রাত বিরাতের আড্ডা শুরু করার আগে একখান জুকস বইলা নেই।
সারারাত চুরি করার পর শেষ রাতে এক চোর পুকুরঘাটে গেছে হাতমুখ ধোওয়ার জন্য। অন্যদিকে শেষ রাতে একজন পুকুরঘাটে গেছে অযু করে নামাজ পড়ার জন্য। পুকুরের একঘাটে থেকে চোর মনে করছে, হইতে কাম, আমার আগেই দেহি আরেক চোর আইসা পুকুরঘাটে হাতমুখ ধুইতাছে!!!!
অন্যদিকে সেই অযু করতে থাকা লোকটা মনে করছে, হায় হায় !!! এই লোক দেহি আরো বড় ধর্মপ্রাণ। এতো আগেই পুকুরঘাটে আইসা পড়ছে!!!!
এইডা নিতান্তই একখান জুকস.....। তয় কথা হলো আমি নিজে রাত বিরাতের আড্ডাবাজ। তাই এখন ব্লগের সব ব্লগারকেই রাত বিরাতের আড্ডাবাজ মনে লয়।
যেহেতু মনেই লচ্ছে তাই শুরু করা যাক আজকের রাত বিরাতের আড্ডা।
আবারো রাত বিরাতের আড্ডায় সকলকে স্বাগতম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



