ছবি: পবলো পিকাসো
০১
অনেক কথা বলার ছিল। অনেকগুলো বলেছি, আর আনেকগুলো বলা হয় নাই। বলতে না পারা কথাগুলোর এক মজা হলো, এগুলো নিজেকেই বারবার ঘুরে-ফিরে বলি। নিজেই নিজের না বলা কথাগুলোর শ্রোতা হই। আচ্ছা, তোমারো কি আমার মত অনেক কথা ছিল- যেগুলো কথনও বলতে পারো নাই। বলতে না পেরে কষ্ট পেয়েছো? রাত জেগে-জেগে ভেবেছো কথাগুলো কি ভাবে বলবে। একা-একা কত রির্হাসেল করেছো। হা হা হা। অথচ বলতে পারো নাই। আমারও কত কথা বলা হয় নাই এমনি করে। আসলে অনেক কথা বলার পারেও সব কথা বলা হয়ে ওঠেনা। অনেক প্রয়োজনীয় কথাই বাদ পরে যায় এই ব্যাস্ত জীবন-যাপনে। আর তাই বুঝি, না বলা কথাগুলো গান হয়ে যায়। গানটা তুমি শুনেছো কিনা জানি না। দেখি কখনও সময়-সুয়োগ হলে তোমায় শোনাবো। আপাদত আমার বন্ধুরাই শুনে দেখুক কেমন লাগে।
০২
আমার না বলা কথা
এ্যালবাম: ত্রিমাত্রিক
ব্যান্ড: অর্থহীন
G C D
পারতাম যদি আমি, বুক চিড়ে দেখাতে
G C D
অনেক না বলা কথা, ভীর করে পরে আছে
G D C D
তাহলেই বুঝতে, অসহায় দিন-কাল
G C D
বোবার অট্টহাসি, প্রেম যেন আজ কাল
কোরাস.....
C G
গোধুলীর শেষ ভাগে, আকাশের কার্পেটে
A D
খয়রী রঙের ব্যথা..........
C G
মধ্যরাতের ছাদে, অনেক দীর্ঘস্বাসে
D G
আমার না বলা কথা........
কিছু কথা রয়ে যায়, না বলাই ভালো
বৃষ্টির মখমলে, অভিনব আলো
আজ তাই বুঝে যাই, জীবনের প্রয়োজন
আমার জন্য নয়, লাল-নীল আয়োজন
কোরাস......
কিছু কথা পরে আছে, মিথ্যার বিছানায়
স্বপ্ন করুণ সুর, সুদূরেই রয়ে যায়
খেয়লী তোমার চাওয়া, হ-য-ব-র-ল
হেয়ালী আমার পাওয়া, বনবাসী হলো
কোরাস........
মুল গানটা ডাউলোড করে শুনতে এইখানে ক্লিক করুণ।
আমার গাওয়া এ্যাকুইস্টিকে এই গানটা শুনতে এইখানে ক্লিক করুণ।
০৩
এই গানটা আমার খুব প্রিয় একটা গান। আমি অনেক ওয়েব-সাইটে এই গানটার কর্ডিং খুজেও পাই নাই। শেষে নিজেই বার করে নিলাম। যদিও ছোট ভাই হ্যাল্প করেছে। আর একটা ব্যাপার, সামুতে গানের র্কডিং নিয়ে কোন পোস্ট নাই, বা থাকলেও আমি খুজে পাই নাই। তাই ভাবলাম, প্রিয় গানটা দিয়েই শুরু হোক।
কর্ডিংয়ে ভুল থাকলে বলবেন।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




