একুশ মানে ভালোবাসা, একুশ মানে লড়াই
একুশ মানে বিশ্বজুড়ে, ভাষা নিয়ে বড়াই
একুশ মানে মাথা উঁচু, গর্ব করে চলা
একুশ মানে বুক ফুলিয়ে, সত্য কথা বলা
একুশ আমার মায়ের মতো, দেশকে ভালোবাসা
একুশ আমার সুখে-দুখে, বেঁচে থাকার আশা
একুশ মানে ভালোবাসা, একুশ মানে লড়াই
অন্য যে কোন সময়ে জামাতকে নিয়ে মানুষ যতটা চিন্তিত ছিলো, বর্তমানে তার থেকে অনেক বেশী চিন্তিত বলেই মনে করি।




