সুনীল (শাহরুখ) ভালোবাসে আনাকে (সুচিত্রা)। আনা ভালোবাসে ক্রিস (দীপক)কে। আবার ক্রীসও ভালোবাসে আনাকে।
সুনীল সব দিক দিয়ে অযোগ্য। ডিগ্রী তিনবার ফেল করেছে। সবাই ওকে অকর্মা হিসেবেই ধরে নিয়েছে (আমার মতো)
সুনীল বিভিন্ন ভাবে চেষ্টা করে ক্রীসের সাথে আনার প্রেম বিচ্ছেদ করতে। বেচারা! কিন্তু কোনভাবেই পেরে ওঠেনা। এর মাঝে সুনীল ৪র্থ বারের মতো ডিগ্রী ফেল করে। ওদিকে সুনীলের গুন্ডা বন্ধু ওকে নকল মার্কসীট বানায়ে দেয়।
এদিকে ক্রীসের বাবামা ক্রীসের সাথে অন্য এক মেয়ের বিয়ে ঠিক করে। ফলে আনার বাবামা সুনীলের সাথে আনার বিয়েতে রাজী হয়। কিন্তু শেষ মুহুর্তে সুনীল, ক্রীস আর আনার কিছু কথা শুনে ফেলে। যার ফলাফল- স্যাকরিফাইস।
খুব সাদামাটা শোনাচ্ছে কাহিনীটা, তাই না? একদম ঠিক। খুবই সাদামাটা কাহিনী। কিন্তু তার মধ্যেও যেন কোথায় একটা "কিন্তু" আছে। শাহরুখের অসাধারন অভিনয়, গল্পের প্লট, আবেগ, ভালোবাসা, স্যাকরিফাইস.... সব মিলে অসাধারন একটা মুভি। অসাধারন কয়েকটা গান আছে মুভিটায়, যা শুনলে শুধু শুনতেই চাবেন। আর হ্যা......মুভিটার শেষ সীনে শাহরুখের জন্য চোখের পানি ধরে রাখতে কষ্ট হবে সবারই।
এই মুভির আমার সবচেয়ে প্রিয় গান:
Click This Link
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




