অনেকেরই প্রয়োজনে/অপ্রয়োজনে একাধিক ব্যাংকে একাউন্ট থাকতে পারে। তবে সব ব্যাংকে হয়তো অনেকে লেনদেন করে না। কোন ব্যাংকে লেনদেন করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
আমি প্রথমে ডাচ-বাংলা ব্যাংকে একাউন্ট করেছিলাম। সার্ভিস ভালো না লাগায় ব্যাংক এশিয়ায় একাউন্ট করেছি। ডাচ-বাংলা চালু থাকলেও লেনদেন করি না, ব্যাংক এশিয়াতেই সব লেনদেন করি।
ওয়েবসাইটে দেখলাম এবি ব্যাংকের সেভিংস একাউন্টে পঞ্চাশ হাজার টাকার বেশি থাকলে বছরে কোন সার্ভিস চার্জই নেই। উপরন্তু ডেবিট কার্ড ফ্রি, চেকবই ফ্রি...। তাহলে ব্যাংক এশিয়াকে প্রতিবছর সার্ভিস চার্জ গচ্চা দেওয়ার দরকার কি?
ভাবছি এবি ব্যাংকে একাউন্ট করব। আপনার একাউন্ট কোন ব্যাংকে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




