সকাল ৭:১৫ থেকে ৭:৩০ এই সময়টাতেই সপ্তাহে প্রায় দিনই ওর ঘুম ভাঙ্গবে,
ও মানে.. আমার ছেলে 'আদিব হাসান স্বচ্ছ"।
কারনটা, হলো আমি এই সময়টাতেই অফিসের উদ্দেশ্যে বের হবো বলে তৈরী হতে থাকি,আর তার কাজ হলো.. সোফার ওপর ঢুলু ঢুলু চোখে বসে থাকবে ।এই সময়টাতে তাকে জোর করেও বিছানায় নেয়া যাবে না। আমি বের হয়ে গেলে আবার ঠিকই ঘুমাতে যাবে [এটা আমি আমার আম্মার কাছে জেনেছি]।
তো আমি একেবারে তৈরী অফিসের উদ্দেশ্যে রওনা দিব, এখন সে সোফা থেকে উঠবে ,আস্তে আস্তে আমার কাছে আসবে, প্রথমে পা ছুয়ে ছালাম,তারপর কোলাকুলি এবং হ্যান্ডসেক করে বলবে বাবা সকাল সকাল ..(এর মানে তারাতারি এসো ..)
সিড়ি বেয়ে নেমে রাস্তায় এসে রিক্সা নেব তখনই বারান্দা থেকে ওর ডাক শোনা যায় 'বাবা'..'বাবা'..
সারা দিন পর অফিস থেকে ফিরলেই এসে বুকে ঝাপটে পড়ে পরম নির্ভরতায়।
যেন এক নিমিষেই পৃথিবীর সব জয় করে নিলো সারাদিনের পর।
এটাই পৃথিবীর সব বাবা ও সন্তানের সম্পর্ক ।
সব বাবাই তার ক্ষুদ্র বুকে স্বস্নেহে আগলে রাখে পরম ধনকে। বাবা মানে আপনজন, বাবা মানে নির্ভরতার প্রতীক, বাবা মানে প্রখর রোদে ছায়া দেয়া খুব উঁচু বটবৃক্ষ।
আমার বাবা বেঁচে থাকতে বুঝিনি,এখন আমার ছেলেকে দিয়ে বুঝি ।
সবাই'কে "বাবা দিবসের" শুভেচ্ছা..
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ সকাল ১০:৪২