আমি বিশ্বজিৎ আমি অভিজিৎ আমি রাজন
আমি অবিরাম বাংলার মুখ আমি লাল সবুজের কাফন
আমি ধ্বসে পড়া ভবনের নিচে গলিত লাশের গন্ধ
আমি পদ্মার লঞ্চডুবি আমি তাজরীনের অগ্নিকাণ্ড
আমি সাগর-রুনি, আমি ভূগর্ভস্থ জিয়াদ
চাপাতি হাতে সুযোগ পেলেই আমি সাজি জল্লাদ
আমি ফেলানী,আমি সাত খুন ঐ শীতলক্ষার পাড়ে,
আমি ষোল কোটি মানুষের ভাগ্য হয়ে ঝুলে আছি কাঁটাতারে
আমি অন্ধ তাই বন্ধ আমার বিবেকের দরজা
আমি-ই বাংলাদেশ, আমার ডাকনাম লজ্জা।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



