পুরুষ মানুষ হাতি কে পোষ মানাইতে পারে পারেনা শুধু বউ।।। আহারে !! বউ???!!
সম্প্রসারিত ভাবঃ
বন্ধুগন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমার আগের পোষ্টের কথাগুলো কুনরুপ অসাধু উদ্দেশ্যে পুষ্টানো হয় নি। আমি নিত্যান্তই একজন গো-বেচারা ভদ্রগোছের আবাল। যাহার কোনরূপ দাড়ি-কমা নাই(মানে গারল ফ্রেন্ড ও বউ কোনটাই নাই)।। কিছু শর্তসাপেক্ষে একজনকে শুধুমাত্র ছোট বউ ডাকার অনুমতি প্রাপ্ত।অদ্য ২২/১০/২০১৫ দুপুর এবং সন্ধায় ঘটমান কিছু ঘটনার প্রেক্ষীতে আমার এহেনো মস্তৃস্ক প্রসূত বাণী বিশেষ। যাহার সাথে কোনরূপ কোন ব্যক্তি চরিত্র মিল খাইলে নিজ দায়িত্বে আত্মগরিমার সাথে সংবরন করিবেন কারন সঙসারারের সুখই আসল।আমি বিশ্বাস করি যে পুরুষ মাত্রই গৃহলালিত ও স্ত্রী-পালীত দু'পেয়ো জন্তু বিশেষ(যাহার বউয়ের কাছথেকে রিমোট নিয়ে ছিঁচকাদুনে সিরিয়ালবাদ দিয়ে খেলা/খবর দেখার ক্ষমতা নেই অথচ পরাক্রমশালী হাতিকে পোষ মানিয়েছে)।
পুলাডা ভালো আছিলো....... তারপর একদিন বিবাহ নামক যন্ত্রে আবদ্ধ হইলো.................. বাকি টা ইতিহাস।।।
সম্প্রসারিত ভাবঃ
দিনকে দিন যাহা অবলোকন করিতেছি তাহাতে আমার উপলব্ধি হয়তেছে যে অতি শিঘ্রই আমি পেটিকোট এ্যাডমিনিষ্ট্রেশনের কাছে ভর্তি হইতে যাইতেছি। ইহাতে যদি কাহারো মনে কোনরূপ আপসুসের বাণী উদ্গীরন হয় তাহা নিত্যান্তই কোকিলতালীয় ব্যাপার। মনের বিষ সমূলে এখানে উদ্গীরন করিতে পারেন। কারন ইতিহাস সবাই সৃষ্টি করতে পারে না কেউ কেউ নিজেই ইতিহাস হয়ে যায়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



