কত আশা নিয়ে মাত্র ৯০ কোটি টাকা খরচ করে, ইসলামি ব্যাংকের টাকা নিয়ে কাউজ্জা করে আবার লাখ মানুষের পদতলে জাতীয় পতকা পদপিষ্ট করেও শেষ মেষ আমাদের বিশ্ব রেকর্ড গড়া হল না...
গিনেজ বিশ্ব রেকর্ডের ওয়েব লিংকঃ Click This Link
শুধু মাত্র সাহারা গ্রুপের উদ্দ্যোগে বানানো রেকর্ড ভাংতে পারলাম না আর যদি ভারত রাষ্ট্রীয় ভাবে আমাদের মত এই রেকর্ড গড়ার উদ্দ্যোগ নিত তাইলে হইত কাম।
আহারে এত্তো গুলা টেকা আমারে দিলেও একটা সাধারন মানুষের উপকার হইত...
এবার কিছু ইতিহাস তুলে ধরিঃ ইতিহাসের প্রচীন রোমান সম্রাজ্য যখন মানুষের মৌলিক অধিকার গুলি পূরন করতে ব্যার্থ হয়েছিল, তখন তৎকালীন ব্যার্থ শাষক গোষ্টি গ্লাডিয়েটর নামক এক ধরনের যোদ্ধা আবিস্কার করে যারা একে অপরের সাথে যুদ্ধ করে নিজেদের জীবন দিয়ে দিত মানুষের এন্টারটেইনমেন্টের জন্য। আর আমাদের মত মগা সাধারন জনগন এই সব মরন খেলা দেখে এতটাই উন্মাত্ত থাকত যে তাদের মৌলিক চাহিদা যে পূরন হচ্ছে না সেদিকে নজর দেবার সময়ই পেত না।
আমাদের বর্তমান অবস্থা ইতিহাসের সেই সময়ের থেকে কোন অংশে কম না।
আমরা যে কেন ইতিহাস থেকে শিক্ষা নেই না, এইটা আমি নিজেও জানি না।