দুই মাতাল রাতে বাড়ি ফিরছিল। এক জনের হাতে একটা টর্চলাইট। সে টর্চের আলো আকাশের দিকে ফেলে বলল,
প্রথম মাতালঃ এই আলোটা বেয়ে আকাশে উঠতে পারবি?
দ্বিতীয় মাতালঃ অবশ্যই পারব, কিন্তু উঠবো না।
প্রথম মাতালঃ কেন?
দ্বিতীয় মাতালঃ আমি আলো বেয়ে উঠে গেলে তো তুই টর্চটা নিভিয়ে দিবি। তখন উপর থেকে পড়ে কোমরটা ভাঙ্গি আর কি!
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০০৮ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



