আপনারা আবার আমা্রে খুব বেশি দুষ্টু ভাইবেন না। আমি কিন্তু দুষ্টামি করে কিছু বলিনা। নিজের চোখে যা দেখি তাই বলি।
প্রায় ৩/৪ বছর আগের কথা। আমি আবার তখন কলেজে পড়ি। পড়াশুনা কিছুই করতাম না সারাদিন ক্রিকেট খেলা নিয়া পইরা থাকতাম। একদিন খেলতে গিয়া আমার চোখে প্রচণ্ড জোরে বল লাগে ( মারুতি বল)। বুজতেই পারতেছেন তখন আমার হুশ নাই।
জ্ঞান ফিরা পাওয়ার পর আমি নিজেরে বাসায় আবিস্কার করলাম। আমার চোখ ফুইল্লা একাকার। কয়েকদিন পর একটু সুস্থ হইয়া গেলাম চক্ষু হাসপাতালে। কারন আমি তখন চোখে রক্ত জমাট বেধে যাবার কারনে ঝাপসা দেখতাম।
যাইহোক, হাসপাতালের ডাক্তার আমারে কিছু ট্যাবলেট দিলো, একটা ড্রপ দিলো। আর বলল কিছুদিনের জন্য একটা জিরো পাওয়ার এর চশমা পড়তে।
আমি চশমা কিনতে একটি চসমার দুকানে প্রবেশ করলাম।
প্রবেশ কইরা দেখি কয়েকজন হুজুর, কালো চশমা হাতে নিয়া দেখতেছে। আমি সেই হুজুর দের মাঝে একজন কে অল্প চিনতাম। কৌতূহল বশত তারে বললাম আপনাদেরও কি কারো চোখে সমস্যা? তখন সেই হুজুর বলল হ্যা। আমি আর কিছুই বললাম না। আমিও দুকানদার এর সাথে চশমা নিয়া কথা বলতে লাগলাম।
একটু পরেই দেখি কি এক হুজুর চশমা টা পড়ে আর একজন কে বলতাছে, দেখত আমি যে চশমা টা পইরা তুমার দিকে তাকাইয়া আছি তুমি কি বুজতে পারছ? আমার চোখ কি দেখা যায়, বা আমি যে তুমার দিকেই তাকাইয়া আছি তা কি বুঝা যায়? তখন ওই হুজুর টি মুচকি হাইসা মাথা নাইরা চশমা পরা হুজুর কে জানান দেয় যে কিছুই বুঝা যায় না।
আমি হতবাক
তখন আমি হাসতে হাসতে বেকুব হয়ে গেলাম
এখন প্রায় যুবক বয়সী হুজুরদের কেই দেখি কালো চশমা পইরা ঘুরে
এইটা সব হুজুরদের ক্ষেত্রে প্রযোজ্য না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



