somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্ণোগ্রাফীর টুকিটাকি-৫

২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ কি করে পর্ণের পর্ণের প্রতি আকৃষ্ট হয়? উত্তরটা হল, মানুষ ন্যাচারালি এই জিনিসের প্রতি আকৃষ্ট হয়। গত চার পর্বে আপনাদের ভালোবাসা যেমন পেয়েছি, তেমনি দুই একজনের কটু কথাও আমাকে শুনতে হচ্ছে! যেহেতু ভালোবাসার মানুষ বেশী, তাই আমি ট্রাই করব লেখাটা কন্টিন্যু করে যেতে। আর আমি তো কাউকে জোর করসি না, আপনার ভালো না লাগলে আপনি পড়বেন না, আমি কি আপনাকে জোর করে পড়াতে পারব? আমি কি জোর করে ভাল লাগাতে পারব? আমার ধারণা যারা বিরোধিতা করছেন, তারাই পর্ণে ডুবে আছেন, এজন্য এই বিরোধিতা, কারণ আমি শুধু মাত্র কিছু তথ্য উপস্থাপন করসি, কোন অশ্লীলতা দাড় করাচ্ছিনা, সমর্থন ও দিচ্ছি না। আজকের পর্বের শেষে বরাবরের মত আগের চার পর্বের লিঙ্ক দেয়া হয়েছে, আপনাকে আমন্ত্রণ এই নিষিদ্ধ অন্ধকার জগতে!

পুরুষ মাত্রই পর্ণের প্রতি ন্যাচারালি আকৃষ্ট হয়, তারা বিভিন্ন এডাল্ট সাইটের মাঝে যৌন উত্তেজনা খুজঁঅলেও, মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। স্টিফেন আর্টারবার্ণ এবং ফ্রেড স্টোকারের এর লেখা এভ্রি ইয়াং ম্যানস ব্যাটল বইতে বলা হয়-

''women seldom understand this because they are not sexually stimulated in the same way. Their ignition are tied to touch and relationship. they view this aspect of our sexuality as shallow..'


''মহিলারা যৌণ জীবনে্র প্রাথমিক পরযায়ে খুব কম ই এই ব্যাপারট (পর্ণোগ্রাফী) বুঝে ওঠে কারণ, তাদের যৌণ উত্তেজনার সাথে সম্পর্ক এবং স্পর্শ জড়িত, তাই তাদের কাছে প্রাথমিক ভাবে ব্যাপারটা অহেতুক লাগে''

এমনকি উল্লিখিত দুইজন লেখকের একজনের স্ত্রী বলেন-

''When I first heard how men are, it seemed so wild and unlike anything I could imagine.I had a hard time believing it and occasionally even wondered if they are making it up!''

যখন আমি প্রথম শুনলাম, ছেলেদের শারীরিক ব্যাপার সম্পর্কে, ব্যাপারটা আমার কাছে বুনো লাগল, যাএকদম অপরিচিত, এবং আমি মাঝে মাঝে বিস্ময় ভাবে ভাবতাম আসলেই কি ব্যাপারটা তাই?''

বইতে আরো বলা হয়

''because women can not relate, they have little mercy on us, and rarely choose to dress modestly''

মহিলারা ব্যাপারটা বুঝতে পারত না( যৌনতা), এবং পুরুষদের তারা তাচ্ছিল্য করে, এবং পোষাকের ব্যাপারে তারা সচেতন!

পর্ণো গ্রাফী শব্দটি (Pornography) শব্দটি দুটো গ্রীক ওয়ার্ড থেকে আহরিত। যার মাঝে প্রথম টি হল (Prostitute) বা পতিতা আরেকটি হল (I write or record) বা লিপিবদ্ধ করা। সহজ ভাবে পতিতাদের ছবি লিপিবদ্ধকরন বা রেকর্ড। বেশীরভাগ মানুষ কে জীবনের প্রথম পর্ণোগ্রাফ সম্পর্কে জিজ্ঞেস করা হলে যে উত্তর মেলে তা হল তারা ম্যাগাজিন এর মাধ্যমে প্রথম পর্ণের সংস্পর্শে
আসেন যা তারা পেয়েছিলেন পিতার বিছানার নীচে(আমেরিকান সমাজের কথা বলা হচ্ছে) । উপরে যে বইটি (এভ্রি ইয়াঙ্গম্যান্স ব্যাটল) এর লেখকেদ্বয় তাদের একজন বলেন জীবনে প্রথম পর্ণোগ্রাফীর অভিজ্ঞতা হয় তার দাদার দোকানে যেখানে একটি নগ্ন মহিলার পোস্টার ছিল!

২০০৩ সাল পর্যন্ত যেসমস্ত শিশু পর্ণে দেখা যেত তাদের গড় বয়স ছিল এগারো!(ইন্টারনেট পর্ণ)।ইন্টারনেট পর্নের সবচাইতে বড় গ্রাহক হল বারো থেকে সতেরোবয়সী তরুণ। জীবনে প্রথম পর্নের অভিজ্ঞতা সবার ই কম বেশী শকিং। যেমন আমার নিজের ক্ষেত্রে যেতা হয়েছিল, রেসিডেনশিয়ালের বন্ধু রিফাত ক্লাস নাইনে আমাকে প্রথম পর্ন দেখায়, সেদিন কিছু না হলেও পরদিন থেকে আমার ভয়াবহ ১০৩ ডিগ্রী জ্বর, মাথা ব্যথা ও বমি হয় যা তিন দিন পর্যন্ত ছিল!


বইটিতে আরো বলা হয়

''Once you become addicted to it, you look for more potent, more explicit, more graphic kinds of material. You keep craving something which is harder and gives you a greater sense of excitement until u reach
the point where pornography goes so far-that jumping off point where you begin to think may be actually doing it will give you that which is just beyond reading about it and looking at it!''

যখন আপনি পরনে আসক্ত হবেন, আপনি তখন আরো উত্তেজক, আরো বিস্তারিত বিষয় খুজঁবেন। আপনার আগ্রহ ততক্ষণ থাকবে যতক্ষন না আপনি আপনার যৌন উত্তেজনার শিখরে না পৌছান! আপনি ততক্ষণ ই এটা করবেন যা আপনাকে পড়া বা দেখার চাইতে বেশী উত্তেজিত করবে!

সেফ আইজ (safeeyes.com) নামে একটি সাইট যা ইন্টারনেট পর্ণোগ্রাফী ফিল্টারিং করে, এবং আপনার ব্যক্তিগত কম্পিউটার থেকে পর্ন সাইটে কেউ ঢোকার চেস্টা করলে তা আপনাকে ইমেইল করবে। তাই পারিবারিক নিরাপত্তা বজায় রাখতে অনেক ব্যক্তিই বাড়িতে যেখানে অনলাইন সংযোগ আছে সেখানে এই সাইট দিয়ে এধরণের ওয়েব সাইট ব্লক করে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করেন। তাই আপনিও চাইলে ব্যবহার করতে পারেন, এবং এটা আসলেই কাজ করে!

এছাড়া, আরো একটি মাধ্যম হল টেলিভিশন। আমাদের দেশে এখনো মোটামুটি টিভিতে এধরণের অশ্লীলতা না থাকলেও বাইরে কিন্তু হামেশা এধরণের চ্যানেল দেখা হয়। শুধুমাত্র পর্ণোগ্রাফী বেজড টিভি চ্যানেল রয়েছে শতাধিক! এভারেজ টিন এজাররা প্রতিদিন মিনিমাম তিন থেকে চার ঘন্টা টেলিভিশনের পিছনে ব্যয় করে। আমেরিকার মত দেশে, পরিসংখ্যান মতে আমেরিকার টিভি চ্যানেলের শতকরা তিরাশি ভাগ কনেটেন্ট যৌন উপাদান এর সাথে সম্পর্কিত! ৩৯ মিলিয়ন পরিবার বাড়িতে ''এডাল্ট চ্যানেল'' দেখেন! ২৯ মিলিয়ন শিশু এভাবে পর্ণোগ্রাফী দেখার সম্ভাবনায় থাকে!

এখন আমরা আসি ইন্টারনেট পর্ণোগ্রাফীর ইফেক্ট সম্পর্কে। আমরা চারটে ক্যাটাগরীতে ভাগ করতে পারি এইসব ইফেক্ট, যার মাঝে রয়েছে

১/ ফিজিক্যাল বা শারীরিক ইফেক্ট
২/ ম্যারিটাল বা বৈবাহিক ইফেক্ট
৩/ ফাইনান্সিয়াল বা অর্থনৈতিক ইফেক্ট
৪/ স্পিরিচুয়াল বা আধ্যাত্নিক ইফেক্ট

প্রথমেই আসি শারীরিক ইফেক্ট নিয়ে। পর্ণোগ্রাফীর রয়েছে একাধিক শারীরিক ইফেক্ট। পর্ণোগ্রাফী আপনার চাহিদাকে দিন কে দিন অধিক থেকে অধিকতর করে। একটি ছবি দেখলে খুব স্বাভাবিক ভাবে আরেকটির জন্য আপনার তৃষ্ণা তৈরি হবে! দিন দিন এই চাহিদা বাড়তে থাকবে সেই সাথে বাড়বে আপনার তৃপ্তির গভীরতা! অর্থাৎ শুরুতে অল্প দেখে সন্তুষ্ট হলেও, পরবর্তীতে সেই সন্তুষ্টির জন্য আরো লার্জ স্কেলে আপনাকে দেখতে হবে। ব্যাপারটা মাদকাসক্তির মতই!

আরেকটি ফিজিকাল ইফেক্ট হল অপরাধে আপনাকে উতসাহী করবে। পর্ণ দেখা একজন সুস্থ মানুষের কাছে মোটেও স্বাভাবিক নয়। বাট এই পর্ণ দেখার নেশা এমন এক বিব্রতকর ব্যাপার, যা আপনি অন্য কারু সাথে শেয়ার ও করতে পারেন না। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যে টা করবেন তা হল, দৈনন্দিন যাপিত জীবনের মাঝে কিছু সময় আপনি একান্তই নিজস্ব বলে সেই সময়ে পর্ণ দেখবেন, এবং যেহেত্য ব্যাপারটা শেয়ার করা যায় না, তাই আপনি দেখবেন লুকিয়ে, শুরু হবে আপনার গোপন জীবন! এবং বেশীরভাগ ক্ষেত্রে এই জীবন আপনাকে মিথ্যা ও অন্যান্য খারাপ কাজে উতসাহ যোগাবে! যা আপনার মাঝে লজ্জা যোগাবে।


অধিকাংশ বিজ্ঞানীদের কাছে পর্ণোগ্রাফী এডিকশন এলকোহল কিংবা ড্রাগ এডিকশনের মত একি বিষয়! সাধারণত এডিকশন বলতে কোন কেমিকেলের প্রতি শরীরের আসক্তকেই আমরা বুঝে থাকি। তাহলে পর্ণগ্রাফী কিভাবে আসক্তি হয়? আমি মোটামুটি একটা ব্যাখ্যা দিচ্ছি, আমার ব্যাখ্যা আপনাকে গ্রহণ করতে ই হবে কারণ আমি একজন ডাক্তার এবং বিজ্ঞানের ছাত্র। কিভাবে পর্ন আমাদের ব্রেইন কে উদ্দীপিত করে সে সম্পর্কে বলি, আমি আপনাদের তিনটে জিনিস বলছি, এই কেমিক্যাল গুলো ব্রেইন থেকে রিলিজ হয় সেই সময়ে যখন আপনি পর্ণ দেখেন!

প্রথমে ই আসি ডোপামিনের ব্যাপারে। যখন আপনার মনোযোগ কিংবা দৃষ্টি বা শক্তি কোন কিছুতে ফোকাস করেন তখন ব্রেইন থেকে রিলিজ হয় ডোপামিন। ডোপামিন আমাদের কোন কিছুর নেতিবাচকতা সম্পর্কে ভাবতে নির‍্যতসাহিত করে। এক্সট্যাসি নামক মাদকে যেরকম অনুভূতি হয়, ডোপামিন রিলিজেও শুরু হয় এধরণের অনুভুতি। কোন কিছুর প্রতি শক্তিশালী নির্ভরশীলতা তৈরির জন্য ও দায়ী এই ডোপামিন। মানুষ যখন পর্ন দেখে তার ফোপকাস থাকে পর্ণ অভিনেতা-নেত্রীদের দিকে, তখন তার মাথায় তার স্ত্রী কিংবা সেক্স পার্টনারের কথা কম ই আসে। ডোপামিন আরো কিছু নিউরো ট্রান্সমিটার রিলিজের জন্য দায়ী যা কোকেন এডিকশনের মত একধরণের অনুভুতি তৈরি করে, এবং আল্টিমেটলি তৈরি হয় ভয়াবহ এডিকশন!

তাই এভাবে শরীরের চাহিদা তৈরি হয়, মানুষ আবার সেই উত্তেজনা পায় যখন সে পর্ন দেখে! এবং শুধুমাত্র এভাবেই তার উত্তেজনা প্রশমিত হয়! তাই তৈরি হয় নির্ভরশীলতা!!


দ্বিতীয়ত আসি নর এপিনেফ্রিনের কথায়। এই নিউরো ট্রান্সমিটার রিলিজের ফলে ব্রেইনে এমন একধরণের অনুভূতি হয় যখন মনে হয় আপনার ব্রেইন কে কেউ গরম তপ্ত লোহা দিয়ে ছ্যাকা দিচ্ছে! আপনি যখন একটি স্বাভাবিক যৌন সম্পর্ক চালাতে থাকেন, তখন আপনার খুটিঁ নাটি সব কিছু মনে রাখাটা গুরুত্বপূর্ন কিছু নয়, কিন্তু যখন আপনি একজন পর্ন দর্শক, তখন আপনি নিজেই সবকিছু ভাল করে লক্ষ করেন। পর্নোগ্রাফ দেখে হস্তমৈথুন করে একটি বিশাল অংশ, যখন তারা মৈথুন করে, তখন তারা দেখা পর্নের সব কিছু মনে করার চেস্টা করে যেন উত্তেজনা চরমে পৌঁছায়! যার ফলশ্রুতিতে রিলিজ হয় নর এপিনেফ্রিন! একজন ভুক্তভোগী বলেন-আমি এখনো হাই স্কুলে দেখা একটি নির্দিষ্ট পর্নের কথা মনে করার চেস্টা করেন যা তাকে অধিক উত্তেজিত করে!!

তিন নাম্বারে আসি, অক্সিটোসিন এর ব্যাপারে। অক্সিটোসিন কে বলা হপয় কাডল ক্যামিকেল! প্রথম অক্সিটোসিন আবিষ্কার হয় সদ্য প্রসূত শিশুর ব্রেইনে, যা তাকে সাহায্য করে মায়ের সাথে সম্পর্ক তৈরি করতে! অক্সিটোসিন কে বাইন্ডিং ক্যামিকেল ও বলা হয়। অক্সিটোসিন রিলিজ হয় যখন আপনি কাউকে জড়িয়ে ধরেন কিংবা কারু হাত ধরেন তখন। রিলিজ হয় চুমু বিনিময়ের সময়ে কিংবা ভালোবাসার মানুষের সাথে যৌণ সম্পর্কের সময়, এসময় অধিক পরিমানে নির্গত হয়। কিন্তু পর্ণ দেখার সময়ে অক্সিটোসিন রিলিজ হলে কি হয়?

উপরে যেসব সম্পর্কের কথা বলা হল, এধরণের শক্তিশালী বন্ধন তৈরি হয় আপনার সাথে সেইসব পর্ন ফ্যান্টাসির!!! যে অনুভুতি নিয়ে একজন প্রেমময় স্বামী তার স্ত্রী কে জড়িয়ে ধরেন, সেই অনুভূতি আপনার ব্যয় হয়ে যায় পর্ন মডেল দের নিয়ে ফ্যানাসিতে! এর চাইতে খারাপ আর কি হতে পারে? যে ক্যামিকেল একজন শিশুকে মায়ের সাথে বন্ধনে আবদ্ধ করে আপনার ক্ষেত্রে সেই ক্যামিক্যাল খরচ হচ্ছে অশ্লীল মুভিতে, এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে?

(চলবে)

পর্ণোগ্রাফীর টুকিটাকি-৪
পর্ণোগ্রাফীর টুকিটাকি-৩
পর্ণোগ্রাফীর টুকিটাকি-২
পর্ণোগ্রাফীর টুকিটাকি-১
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মসজিদ না কী মার্কেট!

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৮ ই মে, ২০২৪ সকাল ১০:৩৯

চলুন প্রথমেই মেশকাত শরীফের একটা হাদীস শুনি৷

আবু উমামাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইহুদীদের একজন বুদ্ধিজীবী রাসুল দ. -কে জিজ্ঞেস করলেন, কোন জায়গা সবচেয়ে উত্তম? রাসুল দ. নীরব রইলেন। বললেন,... ...বাকিটুকু পড়ুন

সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারদের মুখ থেকে আপনি হাদিস শুনতে চান?

লিখেছেন সোনাগাজী, ১৮ ই মে, ২০২৪ সকাল ১১:৪৫


,
আপনি যদি সচিব, পিএইচডি, ইন্জিনিয়ার, ডাক্তারদের মুখ থেকে হাদিস শুনতে চান, ভালো; শুনতে থাকুন। আমি এসব প্রফেশানেলদের মুখ থেকে দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বাজেট,... ...বাকিটুকু পড়ুন

আকুতি

লিখেছেন অধীতি, ১৮ ই মে, ২০২৪ বিকাল ৪:৩০

দেবোলীনা!
হাত রাখো হাতে।
আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে বিষাদ নেমে আসুক।
ঝড়াপাতার গন্ধে বসন্ত পাখি ডেকে উঠুক।
বিকেলের কমলা রঙের রোদ তুলে নাও আঁচল জুড়ে।
সন্ধেবেলা শুকতারার সাথে কথা বলো,
অকৃত্রিম আলোয় মেশাও দেহ,
উষ্ণতা ছড়াও কোমল শরীরে,
বহুদিন... ...বাকিটুকু পড়ুন

ক- এর নুডুলস

লিখেছেন করুণাধারা, ১৮ ই মে, ২০২৪ রাত ৮:৫২



অনেকেই জানেন, তবু ক এর গল্পটা দিয়ে শুরু করলাম, কারণ আমার আজকের পোস্ট পুরোটাই ক বিষয়ক।


একজন পরীক্ষক এসএসসি পরীক্ষার অংক খাতা দেখতে গিয়ে একটা মোটাসোটা খাতা পেলেন । খুলে দেখলেন,... ...বাকিটুকু পড়ুন

স্প্রিং মোল্লার কোরআন পাঠ : সূরা নং - ২ : আল-বাকারা : আয়াত নং - ১

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৮ ই মে, ২০২৪ রাত ১০:১৬

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আল্লাহর নামের সাথে যিনি একমাত্র দাতা একমাত্র দয়ালু

২-১ : আলিফ-লাম-মীম


আল-বাকারা (গাভী) সূরাটি কোরআনের দ্বিতীয় এবং বৃহত্তম সূরা। সূরাটি শুরু হয়েছে আলিফ, লাম, মীম হরফ তিনটি দিয়ে।
... ...বাকিটুকু পড়ুন

×