রাত ১২টা আমার কাছে তেমন বেশি রাত নয়। তার পরও আজ কেমন জানি মনে হচ্ছে আনেক বেশি শান্ত আনেক বেশি নিশ্চুপ। আর এই নিস্তব্ধতা ভাঙ্গলো তন্ময় এর ফোনে। এপাশ থেকে হ্যালো বলতেই ওর কন্ঠে অনুণয় ঝড়ে পড়লো।
"দোস্ত কাল যদি তোর ওখানে মানে কুষ্টিয়াতে আসিতবে তোর কোন সমস্যা হবে?"
"না! তুই আসবি আমার কাছে অসুবিধা হবে কেমন কথা।"
"না আমি একটা কাজে আসতে চাচ্ছিলাম তোকেও দরকার হবে । তোর সময় হবে তো?"
"তুই চলে আয় সময় করে নেওয়া যাবে। কিন্তু কি কারনে আসবি সেইটা বলবিতো"
"দোস্ত ফোনে বলা যাবে না , তোকে কুষ্টিয়া গিয়ে বলবো।"
"ঠিক আছে আয় তারপর শোনা যাবে"
এইটা বলতেই ফোন কেটে দিল। আমি বুঝতে পারছিনা কি এমন কথা যে ফোনে বলা যাবে না ।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




