
টরন্টোর বাংলা পত্রিকাগুলোতে মাস দুয়েক আগেই একবার চোখে পড়েছিল যে, রুনা লায়লা তাঁর দল নিয়ে কানাডা আসছেন এই অক্টোবর-এ। কিন্তু এই স্মরণীয় সন্ধ্যায় যে আমিও থাকতে পারবো, সেটা তখনো চিন্তা করিনি। তাই ৯ অক্টোবর রাতে হঠাৎ যখন আমন্ত্রণ পেলাম ১২ তারিখ, ২০১৪ -তে মন্ট্রিয়লে রুনা লায়লা'র লাইভ শো দেখার, তখন আর দেরী না করে দ্রুত টরন্টো টু মন্ট্রিয়ল 'মেগা বাস'-এর টিকিট কনফার্ম করলাম।
ভোর সাড়ে ছয়টার বাসে রওনা হলাম মন্ট্রিয়লে পথে। বুকে দুরুদুরু উত্তেজনা। উপমহাদেশের এত বিখ্যাত একজন শিল্পী এবং তাঁর সহ শিল্পীদেরকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হবে।

মন্ট্রিয়লের বোনাভেঞ্চার মেট্রো স্টেশনের কাছে বাস থেকে নামলাম দুপুর সাড়ে বারোটায়।
তারপর দেরী না করে সাবওয়ে ট্রেন ধরে খুব কাছের স্টেশন 'বেরি উকাম'-এ গিয়ে নামলাম। একটু খোঁজ করতেই পেয়ে গেলাম 'হোটেল 'লর্ড বেরি', যেখানে শিল্পীরা উঠেছেন। মন্ট্রিয়লে শো করার আগে গত ১০ অক্টোবর তাঁরা অটোয়াতে শো করে এসেছেন।
এরপর মিউজিশিয়ানদের সাথেই রওনা হলাম 'লাসল' অডিটোরিয়ামের উদ্দেশ্যে।
দুপুরে শো শুরুর আগের প্রস্তুতি পর্ব:
১.

২.

৩.

৪.

বাঁশী বাদক মুনিরুজ্জামান স্যার
৫.

রাত পৌনে নয়টায় রুনা লায়লা মঞ্চে উঠলেন। তারপর গাইলেন তাঁর সেই বিখ্যাত গানগুলো: এই বৃষ্টি ভেজা রাতে চলে যেওনা, সাধের লাউ বানাইলো মোরে, শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো, ইস্টিশনের রেল গাড়িটা সহ আরও পপুলার সব বাংলাগান। গাইলেন, গজল-ও 'রাঞ্জিশ হি সাহি'। তারপর শো শেষ করলেন কাওয়ালি দিয়ে 'দামাদাম মাস্ত কালান্দার'।
আসুন দেখে নেই রুনা লায়লার লাইভ শো এর কিছু ছবি:
১.

২.

শো এর শেষ পর্যায়ে অর্গানাইজারদের সাথে মঞ্চে রুনা লায়লা
৩.

৪.

৫.

৬.

৭.

৮.

৯.

১০.

১১.

১২.

১৩.

১৪.

এর আগে অবশ্য সকালের প্রস্তুতি পর্বে দেখা হয়ে গেল 'সোলস' এর 'লিজেণ্ড' তপন চৌধুরী'র সাথে।


ফুয়াদ নাসের বাবু ভাই এবং বংশীবাদক মুনির স্যার (বাম থেকে ডানে)

অনুষ্ঠানে আরও অনেক অতিথী শিল্পীদের মাঝে যার পারফরমেন্স চোখে পড়ার মতো ছিল, তিনি ছিলেন 'ইণ্ডিয়ান আইডলের অন্যতম কন্টেসটেন্ট' শিল্পী নিলেশ।

সহ শিল্পীদের সাথে রুনা লায়লা
স্পার্ক ম্যনেজমেন্ট -এর তানভীর, আরিফ, নন্দন রুনা লায়লার এই প্রোগ্রামটির আয়োজক ছিলেন।
রাত প্রায় বারোটা পর্যন্ত গান গাইলেন বাংলাদেশের গর্ব শিল্পী রুনা লায়লা। মন্ট্রিয়লের লাসল অডিটোরিয়াম থেকে বের হবার পর থেকে এখনও শিল্পী রুনা লায়লার সেই কণ্ঠ আর অনুষ্ঠানের স্মৃতি যেন ভুলতে পারছিনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




