অনেক দিন থেকেই এই বিষয়ে কিছু লিখার ইস্স্ছা ছিল, কিন্তু গত ২ দিনের পাবলিক, প্রাইভেট বিতর্ক দেখে না লিখে পারলাম না, আমার এই লিখাতে সকল প্রাইভেট, পাবলিক দের মতামত আশা করছি এবং আমার সাথে কারো দিমত থাকলে তা লিখতে অনুরোধ করছি.
আমাদের দেশে ৩৪ টি পাবলিক এবং ৫৪ টি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আসার কারণ আমাদের ১৫ কোটি মানুষের দেশে এত অল্প পাবলিক ভার্সিটি গুলোতে ছাত্রদের পড়ার সুযোগ দিতে পারছিল না, তাই মেধাবী দের উচ্চ শিক্ষার সুযোগ করে দিতেই প্রাইভেট ভার্সিটি গুলোকে অনুমোদন দেয়া হয়. প্রাইভেট ভার্সিটি গুলোকে অনুমোদন দেয়া হয় পাবলিক এর ওপর থেকে অধিক চাপ কমাতে এবং পাবলিক এর সাথে সহায়ক শিক্ষাপ্রতিষ্ঠান বা শক্তি হিসাবে গড়ে তুলতে, পরস্পরের প্রতিপক্ষ হিসাবে নয়. প্রাইভেট ভার্সিটি গুলার বয়স ২০ বছরের মত, প্রথম দিকে অনেক সন্ধেহ থাকলেও বেশ কিছু প্রাইভেট ভার্সিটি তাদের শিক্ষা পদ্ধতির জন্য প্রসংশিত হয়েছে (অনেকে শিক্ষা বানিজ্যের জন্য সমালোচিত হয়েছেন) এবং প্রাইভেট , পাবলিক এখন আমাদের দেশে গ্রহণযোগ্য দুইটা শিক্ষা ব্যবস্থা, এটা এখন সবাই মেনে নিয়েছে,
আমার দৈনন্দিন জীবনে পাবলিক, প্রাইভেট এর কথা যদি বলি, আমার বন্ধুদের কেউ কেউ পাবলিক এবার কেউ কেউ প্রাইভেট এ পড়ালেখা করেছে কিন্তু কোনো দিন এই বিষয়টা নিয়া ওদের সাথে আমার কোনো সমস্যা হইনি .
আমি নিজে প্রাইভেট, পাবলিক দের সাথে একসাথে পড়ালেখা করেছি কোনো দিন কোথাও কারো সাথে এই নিয়া কোনো সমস্যা হইনি, চাকুরীতে পাবলিক, প্রাইভেটদের সাথে একসাথে চাকুরী করেছি কিন্তু কোনো দিন কারো সাথে এই বিষয় টা নিয়া কোনো সমস্যা হইনি, এমন কি আমি যাকে ভালবাসি, আমরা দু জনেই কম্পিউটার বিজ্ঞান এ পড়াশুনা করেছি শুধু পার্থক্য হলো ও একটা পাবলিক ভার্সিটি থেকে আর আমি একটা প্রাইভেট ভার্সিটি থেকে, কোনো দিন আমাদের মাঝে এটা নিয়া কোনো প্রবলেম হইনি বরং আমি গর্ব করি ওর জন্য যে ও একটা সেরা পাবলিক ভার্সিটি থেকে পাস করছে এমনকি ও আমাকে নিয়াও গর্ব অনুভব করে, দেখা যাই একই পরিবার এ দুই ভাইবোন একজন প্রাইভেট অন্য জন পাবলিকএ পরে , বাবা মা দুই জন কে নিয়া গর্ব বোধ করে, তাহলে আমাদের সমস্যা টা কোথায় ?
প্রত্যেককে তার যোগ্যতা আর দক্ষতাই কাঙ্খিত লক্ষে নিয়ে যাবে, এখানে প্রাইভেট , পাবলিক বাড়তি কোনো সুবিধা বা বাধা হবে বলে আমি মনে করি না. আপনারা কি মনে করেন যে সকল পাবলিক আর প্রাইভেট ভার্সিটি ছাত্ররা দেশ, বিদেশে সফলতার সাক্ষর রেখেছেন, তারা তাদের সার্টিফিকেট বা ইউনিভার্সিটির নামের জোরে হয়েছেন?
আমি প্রথমেই বলে নেই আমি প্রাইভেট , পাবলিক কারো পক্ষে নই, আমি নিজেও প্রাইভেট এবং পাবলিক এ পড়ালেখা করেছি, আমি দেশের অন্যতম সেরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে BSC , অন্যতম সেরা একট পাবলিক ইউনিভার্সিটি থেকে MBA করেছি, এখন আর একটি সেরা পাবলিক ইউনিভার্সিটি তে MSC তে ভর্তি হবার প্রস্তুতি নিস্স্ছি, প্রাইভেট, পাবলিক সম্পর্কে আমার নিজের মত হস্স্ছে আমাদের দেশের সকল ভার্সিটি (প্রাইভেট এবং পাবলিক) শিক্ষার মানে ইউরোপে এবং আমেরিকা থেকে অনেক দুরে, আমাদের শিক্ষা ব্যবস্থায় সুরু থেকেই অনেক গলদ. দেশের সকল বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধতা রয়েছে পাবলিক বলেন আর প্রাইভেট.
এবার পাবলিক ভার্সিটি র সম্পর্কে আসি, আমাদের দেশের BUET , DU থেকে সুরু করে বেশ কিছু পাবলিক ভার্সিটি দীর্ঘ দিন ধরে সুনামের সাথে উচ্চশিক্ষা দিয়ে আসছে এবং এখনও তাদের সুনাম এবং মান বজায় রেখেছে, যদিও ছাত্র শিক্ষক রাজনীতি , সরকারের অবহেলা আর দুর্নীতির জন্য পাবলিক ভার্সিটি গুলো তাদের আলো বিগত বছর গুলোতে অনেকটাই ম্লান করেছে, শোনা জাস্স্ছে কিছু পাবলিক ভার্সিটির শিক্ষার মান ভালো প্রাইভেট ভার্সিটি গুলা থেকেও নিচে নেমে গেছে.
এবার প্রাইভেট ভার্সিটি সম্পর্কে আসি, আমাদের দেশে বেশ কিছু প্রাইভেট ভার্সিটি ভাল মানের শিক্ষা প্রদান করছে এবং ওদের মান ও প্রসংশিত হয়েছে কিন্তু অনেক প্রাইভেট ভার্সিটি এটাকে ব্যবসা হিসাবে নিয়ে শুধু শিক্ষা বানিজ্য করছে এবং ছাত্র দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়া নিম্ন মানের শিক্ষা প্রদান করে নিজেদেরকে সার্টিফিকেট বিক্রির প্রতিষ্ঠান হিসাবে পরিনত করেছে. কতৃপক্ষের বানিজ্য আর অধিক মুনাফা লাভের মানসিকতায় এর জন্য দাই
এবার পাবলিক এর ছাত্র দের সম্পর্কে আসি , প্রতি বছর অনেক ভর্তি যুদ্ধ পার করে মেধাবী ছাত্ররা ভর্তি হন সেখানে , যাদের মেধা বা যোগ্যতা নিয়া প্রশ্ন থাকা উচিত না, অনেকে অনেক কষ্ট করে এখানে পড়ালেখা করছেন, আপনি ইউনি ভার্সিটি হল গুলোতে গেলেই বুজতে পারবেন, যারা পাবলিক ছাত্রদের বেকার ,গরিব, গাধা বলছেন তারা কি যুগ যুগ ধরে দেশ ও বিদেশে আমাদের BUET , DU সহ অন্য পাবলিক ভার্সিটি ছাত্ররা যে কৃতিত্বের সাক্ষর রেখেছেন এবং রাখছেন তাদের এই অবদান কে অস্বিকার করতে পারবেন ? আমি অনেক পোলাপান দেখছি যাদের প্রাইভেট এ ডাবল টাকা দিয়া পড়ার সমর্থ ছিল কিন্ত পাবলিক এ পরেছে তাই পাবলিকএ শুধু গরিব ছাত্ররা পরে এই কথা টা ঠিক না
এবার প্রাইভেট এর ছাত্রদের সম্পর্কে আসি, প্রাইভেট ভার্সিটি গুলাতে রাজনীতি মুক্ত ভালো শিক্ষার পরিবেশ থাকায় অনেক অল্প মেধাবী ছাত্র রাও ভালো ফল করে কৃতিত্বের সাক্ষর রাখছেন এবং পেশা জীবনে সফল হস্স্ছেন যদিও অনেকে এই শিক্ষা বানিজ্যের সুযোগ নিয়ে সহজেই নিম্ন মানের শিক্ষায় শিক্ষিত হস্স্ছেন এবং সার্টিফিকেট পাস্স্ছেন, যারা প্রাইভেট ভার্সিটি দের মুরগি বা বড়লোকের নষ্ট ছেলে মেয়ে ভাবছেন তারা দেশে ও বিদেশে যে সব কৃতিত্বের সাক্ষর রাখছেন তাদের অবদানকে কি অস্বিকার করতে পারবেন ? আর যাদের ধারণা, প্রাইভেট এ শুধু বড়লোকের পোলাপান পরে তাদের এটা একটা বিরাট ভুল ধারণা, প্রাইভেট এর ৬০ ভাগের অধিক ছাত্র আসে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে, চাইলে পরিসংখ্যান নিয়া দেখতে পারেন
পরিশেষে, আমি সবাই কিছু প্রশ্ন রেখে যাই আশা করি উত্তর দিবেন.
পাবলিক দের কাছে আমার প্রশ্ন :
আপনারা কি চান দেশের সব প্রাইভেট ভার্সিটি গুলো বন্ধ করে দিয়া হোক ? হলে সেটা কি দেশের জন্য মঙ্গলজনক হবে নাকি ক্ষতিকর হবে ? প্রাইভেট ভার্সিটি গুলো বন্ধ হয়ে গেলে আপনারা , আপনাদের পরিবার ও সমাজ কিভাবে উপকৃত হবে নাকি ক্ষতিগ্রস্থ হবে?
প্রাইভেটদের কাছে আমার প্রশ্ন :
আপনারা কি চান দেশের সব পাবলিক ভার্সিটি গুলো ধংশ হয়ে যাক? আপনারা কি BUET , DU সহ অন্যান্য সেরা পাবলিক ভার্সিটি গুলা কে বাদ দিয়া আমাদের দেশে উচ্চ শিক্ষার কথা চিন্তা করতে পারেন? যদি আমাদের সকল পাবলিক ভার্সিটি গুলা ধংশ হয়ে যাই তাহলে জাতি হিসাবে আমরা কিভাবে উপকৃত হব নাকি দেশ অন্ধকারে যাবে ? গরিব মেধাবী রা কথায় উচ্চ শিক্ষা নিবে ?
আমি আশা করেছিলাম এমন একটা বিষয়ে সবাই একসাথে সহমত জানাবে কিন্তু আমি অনেক আশাহত হয়েছি যখন দেখলাম মানুষ প্রাইভেট আর পাবলিক নিয়া উস্কানি মূলক লিখা লিখছে, যেমন কেউ পাবলিককে গরিবদের, বেকারদের ইউনি ভার্সিটি বলে আর ছাত্রদের গাধা বলে গালি দিস্স্ছেন আবার কেউ প্রাইভেট কে ফার্ম, আর ছাত্রদের মুরগি , বড়লোকের নষ্ট সন্তান এসব কথা বলছেন, যা একে বারেই কাম্য নয়. সরকার এর উচিত কোনো কিছু মালিক পক্ষের উপর থেকে আদায় করা কিন্তু তা যদি ছাত্র দের উপর দিয়া করা হয় তাহলে তা ছাত্র ও অভিভাবক দের জন্য আসলেই বড় একটা চাপ, আর অবাক হস্স্ছি কিছু অতি উত্সাহী লোক এটাকে সমর্থন করছেন দেখে.
এবার সবার কাছে আমার আবেদন প্রাইভেট, পাবলিক নিয়া ঢালাও ভাবে বিবাদ না করে পাবলিক, প্রাইভেট এর সমস্যা গুলো কে নিয়া আলাদা ভাবে কথা বলি এবং এই গুলার বিরুদ্ধে জনমত গড়ে তুলি এর যদি আমরা আরো কেচাল করতে চাই তাহলে আন্দোলন গড়ে তুলি "সকল প্রাইভেট ও পাবলিক ভার্সিটি বন্ধ হোক এবং আমরা শিক্ষা হীন জাতিতে পরিনত হই"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





