ক্রিকেট ম্যাচ জিতেছি, ইয়াহু কী আনন্দ আকাশে বাতাসে। কিন্তু দুঃখের বিষয় হল ইউটিউবে একটা ভিডিও দেখার পর আমার নিজেকে বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। বিশ্বাস করুন, আমরা মানুষ না। আমরা আফ্রিকানদের বর্বর অসভ্য জাতি বলে গালি দেই, কিন্তু আমরা কোন অংশেই তাদের চেয়ে কম যাই না।
আপনার ভেতরে যদি সামান্য মানবিক বোধ থেকে থাকে, আপনার বুকটা কেঁপে উঠবেই। সিলেটে রাজন নামের ১৩ বছরের একটি শিশুকে যেভাবে নির্যাতন করে খুন করা হয়েছে তাতে হৃদয়হীন হলেও আপনার হৃৎপিণ্ড আন্দোলিত হবে, আমি নিশ্চিত। গুছিয়ে লিখতে পারছিনা এই মুহূর্তে, আমার ভেতরটা ভেঙ্গে তছনছ হয়ে গ্যাছে। শুধু এটুকু বলব কাজটা যারা করেছে তারা মনুষ্যজন্মা কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।
আমার মনে জমানো ধিক্কার আর ঘৃণার সব থুথু তোদের মুখে। আবার তোরা মানুষ হ।
view this link
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




