ঈমান ও ইসলামের মুল সালতানাতে নুর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম ।।
**************
কয়েক টি মুজেজা ।।
১ , নবীজী হিজরতের পর মদিনা রাস্ট কে কুরাইশ ও বেদীন দের
হাত থেকে রক্ষার জন্য সব মুজাহিদ / আনসার দের নিয়ে , কাল খনন কর্মসুচি গ্রহন করেন ।
নবীজী হাজার হাজার সাহাবা গন কে নিয়ে দিবারাত্রি পরিশ্রমে ব্যাস্ত ।।
হটাৎ পাহাড় ধ্বসে বিরাট এক পাথর খালে আটকে যায় , কোন ক্রমেই সেই পাথর সরানো সম্ভব ছিলনা , সাহাবায়ে কেরাম গন
নবীজীর দরবারে আসলেন এবং বললেন ইয়া রাছুলুল্লাহ সা ,
বিরাট এক পাথর এর জন্য আমাদের কাজ আটক , নবীজী সেই
জায়গায় গেলেন এবং একটি শক্ত খেজুরের ডাল চাইলেন , জইনেক সাহাবা রা ডাল এনে দিলে নবী পাক সা বিসমিল্লাহ্ শরীফ পড়ে পাথরে আঘাত করলেন সাথে সাথে পাঁথরটি লক্ষ
খণ্ড হয়ে গেল । উল্ল্যখ্য পাথর খণ্ডটির আয়াতন ছিল ১২ হাত লম্বা ।।
২ , নবী পাক সা হুনাইনের যুদ্ধে প্রায় ১২ /১৪ হাজার সাহাবি লয়ে
মদিনা থেকে প্রায় ৭০ মাইল এগিয়ে হুনাইন নামক পাহাড়ে আস্তানা গাড়েন , ২/৩ দিন অপেক্ষা করার পর ধূর্ত আবব্দুল মুগিরা বিন অয়ালিদ এবং ইহুদিদের সমন্বয়ে প্রায় ৪০ হাজার
সুসজ্জিত সৈন্য লয়ে মুসলিম বাহিনীর উপর অতর্কিত হামলা
চালায় , নবীজীর নির্দেশিত পন্থায় মুসলিম বাহিনী শত্রু মোকাবেলায় ব্যস্ত , হটাৎ যূদ্ধের ময়দান হতে নবীজীর বিশিষ্ট সাহাবা আব্দুল্লা আল রাজি রা এসে নবীজীর নিকট করজোড়
এ দ্বারায় , ইয়া রাছুলুল্লাহ আমার তরবারি ভেঙ্গে গেছে এখন কি
দিয়ে যুদ্ধ করব ।
নবী পাক সা একটি খেজুরের ডাল আনতে বললেন , খেজুরের
ডাল উক্ত সাহাবীর নিকট দিয়ে বললেন , যাও এটাই এখন হবে
ইসলামের পক্ষে শানিত নাঙ্গা তলোয়ার , কথার সাথে সাথে খেজুরের ডাল হয়ে গেল তরবারি , আব্দুল্লা আল রাজি রা তা ব্যাবহার করে শত শত কাফের বধ করে মুসলিম বাহিনীকে
নিশ্চিত পরাজয় থেকে বিজয় এর দিকে নিয়ে আসেন ।।
৩ , নবীজী কুফা নামক স্থানে ৪ হাজার সাহাবী কে লয়ে সেথা
কাফেলা সহ তাবু ফেলার নির্দেশ দেয় , মরুভূমির উত্তপ্ত লু হাওয়ায় সাহাবা গনের জীব শুষ্ক , অনেকেই পানির অভাবে প্রান
ওষ্ঠাগত ।।
হটাৎ এক বেদুইন ষোড়শী মহিলা এক দল ভেড়া লয়ে নবীজীর
সামনে উপস্থিত , তার হাতে ছিল একটি সুহারি বা জলপাত্র , নবীজী মহিলার নিকট থেকে পাত্রটি চেয়ে নিলেন , পাত্রে ছিল
সামান্য মাত্র জল , নবীজী ঐ পাত্রে রহমত এর ছুঁয়া দেন , সাথে
সাথে পাত্রটি জল ভরাট হয়ে যায় ।।
সব সাহাবায়ে কেরাম তৃপ্তি মেটায়ে জল পান করে , তবুও পাত্রের
জল এতটুকুও কমেনি , আর বেদুইন মহিলা ও তার স্বামী মুসলমান হয়ে যায় ।।
হাদিস সংকলন থেকে সংগৃহীত ।।
চলবে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




