে হবে। পুলিশরা যদি ভুলেও আমাদের কিছু বলে তাহলে তা হবে 'গণহত্যা' আর ম্যাডাম এর প্রতিবাদে হরতাল থেকে শুরু করে বিদেশে নালিশ পর্যন্ত স-ও-ব কিছুই করবেন । ফখরুল ভাই গরম গরম বাণীতে নিউজপেপার, টেলিভিশন গরম করে ফেলবেন । আর অন্যান্য সংগী-সাথীরা তো আছেনই ।
সুতরাং বন্ধুরা আসেন সবাই পুলিশ মারি - আপাতত: এটাই সবচেয়ে নিরাপদ আর মজার খেলা !
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





