১২ বছর বয়সী ড্রে তার মায়ের সাথে চায়নায় আসে। চায়নাতে এসে ড্রে-র বন্ধুত্ব হয় তার ক্লাসমেট মেয় ইং-এর সাথে। কিন্তু সাংস্কৃতিক পার্থক্য তাদের বন্ধুত্বের পথে বাধা হয়ে দাড়ায়। তার উপর ড্রের শত্রুতা বাধে সে অঞ্চলের কারাটে কিড খ্যাত চেং-এর সাথে। বন্ধুহীন এই অজানা দেশে ড্রে-র পাশে এসে দাড়ায় তাদের বিল্ডিং-এর মেইটেনেন্স ম্যান মি: হ্যান(জ্যাকি চ্যান)। হ্যান ড্রে-কে শেখায় কুং ফু। তৈরি করে ড্রে-কে আগামী ম্যাচের জন্য, যেখানে ড্রে-র মোকাবেলা হয় তার সবচেয়ে বড় শত্রু চেং-এর সাথে।
কারাটে কিড এর আগেও চারবার নির্মান করা হয়েছে। কিন্তু এবারেরটা সবচেয়ে ভালো লেগেছে আমার। অসাধারন লেগেছে উইল স্মিথ-এর ছেলে যেডেন স্মিথ-এর অভিনয়। আর জ্যাকি চ্যান তো বরাবরই বেস্ট।
আই এম ডি বি লিঙ্ক
আই এম ডি বি রেটিং- ৬.১/১০
Main Cast:
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



