somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কবি যুগান্তকারি এক সমাজের দিক নির্দেশ ও জাতীয় এক্যমতের আহবান ।। র

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

** একটি সুন্দর সমাজ গটনে আলোর দিশারী যুগান্তকারি কর্ম পরিকল্পনা *******
আমি সাহিত্য এবং সমাজ সেবামুলক কাজের জন্য শান্তিতে
একজন নোবেল প্রত্যাশী ।। আমি সবার আন্তরিকতা ও দোয়া চাই ।।
******* পরিবেশ বন্ধু কবি


ভিজিট কার্ড
মোঃ জিল্লুর রহমান মাসুদ রানা । বা মাসুদ মিয়া
*কবি *,সংঘটক* , রাসট বিজ্ঞানী ও গবেষক
উপদেষ্টা * বাংলাদেশ সমাজ তান্ত্রিক ছাত্র এক্য পরিষদ
সভাপতি * জাতীয় সাহিত্য সাংস্কৃতিক এক্য পরিষদ ।
সম্পাদক* উদ্ঘাটন বার্তা ।
কার্যালয় * মিরপুর সেনা নিবাস ঢাকা বাংলাদেশ ।
মোবাইল ০১৯৩৮৭৮৮৯৩৩ ।
ইমেইল [email protected]

******************************
মহা পরিচালক ও
সম্পাদকের মতামত ********** *********
****** *** * **
* ************
আর কত দিন শৃঙ্খলিত জনতার চিৎকার শুনব । এদেশে বারবার ক্ষমতার পালা বদল হয় । জনগণের রায়ে সংসদে আসে নেতৃত্ব , পক্ষ বিপক্ষ দল একে অন্যর সমালোচনায় বিভোর থাকে
তারা । মাঝে মধ্য সংসদ বর্জিত হয় । হরতাল হাঙ্গামা রাজপথে জ্বালাও পোড়াও ভাংচুর কত কি ঘটে ।
এসব মানুষের ভাগ্য উন্নয়নে বিরাট বাধা । কিছু সংখ্যক ক্ষমতালোভীর জন্য সমাজ কুলুসিত হয় , বাড়ে অনিয়ম , ঘুষ দুর্নীতি সন্ত্রাস বোমাবাজি খুন ধর্ষণ ছিনতাই চুরাচালান ইত্যাদি । স্বাধীনতার ৪২ বছর পরও এজাতি অগ্রসর নয় । সমাজ ব্যধিগ্রস্থ পশু শক্তির করাল গ্রাসে আবদ্ধ জাতী । প্রকাশ্য সংবিধান লঙ্গন , বিচারের নামে প্রহসন ,
ধর্মের নামে জুয়া , শিক্ষাঙ্গনে দালাল দের নৈরাজ্য , প্রকৃত বিদ্যা বিকাশ ব্যহত , যারা লেখক ,কলম সৈনিক, বুদ্ধিজীবী সমস্ত জাতীর পথ প্রদর্শক তাদের সফলতম সৃষ্টিকে দমিয়ে রাখা হয় । , সাহিত্য সংস্কৃতির যারা কাণ্ডারি তাদের উপর হামলা, এখন প্রস্ন সেথা জনগণের অধিকার ও প্রকৃত স্বাধীনতা কি ভুলুন্টিত নয় ।
পশু শক্তি পায়ে ধলার এক্ষনি সময়/ এক হও সবাই ভেংগে বাধা ভয় ।
আল্লাহু সবাইকে সুমতে সুচিন্তায় চলার হেদায়েত ও রহমত দিন ।
****** শুভেচ্ছা বিনিময় **

**** এম, জিল্লুর রহমান মাসুদ মিয়া
** সম্পাদক ,< উদ ঘা ট ন বার্তা >
জেনারেল বার্তা , বাংলাদেশ


বানী চিরন্তন ,
যাদের মহৎ স্বপ্ন দুর্বার চেতানায় সাগ্নিক, সম্মুখ বিশ্বকে দেবে আলোকউজ্জ্বল দিশা , মনোরম পরিবেশে সাজিয়ে । শ্রিংখলিত জাতীকে দেবে মুক্তি , পথ নির্দেশ , সমাজের অটুট মেল বন্ধন ।
তারা কারা ? জেনে লই জ্ঞানী গুণী মহতের পরিচয় / জেনে রাখি বিধাতার খাঁটি বান্ধা তারা উত্তম অক্ষয় ।

বাংলাদেশ সুচনা সংস্থা র নির্বাহী পরিষদ
*******************************
সুমতে চল নাগরিক সমাজের সফলতম অগ্রপথিক মহোদয় গনের পরিচয়
• মোহাম্মদ জিয়াউদ্দিন মিন্টু প্রফেস্যার সমাজ কল্যান বিভাগ বারহাত্রা কলেজ নেত্রকোনা । অধ্যায়ন ও * গবেষণা । ঢাকা বিশ্ব বিদ্যালয় ।
• প্রধানউপদেষ্টা * সূচনা সাহিত্য পরিষদ । সূচনা মাণে সুমতে চল নাগরিক <
• মোঃ শামছুদ্দিন আহমেদ , *অধ্যাপক {অবসরপ্রাপ্ত} বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ । ধরমপাশা ,সুনামগঞ্জ ।
• প্রধান উপদেষ্টা দ্রুব তারা সাংস্কৃতিক ঐক্য ।
• কৃষি গবেষক , ডঃ আল্মুতাজার সাদেক সিদ্দিকি , বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় , ময়মনসিংহ , কৃষি ও গবেষণা উনয়ন সংস্থা ।।
* সৈয়দ নাজমুন্নাহার আবেদিন , অধ্যাপক , কবি কাজী নজরুল বিশ্ব বিদ্যালয় , ত্রিশাল , ময়মন সিংহ ।
* কাজী আনোয়ারা বেগম হসাইন , চত্রগ্রাম সাহিত্য একাডেমী ।।
* শাহ মোহাম্মদ আফ্রুজ মুন সিরাজি , গবেষক সাহিত্য একাডেমী রাজশাহী , বিশ্ব বিদ্যালয় ।।
• আল্লামা মোহাম্মদ ছদরুল আমিন রেজভী ছুন্নি আল কাদরি , সম্পাদক * আল ঈমান ।
• প্রধান উপদেষ্টা * বাংলাদেশ তরিকত ঐক্য । আরবি বিশ্ববিদ্যালয় শতর শ্রী । নেত্রকোনা । মঞ্জিল রেজভীয়া দরবার শরীফ ।
• মাওলানা মোহাম্মদ আব্দুল মা ণ্ণা ন চৌধুরী রেজভী * দার্শনিক পীর সাহেব ।
• প্রধান * সংঘটক বাংলাদেশ আহলে ছূণ্ণাত ওয়াল ঐক্য । দশ ধরি , ধরম পাশা ।
• নূর উদ্দিন আহমেদ , * সভাপতি বাংলাদেশ সমাজ তান্ত্রিক ঐক্য ।
• শ ফীঊল আলম বিপ্লব মিয়া , অধ্যায়ন শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , সিলেট বিভাগ । ,* প্রধান ইঞ্জিনিয়ার । সফট ওয়্যার কোম্পানি । মিরপুর সেনানিবাস ১২ ঢাকা ।
• আরও অনেকেই ,,,,,,,,,,,

বাংলাদেশ সুচনা বা সুমতে চল নাগরিক সংস্থার ১২ দফা পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন ।
লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ
** বাংলা সংস্কৃতির এতিহ্য ধারাবাহিকতা বজায় ও সংরক্ষণ ।
** সুশীল সমাজ গঠনে লাইব্রেরী ও বই পড়া কর্ম শালা ।
** সাহিত্য বিষয়ে সৃজনশীল মননে মহা মুনিশিদের জীবন আলেখ্য সভা সেমিনারে উপস্থাপন ও পরবর্তী প্রজন্মের নিকট মেধা বিকাশে সটীক ধারনা জন্মানো ।
** সেবা ও সমাজ কল্যান মুলক কর্ম কাণ্ডে অংশগ্রহন ।
** শিশুদের বিকাশমান মেধা ও মননে উৎসাহ সৃষ্টির লক্ষ্য বিভিন্ন কর্মশালা ।
** দুঃস্থ , প্রতিবন্ধি ,ও নির্যাতিত মানুষের পাশে এগিয়ে আসা এবং জনকল্যান তহবিল গঠন ।
** দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত জাতী গঠনে সব মহলের সংশ্লিষ্ট সহযোগিতায় দৃঢ় প্রত্যয় ও সম্পর্ক উন্নয়ন ।
** শোষণ মুলক সাম্রাজ্যবাদ নীতির গেঁড়াকল থেকে দেশে কে মুক্ত এবং শোষকদের কবল থেকে নির্যাতিত সাধারন প্রজাদের দিক নির্দেশ স্থায়িত্তে উপযুক্ত
আবাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ।
এতিম , অসহায় পথ শিশুদের জন্য সেবার মধ্য দিয়ে উপযুক্ত পরিবেশে উদ্ভুদ্য করা ।
** বৃক্ষ রোপণ , কাজের বিনিময়ে খাদ্য কর্ম সূচি / রক্তদান , স্বাস্থ্য সেবায় নিজেকে সমর্পণ ও যোগাযোগ রাখা ।
** এবং শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত রাখার বাস্তব মুখি পদক্ষেপ গ্রহন ।

তবে এই হোক অঙ্গিকার
দেশ ও দেশের মানুষ হয়ে সব আপন
গড়ে তুলি সাম্য ও ন্যায়ের এক মস্ত বাধন ।
বাস্তবায়নে
আমরা সব বাঙ্গালী । দেশি / বিদেশী ।
বাংলাদেশ সুমতে চল নাগরিক সংস্থা ।
সবার পক্ষ থেকে
জাতীয় এক্যমতের আহবানে
এম জিল্লুর রহমান মাসউদ মিয়া ।
কবি / ও সমাজ সংস্কারক ।
আহবায়ক সংঘটক , কবি সমাজ বাংলাদেশ ।।
৬টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প

লিখেছেন ঢাকার লোক, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:৩৫

মাত্র মাস দুই আগে আমার এক আত্মীয়ের সাথে দেখা আমার এক বোনের বাড়ি। তার স্ত্রী মারা গেছেন তার সপ্তাহ দুই আগে। মক্কায় উমরাহ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে... ...বাকিটুকু পড়ুন

অভিমান

লিখেছেন জিনাত নাজিয়া, ২৩ শে এপ্রিল, ২০২৪ রাত ১০:১২

" অভিমান "

তোমার ঠোঁটে বোল শিখেছি
তুমি আমার মা, কেমন করে
ভুলছ আমায় বলতে
পারিনা। এমন করে চলে
গেলে, ফিরে ও এলেনা। হয়তো
তোমার সুখেই কাটছে দিন,
আমায় ভাবছ না।

আমি এখন সাগর... ...বাকিটুকু পড়ুন

আমার কিছু ভুল!

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮

১। ফ্লাস্কে চা থাকে। চা খেতে টেবিলে চলে গেলাম। কাপে দুধ-চিনি নিয়ে পাশে থাকা ফ্লাস্ক না নিয়ে জগ নিয়ে পানি ঢেলে দিলাম। ভাবছিলাম এখন কি করতে হবে? হুঁশ ফিরে এল।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের লোকসংস্কৃতিঃ ব্যাঙের বিয়েতে নামবে বৃষ্টি ...

লিখেছেন অপু তানভীর, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:০০



অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম। গল্পটা ছিল অনেক এই রকম যে চারিদিকে প্রচন্ড গরম। বৃষ্টির নাম নিশানা নেই। ফসলের মাঠ পানি নেই খাল বিল শুকিয়ে যাচ্ছে। এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি ভাবনা ও একটা সত্য ঘটনা

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৪ শে এপ্রিল, ২০২৪ সকাল ১০:১৭


আমার জীবনের একাংশ জুড়ে আছে; আমি চলচ্চিত্রাভিনেতা। বাংলাদেশেই প্রায় ৩০০-র মত ছবিতে অভিনয় করেছি। আমি খুব বেছে বেছে ভাল গল্পের ভাল ছবিতে কাজ করার চেষ্টা করতাম। বাংলাদেশের প্রায়... ...বাকিটুকু পড়ুন

×