
বাবা দুই অক্ষরের ছোট্ট একটি শব্দ, যে শব্দটির সাথে জড়িয়ে আছে অনেক আবেগ ভাললাগা ভালবাসা। আমি অফিস থেকে ফেরার পর আমার ছোট্ট মেয়েটি যখন বাবা বলে জড়িয়ে ধরে তখন আমার ক্লান্ত ঘর্মাক্ত দেহটিতে শান্তির পরশ ছুয়ে যায়। মনে হয় বেচে থাকা স্বার্থক। বাসার বাইরে গেলে বারবার ফোন করে বলে,বাবা তুমি কতদুর?তাড়াতাড়ি চলে আসো। মন তখন ব্যাকুল হয়ে ওঠে বাসায় ফেরার জন্য।
সব বাচ্চাদের মত আমার মেয়েও চকলেট ভালবাসে। একদিন অফিস থেকে ফেরার পর একটা আধ খাওয়া চকলেট দিয়ে মেয়ে বলছে 'বাবা এটা তোমার জন্য' সেদিন অদ্ভুত এক ভাললাগায় চোখে পানি এসে গিয়েছিল। যে মেয়ে চকলেট এত ভালবাসে সে নিজে না খেয়ে আমার জন্য রেখে দিয়েছে। এক, দেড় বছর বয়সে যখন ওকে জিজ্ঞাসা করতাম,আম্মু তুমি কার মেয়ে?ও একবারও চিন্তাভাবনা না করেই বলতো,'আমি বাবার মেয়ে'। এখন তিন বছর বয়সে একই প্রশ্ন করলে ডিপ্লোম্যাটিক উওর দেয়,'আমি বাবা আর আম্মুর মেয়ে'। এই উওর থেকে বোঝা যায়, মেয়ে আমার বড় হচ্ছে।
আমার মেয়ের জন্য কয়েকটি ভালবাসার পংতিমালা :
আম্মু
তুমি এগিয়ে যাও আগামীর পথে। বাবা তোমায় পিছন থেকে বটবৃক্ষের মত সুশীতল ছায়া দেবে, তোমার চলার পথের কাটাগুলো একটি একটি করে উপড়ে দেবে,তোমার চলার পথকে যতটুকু সম্ভব মসৃণ করে দেবে, বাবা তোমাকে সাহস দেবে,শক্তি যোগাবে, ভরসা দেবে । তোমার সামনে বন্ধুর পথ,যে পথ তোমাকে একাই চলতে হবে,যে পথ তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। ভয় পেয়ো না আম্মু বাবা সবসময় তোমার পিছনেই আছে।
ইতি
তোমার বাবা।
বি: দ্র: লেখাটি আমার বাবাসহ পৃথিবীর সব বাবাদের উৎসর্গ করলাম।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



