আজ লংমার্চে গিয়েছিলাম। বিশেষ কোন মার্চ না করে, সিএনজি তে। বুয়েটের কিছু স্যারের সাথে এক চিপা গলির ছায়ায় অবস্থান সেরে বাসায় এসে মিডিয়ার ডিসটর্টেট কথাবার্তা শুনলাম। মিডিয়া যে বিষয়গুলো আপনাকে বলবে না -
১. যারা গিয়েছে তারাই বাংলাদেশের মূলধারার সাধারণ মুসলমান মানুষ, হেফাজতে ইসলামীর সরাসরি কর্মী সামান্যই।
২. এরা আল্লাহকে ভালবাসে (সুস্থ যে কেউ বাসবে, যদি না পশ্চিমা দর্শন আগেই ব্রেইনওয়াশ করে থাকে, যার কাছে অসাধারণ এই জীবন পেয়েছি তাকে কেন ভালবাসব না কিছু গাজাখুরি পশ্চিমা দর্শন এর জন্য), তাই নবীকে ভালোবাসে, তাই নবীদের প্রতিনিধি আলেমদের ভালোবাসে, এবং শুধু এজন্যই লংমার্চে গিয়েছে।
৩. জামাত শিবিরকে বাঁচানোর বিন্দুমাত্র চিন্তা এদের মাথায় নাই।
৪. শাহবাগ যদি ইসলাম বিরোধী অভদ্র ব্লগারদের শাস্তি দাবি করত তাহলে এই মার্চ হতনা। কেন করেনা, বুঝেনিতো।
৫. পুলিশরা বলেছে, ডিউটি দিয়ে দিছে নাহয় আপনাদের সাথে শরিক হতাম।
৬. জনগণ জনগণকে খাইয়েছে, ইনডিয়া নয়।
৭. পুরো শাহবাগের উচিত এদের সাথে শরিক হওয়া ন্যায়বান হওয়ার জন্য ও সুখি ভবিষ্যতের (আখেরাতের) জন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




