টিভি, রেডিও, পত্রিকা মারফত সবাই জানে, জানেনা শুধু লেখক ও সামুর মডুরা। তারা বলে, দেশের ১৮তম রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ।
মোঃ জিল্লুর রহমান ১৮ তম নন, উনি ছিলেন দেশের ১৯তম রাষ্ট্রপতি এবং এই পদে ষোড়শ ব্যক্তি। আবদুস সাত্তার এবং সাহাবুদ্দিন আহাম্মদ দুইবার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের পর তিনি ৩য় ব্যক্তি যিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব যারা পালন কালীন অবস্থায় মারা যান।
১। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২।
২। সৈয়দ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত)- ১৭ এপ্রিল ১৯৭১ থেকে ৯ জানুয়ারি ১৯৭২।
৩। আবু সাইদ চৌধুরী- ১২ জানুয়ারি ১৯৭২ থেকে ২৩ ডিসেম্বর ১৯৭৩।
৪। মোহাম্মদ উল্লাহ- ২৪ ডিসেম্বর ১৯৭৩ থেকে ২৫ জানুয়ারি ১৯৭৫।
৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ২৫ জানুয়ারি ১৯৭৫ থেকে ১৪ অগাস্ট ১৯৭৫।
৬। খন্দকার মোশতাক আহমেদ- ১৫ অগাস্ট ১৯৭৫ থেকে ৬ নভেম্বর ১৯৭৫।
৭। এস এম সায়েম- ৭ নভেম্বর ১৯৭৫ থেকে ২০ এপ্রিল ১৯৭৬।
৮। জিয়াউর রহমান- ২১ এপ্রিল ১৯৭৬ থেকে ২৯ মে ১৯৮১।
৯। আবদুস সাত্তার (ভারপ্রাপ্ত)- ৩০ মে ১৯৮১ থেকে ১৯ নভেম্বর ১৯৮১।*
১০। আবদুস সাত্তার- ২০ নভেম্বর ১৯৮১ থেকে ২৩ মার্চ ১৯৮২।*
১১। এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী- ২৭ মার্চ ১৯৮২ থেকে ১০ ডিসেম্বর ১৯৮৩।
১২। হুসেইন মুহম্মদ এরশাদ- ১১ ডিসেম্বর ১৯৮৩ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০।
১৩। সাহাবুদ্দিন আহাম্মদ (অস্থায়ী)- ৬ ডিসেম্বর ১৯৯০ থেকে ৯ অক্টোবর ১৯৯১।*
১৪। আবদুর রহমান বিশ্বাস- ৯ অক্টোবর ১৯৯১ থেকে ৯ অক্টোবর ১৯৯৬।
১৫। সাহাবুদ্দিন আহাম্মদ- ৯ অক্টোবর ১৯৯৬ থেকে ১৪ নভেম্বর ২০০১।*
১৬। এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী- ১৪ নভেম্বর ২০০১ থেকে ২১ জুন ২০০২।
১৭। মুহাম্মদ জমিরউদ্দিন সরকার (দায়িত্বপ্রাপ্ত)- ২১ জুন ২০০২ থেকে ৫ সেপ্টেম্বর ২০০২।
১৮। অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ- ৬ সেপ্টেম্বর ২০০২ থেকে ১২ ফেব্রুয়ারি ২০০৯।
১৯। মো. জিল্লুর রহমান ১২ ফেব্রুয়ারি ২০০৯ থেকে ২০ মার্চ ২০১৩।
সুত্র:
রাষ্ট্রপতির মৃত্যু নিয়ে কেন সামুর পোস্টে এই মিথ্যা তথ্যের প্রচারনা? তাও আবার স্টিকী করে হাজার হাজার লোককে পরানো হলো। এডমিনদের সহায়তা ছাড়া পোস্ট স্টিকী করা যায় না। এবার কোন অজুহাতে সামু তার দ্বা্যিত্ব এড়িয়ে যাবে? তাহলে কেন?
জবাব পাব না ব্যান হব?
আপডেট-১
আমাদের প্রতিবাদে সুধরানো হলো
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




