মানুষ পুড়িয়ে মারা কোন রাজনীতি?
কে জানে,
বাসে আগুন দিয়ে যাদেরকে অগ্নিদগদ্ধ করা হলো, তাদের অনেকেই হয়তো গত নির্বাচনে "ধানের শীষ" বা "দাড়িপাল্লা" প্রতীকে ভোট দিয়েছিলেন।
একবার ভেবে দেখুন তো,
আগামী আর কোন নির্বাচনে ওই মানুষগুলোর পরিবার কি আপনাদের ভোট দিতে চাইবে।
আমরা অনেকেই বলে থাকি, আওয়ামী লীগ বিরোধী দলে থাকতেও বাসে আগুন দিয়ে মানুষ মেরেছিল।
তাহলে আপনারাও তাই করতে থাকবেন?
আবার বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এগুলো আওয়ামী লীগের চক্রান্ত। তারাই হরতালকারী সেজে বাসে আগুন দিচ্ছে । সেটি যদি হয়েও থাকে, তবে সে দোষ আপনাদেরই। হরতাল দিয়ে আপনারা কেনো বসে থাকছেন বৈঠকখানায়?
আর এতে করে রাজনীতির মাঠ দখলে রাখছে আওয়ামী লীগ।
বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার উচিৎ হবে স্পষ্ট ঘোষণা দেয়া, ক্ষমতার লোভে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি করে না বিএনপি। পিকেটিং এর নামে যারাই যানবাহনে আগুন দেবে, তাদেরকেই প্রতিহত করুণ।
জনগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানান, অগ্নি সংযোগকারীকে যেন হাতেনাতে পাকড়াও করা হয়।
প্রত্যাশা করা যায়, এতে মানুষ বাঁচবে,উন্মোচিত হবে পর্দার আড়ালে থাকা নিষ্ঠুর মানুষগুলোর মুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




