ব্যাপারটা ভালবাসা জনিত । গত রাতে প্রেমিকাকে ফোন দিলাম। কথা হচ্ছিল.. হঠাত ও জিজ্ঞাসা করল আমার মন খারাপ কিনা...????........ আমি বললাম না........... এরপর ওকে অনেক বুঝানোর চেষ্টা করলাম যে আমার মন খারাপ না কিন্তু বুঝার চেষ্টাই করল না। ওল্টো আরও রাফ বিহেভ করা শুরু করল... ও সব সময় আমার সাথে এমন রাফ বিহেভ করে ... অনেক বুঝাই কিন্তু বুঝেনা......... যতক্ষন পর্যন্ত ভালভাবে কথা বলা উচিত বলি তবুও ও খারাপ বিহেভ করা বন্ধ করে না...... আমার অনেক কিছু বলার পর যখন বলি কিছু বল...ও বলে "ওর বলার কিছুই নাই......... ভাল লাগতেসে না কথা বলতে........." এরপর আবার আমি সরি বলে অন্য কথা শুরু করল......... ও বলে মেজাজ গরম করিস না ফোন রাখ.........এই বলে দেয় ফোন রেখে ...... আর ফোন দেয় না । আমি ফোন দিয়ে যদি কথা বলতে চাই সে আবার জারাজারি করে ফোন রেখে দেয় ......কাল প্রায় রাত ২.৪৫ পর্যন্ত অপেক্ষা করার পর তবুও ফোন দেয়নি......... এরকম ঘটনা অহরহ হচ্ছে...... কয়েকদিন পরপরই হচ্ছে......... পরে রেগে গিয়ে ফোন দিয়ে বলসি যে তর সাথে আর রিলেশ্ন রাখবো না......... এরপর ও ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলো আর কোন খবর নাই............ এই হল আমার অবস্থা............চলছে......... আরো হয়তো চলবে.........আসলে যুগে কাউকে সত্যি কারের ভালবাসা ঠিক না.........
পারটা ভালবাসা জনিত । গত রাতে প্রেমিকাকে ফোন দিলাম। কথা হচ্ছিল.. হঠাত ও জিজ্ঞাসা করল আমার মন খারাপ কিনা...????........ আমি বললাম না........... এরপর ওকে অনেক বুঝানোর চেষ্টা করলাম যে আমার মন খারাপ না কিন্তু বুঝার চেষ্টাই করল না। ওল্টো আরও রাফ বিহেভ করা শুরু করল... ও সব সময় আমার সাথে এমন রাফ বিহেভ করে ... অনেক বুঝাই কিন্তু বুঝেনা......... যতক্ষন পর্যন্ত ভালভাবে কথা বলা উচিত বলি তবুও ও খারাপ বিহেভ করা বন্ধ করে না...... আমার অনেক কিছু বলার পর যখন বলি কিছু বল...ও বলে "ওর বলার কিছুই নাই......... ভাল লাগতেসে না কথা বলতে........." এরপর আবার আমি সরি বলে অন্য কথা শুরু করল......... ও বলে মেজাজ গরম করিস না ফোন রাখ.........এই বলে দেয় ফোন রেখে ...... আর ফোন দেয় না । আমি ফোন দিয়ে যদি কথা বলতে চাই সে আবার জারাজারি করে ফোন রেখে দেয় ......কাল প্রায় রাত ২.৪৫ পর্যন্ত অপেক্ষা করার পর তবুও ফোন দেয়নি......... এরকম ঘটনা অহরহ হচ্ছে...... কয়েকদিন পরপরই হচ্ছে......... পরে রেগে গিয়ে ফোন দিয়ে বলসি যে তর সাথে আর রিলেশ্ন রাখবো না......... এরপর ও ফোন কেটে দিয়ে ফোন বন্ধ করে দিলো আর কোন খবর নাই............ এই হল আমার অবস্থা............চলছে......... আরো হয়তো চলবে.........আসলে যুগে কাউকে সত্যি কারের ভালবাসা ঠিক না.........
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



