********* এম , জি , আর মাসুদ রানা
তুমি দেখেছ কি ভোরের আলোয়
মেটূ পথের রাঙা ধুলোয়
স্নিগ্ধ সবুজের পল্লী কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
তৃণলতায় ঝরে শিশির কনা
মাঠে মাঠে সাজে সবুজ সোনা
বনে রয় ফুল , ফলের গুচ্ছ কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
নদীর তীরে মাঠের পাড়ে
গ্রামবাংলার চিত্র নজর খাঁড়ে
বৃক্ষ শোভিত পত্র পল্লবে অপরূপ বেশ
এই তো আমার বাংলাদেশ ।।
কতই মমতা ঘেরা স্বপ্ন রাশি
পাখিদের গান আর রাখালিয়া বাঁশি
কভু বা ছড়ায় সুরের আবেশ
এই তো আমার বাংলাদেশ ।।
পাহাড় , সাগর , অরন্য ছায়ায়
মনোরম সাজ আর বিচিত্রতায়
রূপে মনোহর তার বর্ণীল কেশ
এই তো আমার বাংলাদেশ ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



