
ISI মদদে একটা মহল অসৎ উদ্দেশ্যে বিজিপি নিহত হওয়ার মিথ্যা খবর প্রচার করছে।
পাকি ডিফেন্স ফোরাম হল সেই যায়গা যেখান থেকে আইএসআই গুটি চালে। এ সংক্রান্ত সব খবরই আগে ভাগে চলে আসে যেমন এসেছিল থাবা বাবা হত্যার খবরটি ও। পাকি ডিফেন্স ফোরামের লিঙ্কটিতে দাবী করা হচ্ছে বিজিবি ৪ জন মিয়ানমার সৈনিক মেরেছে। ছবি পোস্ট করা হয়েছে প্রায় ১২ ঘন্টা আগে। কিন্তু পোস্ট দিয়ে খবর প্রচার করা হচ্ছে ছবি প্রকাশেরও ২৪ ঘন্টা আগে থেকে।

বিডি দিফেন্স নামের একটি পেজ এর ছবি প্রকাশ করে বলে উল্লেখ করা হয়। সম্ভবত এই পেইজ থেকেই আর্মির নামে ভূয়া খবর বা প্রপাগান্ডা ছড়ানো হয়। এরা ছবিটি পোস্ট করেছে জুনের এক তারিখে। পেজটিতে সুত্র হিসাবে সামরিক বাহিনীর সাথে যোগসুত্র হীন Bangladesh Defence নামের http://www.defencebd.co m এর কথা উল্লেখ করা হয়।

বার্মা টাইমস Click This Link এর বরাত দিয়ে অনেকেই খবরটি প্রকাশ করলেও কেউকেউ পরে সরিয়ে নেয়। কারন বার্মা টাইমস মায়ানমারের কোন সংবাদ মাধ্যম নয়। who.is থেকে জানা যায়, বার্মা টাইমস এর ওয়েব সাইটটির প্রকৃত মালিক বাংলাদেশি এবং জার্মানি থেকে রেজিস্ট্রেশন করা।

আর তা হোস্টিং করা আমেরিকার হিউস্টন থেকে।

IP address 192.185.161.184 তার Location Houston, Texas, United States বিস্তারিত এখানে পাবেন।
বার্মা টাইমস নিয়ে টাইম লস করে লাভ নাই বরং বার্মা টাইমসের নিচে সূত্র লেখা বিডি মিলিটারি। বিডি মিলিটারি যেই নিউজ কপি মেরেছে সেটা হলো পার্বত্য নিউজ ডট কম থেকে।
এই সাইটই প্রথম গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে এই ভুয়া খবর ছড়ায়।
দেখা যায় পার্বত্য নিউজ ডট কম খবরটি প্রকাশ করে ১ জুন ২০১৪ দুপুর ১২:৪২ । এই সাইটের এডমিনকে আইনের আওতায় আনলেই প্রপাগান্ডার মূল হোতাদের ধরা যাবে। বের হবে তাদের উদ্দেশ্য। ছবিতে ঐ সাইটের এডমিনের ঠিকানার তথ্য তাদের ডোমেইন হুইজ রিপোর্ট থেকে।
পার্বত্য নিউজ ডট কমের ডোমেন রেজিস্ট্রেসন ডিটেইল

ছবিটি ভূয়া। ছবিটি প্রথম প্রকাশিত হয় রবিবার, ১৪ই সেপ্টেম্বরের ২০১৩ সালে। “KIA Insurgents Beheaded Alive Captured Army Lieutenant” শিরনামে।

Click This Link
এই হলো মূল নিউজ, যাতে মিয়ানমারের নিহত সৈনিকদের ঐ ছবিটি দেয়া আর তা ২০১৪ নয়, ২০১৩ সালের সেপ্টেম্বরের আগের ঘটনা।
আর পাকি ডিফেন্স ফোরামে চিহ্নিত ISI দালাল MBI Munshi বাংলাদেশ ও মায়ানমারের কাল্পনিক সামরিক শক্তি নিয়েও মিথ্যাচার করছেন।

আরও আনেক কিছু হতে পারে ধরে রাখেন। তাই,
ছাগু হইতে সাবধান!
ছাগু প্রপাগান্ডা হইতে সাবধান!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৪ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




