প্রাইভেট ভার্সিটি তে ভ্যাট যোগ করা নিয়ে বেশ কিছু লেখা আসছে আজ ব্লগে। পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে। এই সুযোগে ভাবলাম কিছু অভিজ্ঞতা শেয়ার করি।
আগেই বলে নিই যে অভিজ্ঞতা গুলো একজন প্রাইভেট ভার্সিটির ছাত্রের কাছে শুনতে সুখকর লাগবে না। তবে ঘটনা গুলো সত্য।
প্রাইভেট ভার্সিটি সম্পর্কে আমার ব্যক্তিগত অভিমত হলো অধিকাংশ প্রাইভেট ভার্সিটির পড়াশুনার মানই খারাপ। হাতে গোনা ৫-৬ তে একটু ভালো পড়ানো হয়। কেন আমার এরকম অভিমত হলো তা নিচের ঘটনা গুলো পড়লেই বুঝতে পারবেন। আরেকটি কথা, আমি পাবলিক ভার্সিটি তে পড়ি
আবিদের এক দূর সম্পর্কের বড় ভাই সম্প্রতি একটি প্রাইভেট ভার্সিটিতে প্রভাষকের দায়িত্ব নিয়েছেন। তিনি নিজে অনার্স-মাস্টারস্ করেছেন পাবলিক থেকে। যাই হোক কোন এক কাজে আবিদ তার কাছে গিয়েছে। দেখে উনি প্রাইভেট ভার্সিটির ছাত্রদের খাতা দেখছেন। ইংরেজি খাতা। উল্লেখ্য আবিদের ভাই ও আবিদ দুজনেই ইংরেজির ছাত্র। আবিদ দেখলো যে ওর ভাই যে খাতাটি দেখছে তা অসংখ্য ভুলে ভরা। ভাইও আবিদকে ভুল গুলো দেখালো। এতই হাস্যকর ভুল যে দুজন ওগুলো নিয়ে হাসাহাসিও করলো কিছুক্ষণ। Grammatical ভুল, Sentence এ ভুল, Spelling এ ভুল
ওখানে এরকম একটা Sentence ও ছিল - "Failure is the success to key"
যাই হোক, হাসাহাসি শেষে আবিদের ভাই যখন নাম্বার দিল তা দেখে তো আবিদের আক্কেল গুড়ুম
বেচারা আবিদের সুপ্ত ইচ্ছা ছিল আনার্স শেষ করার পর স্বল্প সময়ের জন্য কোন প্রাইভেট ভার্সিটিতে চাকরী নেবে। কিন্তু এ ঘটনা দেখে ও প্রাইভেট ভার্সিটি থেকে ১০০ হাত দূরে থাকার সিদ্ধান্ত নেয়
এবার আমি আমার এক প্রাইভেট ভার্সিটি পড়ুয়া বন্ধুর কথা বলি। একদিন দেখি ওর মেজাজ ভীষণ খারাপ
তো কয়েক দিন পর দেখি যে ওর মন খুব ফুরফুরে
জিজ্ঞেস করলাম, "কিরে, পরীক্ষায় ভাল করেছিস নাকি?"
ওর উত্তর, " এখনো করি নাই। তয় যে স্যারডা কম নম্বর দিছিল, তারে বিদায় করছি
প্রাইভেট ভার্সিটি সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব কম। এর চেয়ে ভাল অভিজ্ঞতা সম্পন্ন ব্লগার হয়তো সামুতেই আছে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১০ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



