খবরে পড়লাম, স্পিকারের কাছে শাহবাগের ছয় দফা দাবি নিয়ে গিয়েছে কতিপয় ব্যক্তি, তার মাঝে একটা হলঃ
জামায়াত-শিবিরসহ ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ এবং গৃহযুদ্ধের হুমকিদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অপরাধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে; সূত্র - এখানে
জামাতকে নিষিদ্ধ করা হোক সেটা আমিও চাই। কিন্তু এইখানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে সকল ধর্মীয় দলকে নিষিদ্ধ করার পায়তারা চলছে।
আমার প্রশ্ন একটাইঃ সকল ইসলামি দলই কি জামাতে ইসলামি নাকি? ইসলাম মানেই কি জামাত শিবির? তবে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা কেন বলা হল? শাহবাগের আসল দাবী ছিল একটাই - "রাজাকারের ফাসী চাই" সাথে ছিল - "জামাত শিবিরকে নিষিদ্ধ করা"। এই দাবীর প্রতি সহমত জানিয়ে আমিও ফেসবুক/ব্লগে অনেক সময়/শ্রম দিয়েছি।
কিন্তু এই ফাক গলে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ করার কথা বলে সব ইসলামিক দলকেই নিষিদ্ধ করার পায়তারাটাকে ঠিক মেনে নিতে পারছি না।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




