স্বর্ণ একটি প্রাকৃতিক ধাতু। বিশুদ্ধ স্বর্ণ হয় 24 karats (অর্থাত 99.9% খাঁটি)। বিশদ্ধ স্বর্ণ এমন একটি ধাতু যা অলঙ্কার তৈরীর জন্য খুবই নরম এবং অকার্যকর। স্বর্ণের অলঙ্কার বলতে সাধারণত বর্ণনা করা হয় যা তার স্বর্ণের ও খাদের মিশ্রণ ।
কার্যত পরিধানযোগ্য অলঙ্কার নির্মাণের জন্য বিশদ্ধ স্বর্ণের সাথে অন্যান্য কঠিন ধাতু যা খাঁদ হিসেবে পরিচিত প্রয়োজনীয় অনুপাতে মিশানো হয় যা স্বর্ণকে অনমনীয় এবং টেকসই করে তুলে। খাঁদ হিসেবে সাধারণত তামা ও রূপা মিশানো হয়। মিশ্রিত খাদের শতাংশের উপর নির্ভর করে স্বর্ণকে 22K, 21k & 18K এ ভাগ করা হয়।
22K = 91.6% বিশুদ্ধ
21K = 87.5% বিশুদ্ধ
18K = 75.0% বিশুদ্ধ
এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। তাই আপনি যখন কোন স্বর্ণের অর্ণামেন্টস খরিদ করবেন, তখন সেই অর্ণামেন্টেস এর গায়ে খোদায় করা থাকবে ৯১৬ অর্থাৎ ২২ ক্যারেট, ৮৭৫ অর্থাৎ ২১ ক্যারেট, ৭৫০ অর্থাৎ ১৮ ক্যারেট।সাধারণত চেনের হুকে, কানের দুলের পিছনে , রিং এর নিচে। নেক্লেস এর পিছনে খোদায় করা থাকে।
ঢাকা চট্টগ্রামের সব জুয়েলারী সপে এগুলি থাকে না। তবে পৃথিবীর বড় বড় শহরের স্বর্ণের দোকানে আপনি এগুলি দেখতে পাবেন। কারণ তারা ষ্ট্যাণ্ডার্ড কোয়ালিটি মেনে চলে। কিন্তু বর্তমানে ঢাকায় কিছু দোকানে এখন পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ষ্ট্যাণ্ডার্ড এ সরকার অনুমোদিত হলোগ্রাম যুক্ত ২১কে ও ২২কে স্বর্ণের অলঙ্কার। তাই কুমিল্লা মহানগরীতে স্বর্ণ নিকেতন নিয়ে এলো হলোগ্রাম যুক্ত ২১কে ও ২২কে স্বর্ণ অলঙ্কার এর এক বিপুল সমাহার। আমাদের এখানে তৈরিকৃত প্রতিটি অলঙ্কার আন্তর্জাতিক ষ্ট্যাণ্ডার্ড এ হলোগ্রাম যুক্ত। প্রতিটি অলঙ্কার এর গায়ে অলঙ্কারটি কতো karat এর, KDM ঝালাই এর সিল, স্বর্ণ নিকেতন এর লোগো এবং সরকার অনুমোদিত হলোগ্রাম সিল খোদাই করা থাকে। তাই এতে সন্মানিত গ্রাহকদের প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই।
কুমিল্লা মহানগরীতে এই প্রথম সরকার অনুমোদিত আন্তর্জাতিক ষ্ট্যাণ্ডার্ড অনুযায়ী হলোগ্রাম সীল যুক্ত 21k এবং 22k স্বর্ণালংকারের নিশ্চয়তায় এক অনন্য প্রতিষ্ঠান স্বর্ণ নিকেতন
ঠিকানাঃ ডি-১০৩, বেইজমেন্ট ফ্লোর
খন্দকার হক টাওয়ার, মনোহরপুর
কুমিল্লা।
আর জানতে এবং অলঙ্কারের বিভিন্ন ডিজাইন দেখতে লাইক দিন আমাদের এই পেইজটিতে...
স্বর্ণ নিকেতন
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




