আমি রাজন
আমরা সবাই রাজন
তোরা নাকি মানুষ-
শুনেছি তোদের হৃৎপিণ্ড আছে, আছে ফুসফুস
কিন্তু আদৌ আছে কি মন ?
আমি চোর
আমরা সবাই চোর
কিন্তু তোরা শুয়োর
তোরা হিংস্র জানোয়ার
তোরা মধ্যযুগীয় বর্বর।
আমি সিলেটের তের বছর বয়সী রাজন
তোরা কি ভেবেছিস মরে গেছি আমি?
না রে পাগলা। মৃত তো তোরা।
মরে গ্যাছে তোদের মানবতা
মরে গ্যাছে তোদের মনুষ্যত্ব
চিরবন্ধ হয়ে গ্যাছে তোদের ইন্দ্রিয়ের দরজা
আমি রাজন, আমি তোদের জাতীয় লজ্জা।

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ ভোর ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




