সমুদ্র অনেক নামে আমাদের ডাকে
সেই ডাক, দেয়ালে সাটানো ঐ চিলের উৎকণ্ঠা নিয়ে
স্বপ্নে এলে মনে হয়Ñ সৈকতেই বসে আছি !
যেন আমাদের তন্দ্রা ও ঘুমের মাঝে গাঢ় কোনো গল্পকথা
সমুদ্রচিলের ঐ আঁশটে পালকে লেগে আছে।
আর জেগে থাকে নিধুবন। পাহাড়ের খাঁজে খাঁজে
সহস্র নরখাদক নাচে আর সমুদ্র উত্তাল হয়ে ওঠে
২
নিরুদ্দিষ্ট হতে হতে সেইসব শাদা ফেনা মানুষের
কতটা কাছের ?
তুমি ডাকো। সমস্ত লবণজল আঙুলে বিভক্ত করে শুধু
কাগজের ম্যাপখানি মেলে ধরো। রেখাচিত্রে আমাদের মুখ
অবিভক্ত থেকে গেলে তাকে ছিঁড়ে ফেল
হাসিতে, সাইরেনে আর ীণ আশঙ্কায়
যেনবা বিকট আয়নাঘরে নিরুদ্দিষ্ট হতে হতে মানুষ বড়জোর
শাদা ফেনা
মোলায়েমভাবে সূর্যাস্ত-দেখা শিখে নিতে পারে।
৩
বনের গভীরে আজ ডাক পাড়ে স্বাস্থ্যকর (ভীরু) বেগুনের দোল খাওয়া
বনের অলিন্দে যে সকল হরিণের কাঁচা হাড় পাওয়া যায়
আর গলে যাওয়া চোখ থেকে
নেমে আসা প্রলম্বিত পিঁপড়ের সারিÑ সেসব হরিণে যেন
কোনো এক ডুবে যাওয়া সুপ্তমঠ থাকে
এসব বিবৃতি-মতো আয়না থেকে রটে গেলে তোমার
দখিন-দুয়ারি শাদা শাড়ি, তার নীল আভা-ঘেরা
জর্জেটের ভুলভাল্, আমি দুঃস্বপ্নে মাড়িয়ে আসি
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




