বিড়াল-ইঁদুরে বুদ্ধি করে, পেতেছে এবার দোস্তি,
ভুলে গেছে ঝগড়া-ঝাটি, করবে না আর কুস্তি।
লেঞ্জা নাড়ে বিড়াল মশাই, ইঁদুর পালায় গর্তে,
ইঁদুর বলে মরে গেলেও, মিলব না কোনো শর্তে।
এমনি তাদের বড়াই অনেক, দেখায় খালি পেশি
একজন হয় নেইমার আর, আরেকজন হয় মেসি।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৩:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



