যদি ভেবে দেখি, নারীহীন এক মহাবিশ্ব
পুরুষেরা যেখানে, একেবারে নিঃস্ব।
শক্তিহীন, বিষন্ন অসহায় ।
ফোটে না ফুল, উঠেনা জোস্নার চাঁদ
ঘুমহীন, অস্থির, অনন্ত নিশুতি রাত।
ছায়াহীন- মায়াহীন পৃথিবী, অস্থির যামিনী
মানবনতাহীন মানুষের অদ্ভুত কাহিনী।
----------------------------
স্মরণে: (মা)
হেনা (সুইট হার্ট)
অপি আকতার (ব্লগার)
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



