***********
নীল আকশে দেখা মিলবে মাহে রমজানের চাঁদ
খোদার রাজ্য অবনত মস্তকে ঘোষণা করবে সৃষ্টি সমুদয় পবিত্রতা
বিশ্ব মুসলিম হবে রত সিয়াম সাধনায়
হৃদয় থেকে মুছে দাও পাপ পংকিলতা ।
নবীজীর ভবিষ্যৎ বানী লয়ে আজও মরুর বুকে ছুটে জিব্রাইলের ডানা
হে মুসলিম নত হও তারি ক্ষুদ্রতি পায়ে যিনি একেশ্বর , সৃষ্টিকর্তা
এক মাস তোমাদের নাজাতের , তোমাদের মুক্তির , তোমাদের পুন্যর
মুমিনদের জন্য যাবে জান্নাতের দরজা খুলে , আসবে নেমে শান্তির বারতা ।
চির দুশমন শয়তান হবে শৃঙ্খলাবদ্ধ
এইতো নিজেকে শুধরে নেয়ার ক্ষন
দূর হোক গ্লানি , রিয়া আর যত মিথ্যাচার
মাহে রমাজানের সৌরভে পবিত্রতায় ভরে উটুক মন ।।
পবিত্র কিতাবে দাও রহমতের চুমু ,পড় আল কোরআন
আসবে নেমে আল্লাহর সেরা নেয়ামত শাশ্বত কল্যান ।
নামায , দরুদ , তাসবি তাহলিল যত এবাদত সওঘাত
দিন শেষে খুশির ইফতার ক্ষন হবে সবচাইতে সেরা
আত্তসুদ্ধি লাভে চির জান্নাতি হবে
সত্যর মুসাফির দিল খোলা মুমিনেরা ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




