বাংলাদেশে ছবিসহ জাতীয় পরিচয়পত্র তৈরী করার কাজ চলছে, যাদের পক্ষে ছবি তোলার কেন্দ্রে নিজে যাওয়া সম্ভব নয়, তাদের বাড়ী বাড়ী ল্যাপটপ নিয়ে গিয়ে ছবি তোলা হচ্ছে। আমি বাদে আমাদের দলের সবার কাছেই বাড়ী বাড়ী গিয়ে ল্যাপটপ সেট করা খুবই বিরক্তিকর একটা ব্যপার। কাজেই যেদিন যার ভাগেই মোবাইল টিমের দায়িত্ব পরুক না কেন, সাথে আমি যাবোই। তাই টিমের সবাই ঠিক করল মোবাইল টিম মানেই, আমি। এ সিদ্ধান্তে আমিও খুব খুশি।
প্রতিদিন বাড়ি বাড়ি ছবি তুলতে যায়, আর দেখি কত কত অসুস্ত বুড়ো-বুড়ি, যারা সুধু মাত্র সুখের আশায় দিন গোনে, কবে আসবে মরন- কবে পাবো শান্তি। সেখান থেকেই মগজে ঘুরপাক খায় সুখ মানে কি জন্মানো নাকি মরা, এই ভাবনা থেকেই বাংরেজী মিলিয়ে ইয়ারকি মারা একটা নাম দেই WHAT IS সুখ ? কবিতাটা শেষ করার পরে অবশ্য মনে হয়েছে, কবিতাটা শুধু মাত্র আর ইয়ারকি মারার পর্যায়ে নেই-
কবিতাটা পাঠালাম, সময় পেলে পরবেই এই আশায় দিন গুনবো................
সুখ ?
সুখ মানে কি ? সুখের আশায়, একটা জীবন পাওয়া,
সুখ মানে কি ? কান্না দিয়ে মায়ের আদর চাওয়া।
সুখ মানে কি ? মায়ের মুখের ঘুম পাড়ানী গান,
নাকি, মায়ের কোলে শুয়ে জীবন সূধা পান।
সুখ মানে কি ? কান্নাকাটি!
সুখ মানে কি ? ঘুম,
সুখ মানে কি ? সারাবেলা কথাবলার ধুম।
সুখ মানে কি ? সারাটাদিন দস্যিপনায় মাতা,
সুখ মানে কি ? মাথার উপর বাবা-মায়ের ছাতা।
সুখ মানে কি ? সন্ধেবেলায়, দাদির বলা গল্প,
সারাটাদিন ঘুড়ে বেড়াও পড়ালেখা অল্প।
সুখ মানে কি ? সাত-সকালে ঘুমের থেকে ওঠো,
পড়া-লেখা করে তবেই, পাঠশালাতে ছোট।
সুখ মানে কি ? ঘন্টা ছুটির, বাড়ি ফিরে আসা,
সুখ মানে কি ? হাসি পেলে, প্রাণটা খুলে হাসা।
সুখ মানে কি ? দস্যিপনা, কিছুই যখন হইনি জানা।
সুখ মানে কি ? মনের ঘরে, অসম্ভবের নিত্য হানা।
সুখ মানে কি ? টিভি দেখা, যখন ঘরে একা একা,
নাকি শুধু ভেবে যাওয়া, কখন পাবো তাহার দেখা।
সুখ মানে কি ? স্বপ্ন দেখা, সকাল-দুপুর-সন্ধেবেলা।
রাতের ঘুমের স্বপ্নগুলো, রঙ্গিন করার মজার খেলা।
সুখ মানে কি ? ভালবাসি,
তোমার মুখের মধুর হাসি-
সুখ মানে কি ? তুমি-আমি,
সুখ মানে কি ? আমিই-আমি।
সুখ মানে কি ? জীবন জুয়া,
অর্থ ছাড়া সবই ভুয়া।
সুখ মানে কি ? জীবন গড়া,
হয়না কিছুই টাকা ছাড়া।
সুখ মানে কি ? ছুটে চলা,
মেপে মেপে কথা বলা।
সুখ মানে কি ? ছেলেমেয়ে,
সুখ মানে কি ? সুখের আশা।
সুখ মানে কি ? ভালবাসা,
একটু সুখে অনেক হাসা।
সুখ মানে কি ? মাথা ব্যাথা!
সুখ মানে কি ? কষ্ট!
সুখ মানে কি ? জীবন থেকে সময়গুলো নষ্ট।
সুখ মানে কি ? সুখের স্মৃতি,
সুখ মানে কি ? গল্প।
সুখ মানে কি ? জীবন থেকে পাওয়া অতি অল্প।
সুখ মানে কি ? জীবন জুড়ে, ঘুড়ে ফিরে শুধু চাওয়া,
সুখ মানে কি ? কাজের থেকে, অবশেষে মুক্তি পাওয়া।
সুখ মানে কি ? নামায রোজা,
সুখ মানে কি ? ভয়!
সুখ মানে কি ? যখন-তখন বিশ্বাসেতে ক্ষয়।
সুখ মানে কি ? শুকনো পাতা,
সুখ মানে কি ? কাব্য।
সুখ মানে কি ? সুখ কি আবার,
নতুন করে ভাবব।
সুখ মানে কি ? সূর্য ডোবা,
ভাবনাগুলো থাকনা বোবা।
সুখ মানে কি ? আকাশ দেখা।
সুখ মানে কি ? একলা একা,
নিভে যাওয়া চোখের তারায়,
দুর আকাশের তারা দেখা।
সুখ মানে কি ? একলা জীবন,
সুখ মানে কি ? বন্ধী!
সুখ মানে কি ?
হাজার রকম ব্যাধীর সাথে সন্ধি।
সুখ মানে কি ? অসুখ-বিসুখ, পরিবারের বোঝা,
সুখ মানে কি ? সুখের আশায়, মৃত্যুটাকে খোঁজা...
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



